নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাক ফ্রাই

নোংরা পরিস্কার করতে নোংরা ঘাটি।

কাক ফ্রাই › বিস্তারিত পোস্টঃ

আজ আকাশের চাঁদের দিকে একবার তাকাবেন । আমার নেতার ছবি দেখতে পাবেন ।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

তোমার নেতা আমার নেতা প্রিয় নেতা নয়নের মনি কলিজার বটু, হৃদয়ের মধ্যমনি , টাকার বান্ডিলের রাবার , খাম্বা বাবা তারেক জিয়ার ছবি আজ চাদের বুকে দেখা যাবে । খালি চোখে সেটা দেখতে পারবেন না তবে আমার মতো যাদের চোখে রাজাকার ব্যান্ডের ঠুলি আছে তারা অবশ্যই দেখতে পারবেন এমন কি চোখ বন্ধ থাকলেও দেখবেন । আমরা অবশ্য এমনি তেই চোখ খুলে চলি না। নেতা যেদিকে যেতে বলেন সে দিকে কান নিয়েছে চিলের মতো ছুটে বেরাই । ভেড়ার পালের মতো পালবেধে গা ভাসিয়ে দেই । যদিও ননপাকি ছেলে পুলেরা আমাদের ছাগু বলে গালী দেয় কাঠার পাতা সাধা সাধি করে । আমারা তাদের গালিগুলোকে এক কান দিয়ে নিয়ে আরের কান দিয়ে বের করে দেই কিন্তু পাতা গুলোকে অমৃতসম মনে করি । যা হোক খাম্বা বাবা তারেকের ছবি খানা দেখতে ভূলবেন না । আমাদের টেকনিক্যাল ছাগু তারেক যুক্ত চাদমামার ছবি বানিয়ে, ছরি, তুলে শিঘ্রই আপলোড করে দিবো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.