নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা লিখি তাহা ভুল করে লিখি যাহা লিখিতে চাই তাহা পারিনা ।সংশয়ে কলম সদা দোলেপাছে লেখা বিপদে ফেলে

আসামিহাজির

আসামিহাজির › বিস্তারিত পোস্টঃ

উলটা পাল্টা মজার কবিতা

১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩১


তোমার জন্য নির্ঘুম রাত
তোমার জন্য ভোর
তোমার জন্য টাকা চুরি করে
মায়ের কাছে চোর

তোমার জন্য mb ফিনিশ
ফোনের দোকানে বাঁকী
তোমার পিছনে দিচ্ছি সময়
দিচ্ছি ক্লাসে ফাঁকি

তোমার জন্য পকেট ফাঁকা
সে কথা যায়না বলা
সব বুঝে তবু আবদার করো
মান অভিমান কলা

ঘুরাচ্ছ আমায় নাকে দড়ি দিয়ে
করছোনা কেন বিয়া ?
আরো কিছুদিন এভাবে চললে
হয়ে যাবো দেউলিয়া
=============================
বিয়ের আগে কতই ভালো ছিলে
বিয়ের পরে আসল রূপটি নিলে
কথার ধারে ফেলছো আমায় ছিলে
টাকা পয়সা সব ফেলছো গিলে

সুখী হবে আমায় কাছে পেলে
নেকা কথার এমন ফাঁদে ফেলে
আমার মতো বোকা একটা ছেলে
জীবন নামের যাবজ্জীবন জেলে
========================
ওগো প্রেয়সী মোর,
আবেগী প্রেমের ফাঁদ
তোমার জন্য আনিয়াছি আমি,
অমাবস্যার চাঁদ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা নাকি?

২| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৭

আকতার আর হোসাইন বলেছেন: হাহাহা... ভালোই।

৩| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:০৭

মাহমুদুর রহমান বলেছেন: মজা পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.