নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেজবুকে আমি https://www.facebook.com/pk.galib.1

লেজ কাটা বাঘ

লেজ কাটা বাঘ › বিস্তারিত পোস্টঃ

সুইসাইড নোট – ২য় পর্ব

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮

প্রথম পর্বের https://goo.gl/z34Y7d পর থেকে---

প্রথমবার সুইসাইড নোট লিখতে ৮ দিন নিয়েছিলাম । টানা ৬ দিন প্লান শেষে ২ দিন ধরে ১৭ পৃষ্টার সুইসাইড নোট লিখেছিলাম । বাজার থেকে সায়ানাইড না পেয়ে রাগে দুঃখে বাসায় এসে নোট ছিড়ে ফেলেছিলাম । ৭ বছর আগের কথা । ১ বছর চাকরীর চেষ্টা করেও পাই নি । বাবা-মা এর কথায় রাগে এটা করেছিলাম ।

এর পর আরও ১ বছরের মাথায় স্বপ্ন দেখানো মানুষটির বিয়ে হয়ে গেল । আমি শুধু তাকিয়ে দেখলাম । আমার সম্পদ মুহুর্থের মধ্যই হাত-ছাড়া হয়ে গেল । ২ দিন ধরে নোট লিখে ব্যার্থ হলাম ।

মাস্টার্স এর এডমিশনে বাদ পরোলাম । বাইরে যাওয়ার ব্যার্থ চেষ্টা আর বেকারত্ব । এর মাঝে আবার কেউ আসল জীবনে । কত স্বপ্ন দেখাল । আমি আবার নতুন ভাবে চাকরীর চেষ্টা শুরু করলাম । আরও ২ বছর পর সেও চলে গেল । আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম ।

প্রতোক ব্যার্থতায় সুইসাইড এর চেষ্টা করেছি । ব্যার্থ হয়েছি সব সময় । টাকাই সব নয় কিন্তু আমার কাছে শুধু টাকাই সব! টাকাই পারে আমাকে বাচিয়ে রাখতে! একটা কাজ থাকলে আমি ফিয়ে যেতাম আজ বাসায়!

আমি মজা পাচ্ছি মনে হচ্ছে! আমি কত ছোট একটা বিষয়ে সুইসাইড করার জন্য সায়ানাইড নিয়ে ঘুরছি! আর বেচারা সেটাও পায় নি !! অন্যরকম মনে হছে! হঠাত আমি কি মনে করে বললাম, আচ্ছা, আমি যদি আপনার কাজের ব্যাবস্থা করে দিতে পারি, আপনার সমস্যার সমাধান হবে ?

হ্যা! একটা চাকরী আমার সমস্যার সমাধান হতে পারে!

আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম । কেননা আমার হাতে কোন চাকরীর সুযোগ নেই, আর থেকেও বড় কথা একটা চাকরী এত দূর থেকে কাউকে কিভাবে টেনে তুলবে। কিন্তু লোকটার চোখ দেখে আমার কেমন যেন লাগল। মেরুদন্দ বেয়ে একটা শীতল ধারা বয়ে গেল ।

একটা চাকরী সত্যি উনাকে বাচাতে পারবে কি না আমার জানা নেই তবে উনাকে না করার সাধ্য, সাহস আমার নেই । হ্যা বলে দিলাম । আমি আপনার কাজের ব্যাবস্থা করব কিন্তু আপনাকে প্রমিশ করতে হবে, আগামী ১ বছরে আপনি আর কখনও সুইসাইড এর চেষ্টা করবেন না ।

উনি অট্ট হাসিতে ফেটে পড়ল । শুরু হল অজানা গন্তব্যে ১২ মাসের যাত্রা । আমি জানি না, কি হবে বা কি হতে চলেছে! আমি শুধু দেখতে চাই, একটা কাজ কি সত্যি কারও জীবন পালটে দেয় ?

ফোন সুইচড অফ করে হাটসি বাড়ীর দিকে, আমার নিজের সুইসাইড এর চিন্তা হাড়িয়ে গেছে অনেক আগেই! একটা কাজ চাই আমার, উনার জন্য। আমি হাটছি আর ভাবছি…

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫০

মানবী বলেছেন: সত্য ঘটনা না নিতান্তই গল্প বুঝতে পারছিনা।

কেউ যদি একবারও সুইসাইড এ্যাটেম্পট করে থাকে, অথবা শুধু আত্মহননের ইচ্ছে প্রকাশ করে থাকে তা কখনও হাল্কা ভাবে নেয়া ঠিকনা। অচিরেই পরিবার পরিজনের উচিৎ তাঁর পাশে দাঁড়ানো। সম্ভব হলে কোন ভালো চিকিৎসকের শরনাপন্ন হওয়া।


ভালো থাকুন লেজ কাটা বাঘ।

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

লেজ কাটা বাঘ বলেছেন: সত্য ঘটনা অবলম্বনে লেখা :)

২| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৩

অগ্নি সারথি বলেছেন: সায়ানাইডের থেকে ইদুর মারা বিষ উত্তম!!বাল্পুস্ট!!

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২

লেজ কাটা বাঘ বলেছেন: পটাশিয়াম সায়ানাইড সব থেকে উত্তম যত দূর জানতাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.