নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকের মূলোৎপাটনঃ স্বরুপ (২য় পর্ব)

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১:০৬


চিত্রঃ এ আই

অফিসার: প্রচলিত ধর্মমত থেকে আমার বিশ্বাসটা একটু ভিন্ন।
ডিজিএম: ভিন্ন বলতে...
অফিসার: মানে সবার ধর্মবিশ্বাস আর আমার বিশ্বাস একটু আলাদা।

ডিজিএম: বিশ্বাস আলাদা হলেও আপনার "নামাজ" পড়তে কি কোনও বারণ আছে।
অফিসার: স্যার, সত্যি বলতে কি, নামাজ পড়াটা আমার নিকট ঠিক ফ্রুটফুল মনে হয় না।

ডিজিএম: আপনার কাছে কি এটা অপ্রয়োজনীয় মনে হয়?
অফিসার: আমার নিজের জন্য এটা কখনো কাজে আসছে বলে আমার মনে পরে না।

ডিজিএম: আচ্ছা নামাজ কি পড়তে হবে?
অফিসার: স্যার বলছিলাম, আমার বিশ্বাস্টা একটু ভিন্ন।

ডিজিএম: আচ্ছা, আপনি কি ইসলাম ধর্মে বিশ্বাস করেন?
অফিসারঃ করি, তবে আমার বিশ্বাস টা হয়তোবা আপনার থেকে একটু ভিন্ন।

ডিজিএমঃ আপনি কোরানে বিশ্বাস করেন?
অফিসারঃ এক্ষেত্রে অনেক বিষয়েই আপনাদের
অর্থাৎ প্রচলিত ব্যাখ্যা হতে আমার ব্যখ্যাটা ভিন্ন।

আনিচ সাহেবঃ স্যার, আমার আগের শাখায় ও একজন অফিসার ছিল,
সে ও এরকম অনেক কথা বলে, কথাগুলো বেশ লজিক্যাল,
অনেক ক্ষেত্রেই আমরা যার জবাব দিতে পারি না।
ডিজিএমঃ সে জ্ঞানের সীমাবদ্ধতার জন্য; তা সে এখন কোথায় আছে?
অফিসারঃ ট্রান্সফার হয়ে সে এখন বরগুনা জেলার কোন শাখায় যেনো আছে।

ডিজিএমঃ মেহেদী সাহেব, আপনি বলেছিলেন, আপনি প্রচুর পড়াশোনা করেন,
হাদীস কোরান পড়েন?
অফিসারঃ জ্বী স্যার, সে নিয়মিতই পড়ি, তবে অর্থসহ, বুঝে পড়ার চেষ্টা করি।
ডিজিএমঃ আপনি কি আরবি পড়তে পারেন?
অফিসারঃ রিডিং পড়তে পারি।
ডিজিএমঃ তাতে তো আর মূল এসেন্স টা ধরতে পারেন না?
অফিসারঃ আমার কাছে কোরানের ৬ টা ইংরেজি অনুবাদ ও
১ টা বাংলা অনুবাদ আছে, আমার সন্দেহ বা সমস্যা ফিল হলে এসব গুলো দেখি;
এছাড়া ২ খান তাফসীর ও আছে।

ডিজিএমঃ দেখুন, এত পড়াশুনা করে ও যদি আপনি ভিন্নমত পোষণ করেন
বা আপনার বিশ্বাস বা ব্যাখ্যা ভিন্ন হয়, সেক্ষেত্রে আসলে কিছুই বলার নাই,
এই পড়াশুনার কোন ও মূল্যই রইল না।
যাক, এ বিষয়ে কথা বলার সময় নাই, এ বিষয়ে কথা বলতে হলে
আপনার সাথে অনেক সময় দিতে হবে, সে অন্য কোন ও এক সময়ে।

মেহেদী সাহেবের পড়াশোনাকে যে যুক্তিতে বাতিল করে দেয়া হল,
সেই একই যুক্তি তার বেলায় ও খাটানো যায়;
"এত পড়াশোনা করে যদি কেউ এত স্পষ্ট ও দৃশ্যমান ত্রুটি ও
বিচ্যুতি না ধরতে পারে, সে পড়াশোনার ও কোন ও মূল্য রইল না।"

বেশ খানিকক্ষণ বিরতি, চুপচাপ খাবার খাওয়া হচ্ছে।

আনিস সাহেব: স্যার, এই যে দেখেন, নাস্তিকরা নেকাবের বিরুদ্ধে কথা বলে,
এখন সবাইকেই মাস্ক পরতে হচ্ছে।
ডিজিএম: হ্যা, সেটা ই তো, আল্লাহ এক ভাবে না এক ভাবে শিক্ষা দিচ্ছে।

অফিসার: স্যার, এইখানটায় একটু সমস্যা আছে,
নেকাব আর মাস্ক এক না; মাস্কে নেকাবের কাজ সারা সম্ভব,
বাট নেকাব এ মাস্কের কাজ হবে না।
তাছাড়া, একটা নারী পুরুষ সবার জন্য অপরিহার্য,
আরেকটা শুধুমাত্র নারীদের জন্য অবশ্য, কোনওভাবেই এইটা মিলল না।

ডিজিএম: মেহেদী সাহেব, এই যে ধরেন আমরা খাবার খাচ্ছি,
সামনে সুস্বাদু খাবার আমাদের সামনে রাখা আছে,
এটা দেখে কি আমাদের এর প্রতি লোভ জাগ্রত হবে না?
অবশ্যই হবে।

তেমনি নারীরা যদি বেপর্দা হয়ে চলাফেরা করে,
সেক্ষেত্রে তাদের দেখে পুরুষদের ও একইভাবে লোভ ও।কামনা জাগ্রত হবে।
আল্লাহপাক আমাদের এভাবেই তৈরী করেছেন, এই লোভ, কাম ও কামনা সহ।

অফিসার: জ্বী স্যার, আপনার সাথে এই বিষয়ে একমত,
তবে স্যার, এই "বেপর্দা বা অসামাজিক" এর সীমাটা ব্যক্তি ও সমাজভেদে ভিন্ন।
আবার দেখুন স্যার, আল্লাহপাক ইনবিল্ড আমাদের মাঝে লোভ,
কাম ও কামনা দিয়ে দিয়েছেন, একই সাথে সেই আল্লাহপাক আমাদেরকে
এই রিপু নিয়ন্ত্রণ করার ক্ষমতা ও দিয়েছেন,
এছাড়া এটা তো আল্লাহর পরীক্ষা ও হতে পারে।

ঐ বেপর্দা নারী, অনেকের দৃষ্টিতে,
তাকে হয়তো আল্লাহই পাঠিয়েছেন,
তার মুমিন বান্দার ঈমান কতটা শক্তিশালী তা পরীক্ষা করার জন্য।

ডিজিএমঃ যাক এ বিষয়ে আমরা এ বেলায় আর কথা না বাড়াই,
তবে, আপনার সাথে বসব এই বিষয় নিয়া।

যেমন, হয়তোবা, আপনার সাথে আমার দেখা হয়েছে,
আপনার ঈমান পরীক্ষা করার জন্য, আপনার ধৈর্য্য পরীক্ষা করার জন্য,
হয়তো দেখতে চেয়েছেন, ভিন্নমত, যে সংখ্যালঘু বাট আল্লাহর সৃষ্টি,
আল্লাহর সেই সৃষ্টির সাথে আপনার আচরণ কেমন বা আপনি তাকে কিভাবে ট্রিট করেন।
মনে মনে স্বগতোক্তি করলেন ও প্রমাদ গুনলেন মেহেদী সাহেব।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৪

জ্যাক স্মিথ বলেছেন: ডিজিএম সাহেব তো দেখছি এবার নাস্তিকদের মূলোৎপাটন করেই ফেলবে।

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৮

মৌন পাঠক বলেছেন: উহা বড়ই কর্তব্য, ও ফরজ কাজ,
উহাতেই আছে দোজাহানের অশেষ নেকী হাসিলের সুব্যবস্থা,
এক নাস্তিককে উৎপাটন করতে পারলেই নিদেনপক্ষে জাহান্নাম হ্রাম,
আর আলুর পতে ফিরাইয়া নিতে পারলেই ৭২ হুর কনফার্ম।
- মোল্লাসাব

২| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

দুইটি পর্বের সারমর্ম কি একটু বলুন।

১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৮

মৌন পাঠক বলেছেন: সে ভাই আপনাদের কাজ।

৩| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:৪৭

কামাল১৮ বলেছেন: ইদানি যারা নাস্তিক হয়েছে তাদের একটা সাক্ষাৎকার প্রচার হয় মাতুব্বর আজাদ অভিজিতের পেজে মুক্তির অনুভূতি নামে।সবাই একটা কথা বলে,নাস্তিকদের আস্তিক বানাতে গিয়ে নিজেই নাস্তিক হয়ে গেছি।বর্তমানে নাস্তিকদের ৮/১০ লাইভ প্রচারিত হয় প্রতি দিন।বাংলাদেশ থেকে হয়তো সব কয়টা দেখা যায় না।

১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৮

মৌন পাঠক বলেছেন: দেখার চেষ্টা করব।

তবে এখানটায় এমন কিছু ঘটেনি; জামাতের প্রোডাক্ট তো, নইলে হওয়ার সম্ভাবনা ছিল।

যারা আস্তিক বানাতে যায়, তারা খানিক সময় নেয় ও কথা শোনে, ভায়োলেন্ট হয় না।

এরা ভায়োলেন্ট।

৪| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ৮:২৯

বিটপি বলেছেন: আনিচ সাহেব নামের গাড়লটা কি অফিসে বসে কাজ করে, নাকি ধর্ম প্রচার করে? এই ব্যাটার নামে কেউ কমপ্লেন করেনা কেন?

১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৫

মৌন পাঠক বলেছেন: আসলে সে এখানে বসকে খানিক তেল দিচ্ছে, ইটস অকে।

৫| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৬

বিটপি বলেছেন: ওহহো, আমি বলতে ভুল করেছি। ডিজিএম গাধাটার কি কোন কাজ কর্ম নেই? অফিসের কাজে এসে নাস্তিকতার মূলোৎপাটন করতে লেগেছে! ঐ শালাকে ইমেডিয়েটলি ফায়ার করা উচিৎ।

কে নামাজ পড়ল, কে পড়ল না - এটা নিয়ে এত ঘাঁটাঘাঁটি করার কি আছে?

১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৫

মৌন পাঠক বলেছেন: একজন প্রকৃত মুমিন, তার আশেপাশের সবাইকে আলোর পথে নিয়ে আসবেন, এটা তার উপর অর্পিত মহান দায়িত্ব ও কর্তব্য।

সে ফরজ কাজই করেছে।

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১২

মৌন পাঠক বলেছেন: ও হ্যা, বলতে ভুলে গেছি, ভদ্রমহোদয় তার অফিসের সবাইকে নিয়ে নামায পড়া নিশ্চিত করছেন, প্রতি ওয়াক্তে।
আর শুধুমাত্র একজন বাদে বাকী সবাইকে দিয়া দাড়ি রাখাইতে সক্ষম হইছেন।

৬| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:২৮

খাঁজা বাবা বলেছেন: ভাই গল্পে আপনি জিতছেন :#)

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০০

মৌন পাঠক বলেছেন: মেহেদী সাহেব গল্পে হারলেন নাকি জিতলেন,
বা বাস্তব জীবনে ও হারলেন নাকি জিতলেন, সে ধীরে জানা যাবে।

তার কোন ও ব্যাখ্যা আপনার মনঃপুত না হলে, আপনার যুক্তি ও পয়েন্ট তুলে ধরতে পারেন,
সেটার জবাব বা ব্যাখ্যা মেহেদী সাহেবের কাছ থেকে সংগ্রহ করা যাবে।

বাট, এভাবে কোনও ব্যাখ্যা বা গ্রাউন্ড ছাড়া সমালোচনা আসলেই কোন কাজে আসে না, না আপনার, না মেহেদী সাহেবের।

আর, হ্যা, এই সিরিজের প্রতিটা ঘটনা ই বাস্তব।

৭| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪২

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ রসাতলে যাচ্ছে কি কারনে ইহা তার বাস্তব চিত্র। কাজ কর্ম ফেলে আজাইরা টাইম পাস। নাস্তিক শিকারে নামছে কিছু আবাল।

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৯

মৌন পাঠক বলেছেন: নিশ্চয়ই উহাতে নিহীত রয়েছে দোজাহানের অশেষ নেকী ও জান্নাতের সুসংবাদ।

আপনি কি দেখেন না!
আমরা মর্দে মুমিঙ্গন কিভাবে রমযান মাসে নেকী হাসিল করছি।

৮| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৯

বিটপি বলেছেন: একজন প্রকৃত মুমিন তার উপার্জনের টাকা হালাল করে খায়। ইসলাম প্রচারের জন্য, নামাজ পড়ানোর জন্য বা দাঁড়ি রাখানোর জন্য কোন কোম্পানি বেতন দিয়া এরকম গর্দভ ডিজিএম পালেনা।

১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৬

মৌন পাঠক বলেছেন: প্রশাসক হিসেবে সে দক্ষ।
জামাতপন্থী, গোড়া।
সরকারি প্রতিষ্ঠান।

এই দিন দিন নয় আরও দিন আছে... কুদ্দুস বয়াতি

৯| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: ওকে।

১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৪

মৌন পাঠক বলেছেন: দুনিয়ার সকল মেয়েদের ক্রাশ মেহেদীর দুনিয়ায় আপনাকে স্বাগত জানাই - ন_কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.