নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

বিন্দু ও তিল

২৯ শে মে, ২০২১ রাত ১:২১

বিশ্বাস কর, আমি জীবনে গ্রুপিং করি নি,
কসম কাইটা কই চাঁদ মামি।

কোনও গ্রুপে কোনদিনও ছিলাম না,
সহজ কথায়, আমি একলা চলা মানুষ,
গ্রুপে ঠিক ফিট হয় না।

মানে আমি থাকলেই গ্রুপ, তার বৃত্তাকৃত্তি,
চতুর্ভুজাকৃতি, ত্রিভুজাকৃতি, বর্গাকৃতি
আর যে আকারই হোক না কেন, তা হারায়।

আমি পড়ে থাকি, বিন্দু হয়ে,
কোনও সরল রেখা কিংবা, বক্র রেখাও না।

সে বিন্দু আবার সাদায় বড় বেমানান দেখায়,
কালোতে সে হারায়।

না, এ বিন্দু তোমার কপালের টিপ হতে পারে নি
বিন্দু বিন্দু ফোটে নোনতা ঘাম
তোমার কাধ, গ্রীবা, আর অন- আকাঙ্ক্ষিত কাম
কেষ্ট আর আফ্রোদিতি
বা ইউসুফ আর নেফারতিতি

বিন্দু হয়ে ওঠে,
তোমার নিম্ন ঠোটের তিল
বড়ই অশ্লীল
স্তন বৃত্ত কাম-ড়ে পড়ে থাকে
শত নিষ্পেষণ আর চোষণ এ
জংঘায় থামে তার চোখ
আধারে, অচকিতে...

অতঃপর প্রেমে দ্রোহে সমর্পন
প্রেমে কামে সমর্পন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২১ রাত ৩:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.