![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার পরে বাসন্তীর কাপড়ের অভাবে জাল পড়া সেই বিখ্যাত ছবি আর রং দে বাসন্তী যেমন একজিনিস না তেমনি প্রেস ক্লাবে বা পার্টি অফিসে বসে সংবাদ সম্মেলন , প্রেস রিলিজ আর গণআন্দোলন এক জিনিস না । জনগণ সচেতন ছিল আছে কিন্তু রাজনৈতিক নেতাদের উপর তাদের বিশ্বাস আর শ্রদ্ধা এখন আর আগের মতো নেই । তাছাড়া হামলা মামলার ভয় , জনগনের বন্ধু পুলিশের ভয় , রাস্তায় উন্নয়নের সাথে উন্নীত দুর্ঘটনার ভয় , গুমের ভয়, নেতাদের রক্ত চক্ষুর ভয় সব ভয় মিলে মিশে এক অনাস্থা আর অবিশ্বাসের যে আবহ তৈরি হয়েছে যে সেই বেড়াজাল থেকে আশু উত্তরণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না । মানুষ তাই এখন ভোট দিতেও যেতে চায় না , কিলাভ যা হবার তা তো হবেই আর না হলেই বা জনগনের কি ?
একটা সময় ছিল কবি ও বিদ্রোহী হয়ে লিখতে পারতো ভাত দে হারামজাদা না হলে মানচিত্র খাবো ।আর এখন বিপ্লবী বিদ্রোহীরা বেড়ালের মতো মিউ মিঁউ করে পিঠ বাঁচিয়ে বলে আমি তো কারো সাথে পাঁচে নেই ভাই । নচিকেতার ভাষায় বলে এই বেশ ভালো আছি
২| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: বুকের ভেতরে এক অসম্ভব চাপা কষ্ট। ডাক্তাররা বলেন- আনন্দ, বেদনার অনুভূতি বুকের ভেতরে সৃষ্টি হয় না, হয় মস্তিষ্কে। আমি এত কিছু বুঝতে চাই না- শুধু বুঝি হৃদয়ে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছে। যতবার রাস্তায় দূর্ঘটনায় ঘাতক চালকের কারণে রক্তে সয়লাব হচ্ছে রাস্তা- ততবার রক্তক্ষরণ হচ্ছে আমার হৃদয়ে।
৩| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১:০০
আকতার আর হোসাইন বলেছেন: ভাত দে হারামজাদা
নইলে মানচিত্র খাবো।।।
+++++
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি
++++++++
আগে বিদ্রোহী কবিরা বিপ্লবী কবিরা এগুলো লিখত...
আর এখন মিউ মিউ করে গর্তে ঢুকে পড়ে কবিরা....
অথবা উপরেই উঠে... কিন্তু সেটা তৈলমর্দন ও চাটুকারিতারর বিনিময়ে...
৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেন না কেন?
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৬
মাহমুদুর রহমান বলেছেন: এখন আমরা সবাই স্বার্থপর।