![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৬ষ্ঠ শ্রেনীর বার্ষীক পড়ীক্ষা শেষ হওয়ার পর পরই আব্বুর আদেশ এ ৭ম শ্রেনীর বাংলা বই পড়া শুরু করলাম এবং একটা অধ্যায় এ আবিষ্কার করলাম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া !!
অতঃপর মাস খানেক পর নতুন বই পেলাম এবং উক্ত অধ্যায় এ গিয়ে খুব আশ্চর্যের সাথে দেখলাম স্বাধীনতার ঘোষক চেণজ।
আজকে যখন এই ব্লগ লিখছি তখন পাশের রুম এ একই আলাপ চলছে ।
বিগত পাচ বছরে আমি অনেক বার এই ব্যাপারটা নিয়ে ভেবেছি, অনেকের সাথে কথা বলেছি, তর্ক-বিতর্ক করেছি । ফলাফল পাই নি কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা যদি “স্বাধীনতার ঘোষক” এর একটা সংগা বের করতে পারি তাহলে এই সমস্যা থাকে মুক্তি পাওয়া সম্ভব ।
এই সমস্যা হচ্ছে কেন ? জাতির দুই মহান নেত্রী এবং আমার খালা মনিরা আজ যতটা না আমাদের নিয়ে চিন্তিত তার থেকে বেশী তাদের দুই বাচ্চাকে নিয়ে , তাদের ক্ষমতা নিয়ে চিন্তিত । এ জন্য তারা অন্যর বিরুদ্ধে যাচ্ছে তাই বলে যাচ্ছ । আর তার তাদের সাংগ পাংগরাও তাদের অনুসরন করছে ।
যদি কোণ ভাবে খালা মনিদের বুঝান যায় এই দিজুস প্রজন্ম একদিন এডাল্ট হবে, তারাও বুঝতে পারবে এবং তাদের ইটের বদলে পাটকেল ছুড়বে তাইলে তারা হয়ত এই কাদা ছোড়া ছুডি বাদ দিতে পারে ।
আমি অবাক হই যে জাতি যতটা সময় স্বাধীনতার ঘোশক নিয়ে আলোচনা করে তার থেকে সামান্য সময় যদি তাদের কর্ম নিয়ে কথা বলত তাহলে আজ সমাজ বদলে যেত ।
আফসোস , জাতির নেত্রী আর আমার খালামনিরা আমাদের নয় তাদের স্বাত্থ নিয়ে বেশী চিন্তিত । আর তাই স্বাধীনতার ৪০ বছর পরও আমাদের গল্পটা বদলে যায় কিন্তু সমাপ্ত হয় না ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
লেজ কাটা বাঘ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
অগ্নি কল্লোল বলেছেন: কথা ঠিক বলেছেন।।
আজকে ফেসবুকে একটা পোষ্টে কমেন্ট করি একজন রিপলাই "আপনাদের শেখ মুজিব তো,জনগণ কে রাইখা ৭১ রে পাকিস্থান পলাইছে।ওনার তো ৭১ এ কোন অবদান নাই।"
শুনুন কথা।।মনে খুব আঘাত পাইলাম।।
বাকরুদ্ধ।।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
লেজ কাটা বাঘ বলেছেন: আমিও ।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
খোলা হাওয়া বলেছেন: প্রামানিক আপনি ধন্যবাদ দিলেন কি বুঝে? না পড়েই মন্তব্য দেয়ার অভ্যাস বদলান
লেজকাটা বাঘ আপনি ক্লাস সেভেনে পড়েন?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
লেজ কাটা বাঘ বলেছেন: না ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ