নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

মুই বাঙাল!

২১ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩৭

বাঙালি, বাংলাদেশী জাতীয়তাবাদ লইয়া
হগলে কথা কচ্ছে;
বড়ই উদ্বেগ ফিল করতাছি,
কোনটা কমু আর কেডা কোন খান থিকা আপত্তি তুলত!

বিদ্বান তো দূর কি বাত, শিক্ষিত ও না,
কোনও রহম কলম ধরতারি,
আই মিন অক্ষরজ্ঞান সম্পন্ন,
হ্যারপরে ও বহুত তাবিজ কবজ ও
পানি পড়া সমেত এই দুইহান লাইন লেখছি,
খালি বানাম মাস্টারগো ভয়,
বাই মাফ চাই, বুল কইরছি,
মাফ করন যায় না!
এই ধরেন শ্যাষ ফিরের লাইগ্যা।

ধরেন গ্যা, গায়ের রঙ হ্যাতো বেশী ফর্সা না,
তামা তামা, হেইয়া আবার রোদ্দুরে
পুইড়া মাডি মাডি হওয়া দেছে;
ছ্যায় ও ছোট, লম্বা না আর কি,
হরমু কি কন? আল্লায় বানাইছে।

হ্যার পরে ধরেন, কতাবার্তায় ও হেরাম না,
শুদ্দ হইররা কতা কইতারি ও না,
বয়ান ও বালা না, আহারে মানষে
কি সুন্দর হইররা কতা কয়,
আর, এ মনু...
মোগো লাহান ইট্টু কতা কইয়া দেহ দিহি

জীবনে ও তো গাইল দেও নাই
শেখপা কইত্থেকা, পারো তো দুই চারহান বিদাশী
য্যারে দেও, হ্যায় ও বোজে না
এ হ্লারপোহ্লা, এহ চেইত্তা গ্যাছে
এহন বোঝজো খামার কারে কয়

এহন ও ধরেন, লুংগি পইড়াই ঘুরি
কোর্ট প্যান্ট বাল্লাগে না,
জাতে ও ওঠন হইল না,
আহারে, জাত! বেচারা
হ, কুয়াকাটার পাড়ে বেইন্না হালে
দেখছেলাম, টাই কোর্ট প্যান্ট অফিস ফেরত সাহেব!

তয় কতা হইল গিয়া,
এই যোগ্যতা লইয়া না অইচি আশ্রাফ না আত্রাফ,
যদি বাঙালি দাবি করি,
কতই না ঠিকুজি দেখান লাইগত,
কতই না হিসাপ নিকাশ।

বাদ দেন, মুই ভাই বাঙ্গাল!

মনে হরতাছি, আরেক বাঙাল ভানু বন্দোপাধ্যায় হ্লারে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে মার্চ, ২০২৩ রাত ৯:৪২

মৌন পাঠক বলেছেন: আম্নের ভাল্লাগছে, আইচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.