নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

খুঁজেও আমায় পেতে পারো সন্ধ্যা নদীর তীরে

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩


হয়তো আমি থাকবোনা এই পটে ,
হাঁটবো না আর সন্ধ্যা নদীর তটে ,
হয়তো আমি হাঁটবো একা একা ,
শুকনো পাতা থাকবে অনেক রাখা ,
মরমরিয়ে উঠবে যখন ব্যথা ,
থাকবে নাকো তুমি জানি সেথা ,
নাম ধরে কেউ ডাকবে না যে মোরে ,
মধুর সুরে মনটি উজাড় করে ।

ঋতুর পরে আসবে ঋতু নতুন নতুন ঢঙে ,
ফাগুন মাসে সাজবো না যে বাসন্তীরও রঙে ।
উড়ছে জীবন উড়ছে শুধু শুকনো পাতার মতো !
এঘাট থেকে ওঘাট করে চলছে অবিরত !

হয়তো আমি থাকবো না আর এই শহরের ভিড়ে ,
খুঁজেও আমায় পেতে পারো সন্ধ্যা নদীর তীরে ।

মন্তব্য ৫৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

শামীম আরেফীন বলেছেন: দু-একটা বানান খেয়াল রাখা দরকার। কবিতা ভালো হয়েছ..

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । বাংলা লেখা রীতিমতো আমার জন্য যুদ্ধ , তাই অনেক ভুল হয় । আমি 'একা' আর ' থাকবোনা ' এই দুটি ঠিক করেছি , আর বুঝতে পারছি না কি ভুল আছে ।যদি কিছু মনে না করেন আপনি নির্দ্বিধায় ধরিয়ে দিতে পারেন ভুলটা । অবশ্য , যদি সময় থাকে । :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

গেম চেঞ্জার বলেছেন: হয়তো আমি হাড়িয়ে যাবো এই শহরের ভিড়ে ,
খুজেও আমায় পেতে পারো সন্ধ্যা নদীর তীরে ।


দাগ কেটেছে । ভালই লেগেছে ।



আর ভুলগুলো পেলে ধরানোই উচিত । ধন্যবাদ ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । আবশই ধরানো উচিৎ । :) মনের ভিতর দাগ দিতে ভীষণ ভালো লাগে । B-)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

শামীম আরেফীন বলেছেন: হাটবোনা<হাঁটবো না
মরে<মোরে
সুধু<শুধু
হাড়িয়ে<হারিয়ে
খুজেও<খুঁজেও

উপরের বানানগুলো চোখে পড়ল। টাইপো হতে পারে। তবে ভুল ধরার জন্য নয়, শুধরে দেয়ার জন্যই কিন্তু বলেছি। কিছু মনে করবেন না। বানান ভুল আমিও খুব করি :)
আগের কমেন্টে একটা বানান আমারও ভুল আছে দেখেন ;)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

গুলশান কিবরীয়া বলেছেন: হুম তাইতো দেখছি , 'হয়েছ ' । আমি কিছুই মনে করিনি । you are most welcome to correct me anytime which is very helpful . actually I do use avro Bangla keyboard and mostly phonetics . There are so many options come up and makes me confused which one would be the right one . many thanks for you kindness and correction . take care :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

আমিনুর রহমান বলেছেন:



হয়তো আমি থাকবোনা এই পটে , < থাকবো না
হাটবোনা আর সন্ধ্যা নদীর তটে , < হাঁটবো না
হয়তো আমি হাটবো একা একা , < হাঁটবো
শুকনো পাতা থাকবে অনেক রাখা ,
মরমরিয়ে উঠবে যখন ব্যথা ,
থাকবে নাক তুমি জানি সেথা ,

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

গুলশান কিবরীয়া বলেছেন: you are very helpful and very kind from the beginning . I am glad to have a friend like you . I will correct soon .

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

আমিনুর রহমান বলেছেন:


হয়তো আমি থাকবোনা এই পটে , < থাকবো না
হাটবোনা আর সন্ধ্যা নদীর তটে , < হাঁটবো না
হয়তো আমি হাটবো একা একা , < হাঁটবো
শুকনো পাতা থাকবে অনেক রাখা ,
মরমরিয়ে উঠবে যখন ব্যথা ,
থাকবে নাক তুমি জানি সেথা < নাকো
নাম ধরে কেউ ডাকবে না যে মরে , < মোরে
মধুর সুরে মনটি উজাড় করে ।

ঋতুর পরে আসবে ঋতু নতুন নতুন ঢঙে ,
ফাগুন মাসে সাজবো না যে বাসন্তীরও রঙে ।
উড়ছে জীবন উড়ছে সুধু শুকনো পাতার মতো ! < শুধু
এঘাট থেকে ওঘাট করে চলছে অবিরত !

হয়তো আমি হাড়িয়ে যাবো এই শহরের ভিড়ে ,

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা লেখার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। লিখতে থাকুক, লিখতে লিখতেই অনেক ভালো কিছু তৈরী হয়ে যাবে। :)

শুভ কামনা রইল। একই সাথে শামীম আরেফীন ভাইকেও ধন্যবাদ জানাই, সহ ব্লগার হিসেবে আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য। এখনও আমাদের অনেক বানান ভুল হয়, সহ ব্লগারদের সাহায্যে এই ভুল থেকে অনেক খানি দুরে সরে এসেছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

গুলশান কিবরীয়া বলেছেন: Thank a lot for you valuable comment and encouragement .

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

গুলশান কিবরীয়া বলেছেন: Many many thanks for your like . Keep encouraging me , it is very precious gift .

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

বিদ্রোহী সিপাহী বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতা। নিজেকে হারিয়ে ফেলার ভয় থেকেই জন্ম নেয় জীবনের প্রতি ভালবাসা।
আপনার বোধের প্রতিও রইল অফুরন্ত ভাল লাগা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

গুলশান কিবরীয়া বলেছেন: Its a great feelings to have a comment like that , such a great feelings!!! keep commenting like that in future .

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

আমিনুর রহমান বলেছেন: বারবার কমেন্ট কেনো অর্ধেক যাচ্ছে বুঝতে পারছি না :P

হয়তো আমি হাড়িয়ে যাবো এই শহরের ভিড়ে , < হারিয়ে
খুজেও আমায় পেতে পারো সন্ধ্যা নদীর তীরে । < খুঁজেও

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @আমিনুর ভাইঃ যদি এই সমস্যাটির আবার মুখোমুখি হন, তাহলে কষ্ট করে একটা মেইল দিয়ে জানায়েন।

ধন্যবাদ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

ভুলগুলো ঠিক করে দিয়েন। !:#P

ভালো থাকুন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

গুলশান কিবরীয়া বলেছেন: দিবো , দিবো ... সবাইকে উত্তর দিচ্ছি । :(

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো লেগেছে জেনে ভীষণ খুশী . :)

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালৈ হৈসে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

গুলশান কিবরীয়া বলেছেন: তাই বুঝি !! খুশী হলাম । :)

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

কিরমানী লিটন বলেছেন: Fantastic "Go ahead-touch it's up... "!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

গুলশান কিবরীয়া বলেছেন: Thank you so much , it's a great pleasure to hear from you . I wish I could touch the fire ball without burning my hand and get the power to write the best poem in the world . just kidding ;)

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: লিখতে থাকুন চমৎকার সব কবিতা । :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । চমৎকার কিনা জানিনা , তবে আমার ভালোই লাগছে লিখতে । অনেক শুভকামনা রইলো আপনার জন্য ।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

পরী আন্টি বলেছেন: আপুনি এত সুন্দর করে কবিতা লিখো কি করে?আমাকে শিখাবে আপুনি?

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: তোমার ভালো লেগেছে পরী ? ডানা মেলে উড়ে চলে এসো , সব শিখিয়ে দেবো । আমার কি যে ভালো লাগছে একটা পরী আমার লেখা পছন্দ করেছে । :)

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৬

পরী আন্টি বলেছেন: আপুনি শুধু কবিতা না তোমার কমেন্টেও অনেক আন্তরিকতা আছে।ইশ সত্যি যদি আমি পরী হতাম এখনই চলে আসতাম কসম। :(

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে পরী , তুমিও ভীষণ আন্তরিক , নাহলে কেউ এভাবে আপুনি বলে ডাকে না । তোমার জন্য রইল অনেক শুভকামনা ।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাম ধরে কেউ ডাকবে না যে মোরে ,
মধুর সুরে মনটি উজাড় করে ।.......আহারে,আসলেই মরমরিয়ে উঠে
ভাল্লেগেছে,
চালিয়ে যান
হ্যাপী ব্লগিং.......গাইতে গাইতে গায়েন,ব্লগাইতে ব্লগাইতে ব্লগার ;)
পরী আন্টি বলেছেন: আপুনি শুধু কবিতা না তোমার কমেন্টেও অনেক আন্তরিকতা আছে।ইশ সত্যি যদি আমি পরী হতাম এখনই চলে আসতাম কসম। :(
কি দারুণ কমেন্ট গো....
আর সত্যিই তাই,আপনার কমেন্টেও অনেক আন্তরিকতা আছে।
ইউ আর অন দ্য রাইট ওয়ে টু বি এন আইডিয়াল ব্লগার.......কিপ ইট আপ,অল দ্য বেস্ট

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অনুপ্রেরণা দেয়ার জন্য :) । আপনার ভালো লেগেছে বলে ভীষণ ভালো লাগছে ।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: একরাশ ভালো লাগা রেখে গেলাম!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ , আপনার জন্য রইল অনেক শুভকামনা । ভালো থাকবেন ।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বক্তব্যে একটু স্ববিরোধীতা আছে , সেটা কোন বিষয় নয় ,
মন খারাপ করা বিষাদময় , কবিতা চমৎকার হয়েছে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আসলে কি জানেন , বিষাদময়ের মধ্যে একটি ঘোর থাকে , কেমন যেন একটা আঁধার করা ভাব । কাব্য তখন জমে ভালো । আর একটা কালো দিক তো সবার মধ্যেই থাকে , কাব্য অথবা শব্দ দিয়ে উড়িয়ে দেয়াই ভালো , হালকা হওয়া যায় । কি বলেন ? :)

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

নুরএমডিচৌধূরী বলেছেন: হয়তো আমি হারিয়ে যাবো এই শহরের ভিড়ে ,
খুঁজেও আমায় পেতে পারো সন্ধ্যা নদীর তীরে ।

সুনদর লিখা
োনে ভালোলাগা জানিয়ে গেলাম

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ লেখা পড়ার জন্য ।

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

ব্ল্যাক জাস্টিস বলেছেন: সুন্দর কবিতা।ভালোলাগা রইলো আপুনি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

গুলশান কিবরীয়া বলেছেন: So sweet of you , very happy to hear that from you .

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সন্ধ্যা নদীর তীরে
বেলা অবেলায় কত অপেক্ষায়
কেটে গেল যুগ যুগান্ত...
তবু ক্লান্তিহীন স্বপ্ন অনন্ত।

কেউ কথা রাখেনি
বাহারী মোড়কে ঢেকে
দু:খ যায় পণ্য হয়ে
অনর্থের অর্থে মেখে।

কর্পোরেটের এই জমানায়
হৃদয় কোথায় ? সবই মাথায়!
দু:খ কষ্ট প্রেম অনুভব
রাংতা মোড়ানো মেকি সব!

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

গুলশান কিবরীয়া বলেছেন: বেশ সুন্দর কবিতা , আপনার লেখা ? অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইডা কিডা কইলেন! আপনের কোবতে পরে সদ্য প্রসব হইল! কোবতে কিনা জানিনা !

আপনে সন্ধ্যা নদীর কিনারে খুঁজার কথা কইলেনতো!
তাই আমি আরেকটু আগাইয়া কইলাম কেউ কথা রাখেনা ;)

যেহেতু আপনার কবিতার প্রেরণায় লেখা এর অর্ধেরটা আপ্নের ;) :):)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অর্ধেকটা কবিতার জন্য , কিজে আনন্দ হচ্ছে আমার অর্ধেকটা গরম গরম নেউলি ব্রন কবিতাটা পেয়ে । I'm gonna explore you soon , it seems you r very highly talented poet . :)

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল। ধন্যবাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: খুঁজেও আমায় পেতে পারো সন্ধ্যা নদীর তীরে...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

গুলশান কিবরীয়া বলেছেন: হ্যাঁ , ঠিক তাই । :D

২৭| ০১ লা অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩১

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। ছন্দবদ্ধ বেশ সুন্দর কবিতা

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য ।

২৮| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা ভাল লাগল ।আর সবার এই বানান শুদ্ধ করার প্রচেষ্টা আরও ভাল লাগল ।অনেক শুভ কামনা ।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আমার এই কবিতা পড়ার জন্য । হ্যাঁ , আমার আসলে অনেক বানান ভুল হয় । অবশ্য , তাতে সেরকম সমস্যা হয় না , এই ব্লগের অনেকেই বেশ সাহায্যের হাত বাড়িয়ে দেয় । তাতে করে অনেক সংশোধন করা সম্ভব হয় । আমার মাঝে মাঝে মনে হয় একটা অটো কারেকশনের ব্যাবস্তা থাকলে ভালো হতো । তাই না ? :)

২৯| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

আলোরিকা বলেছেন: কাব্যিক শিরোনামে , মিষ্টি কাব্য খুব ভাল লাগল আপু । শিরোনামটিই বেশি মিষ্টি ! :)

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আলরিকা ।

৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও কি কিউট একটা কবিতা। বেশি বেশি ভাল লাগল।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা , তাই ? আপনার সুন্দর লেখার পাশে এ তো শুধুই ছাইপাশ ।

তারপরও অনেক ধন্যবাদ পড়ার জন্য । :D

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

নীলসাধু বলেছেন: বিষাদ মাখা কবিতায় ভালো লাগা রইল। সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.