নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

পরকীয়া

২০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৯

পরকীয়া প্রেমটারে অসামাজিকভাবে বয়কট করা হইছে, ফলে স্বীকৃতি মিলছে না এ অমর প্রেমের।

জীবনে একজন বাড়তি প্রেমিকা বা প্রেম কতবড় আশীর্বাদ, সে একমাত্র সুবিধাভোগীই জানে।

আমাকে কেউ ভালোবাসলে, কেয়ার করলে সে বড়ই খুশীই হয়, শুধুমাত্র আমার প্রেমিক/প্রেমিকার ভালোবাসা, কেয়ার দেখলেই উহার সমস্যা হয়!

কি আশ্চর্য, মানুষ এতটা অমানবিক কেমনে হয়?
ভালোবাসা, সেতো ঘরেই আসছে, নাকি?

সে বোঝে না, সে যদি আমারে ভালোবাসে, তাইলে তো আমার প্রতি অন্যের ভালোবাসা তাকে মুগ্ধ করবে, তাই না!
সে আমাকে আদৌ ভালোবাসে কিনা, সেইটা ই তো সন্দেহ হচ্ছে।
এ সংসার ছাইড়া চইলা যামু, হুম!

তাছাড়া প্রেম ভালোবাসা তো স্বর্গ থেকে আসে, একটা মানুষ কতবড় ধর্মবিরোধী হলে, ঈশ্বরবিরোধী হলে স্বর্গীয় ভালোবাসাকে এভাবে ঘৃনা করতে পারে, নরকে পুড়ে মরবে গো নরকে পুড়ে মরবে

আরে, সে কি দেখে না, দেব/ দেবতাদের ও প্রেমিক/ প্রেমিকা ছিল, না মানে দেবতাদের তো আর প্রেম কামের দরকার নাই, সো তারা কেন করল?
তারা তো আমাদের পথ দেখাল, হুম!

একজন মানুষ কতটা নিচ ও স্বার্থপর হলে এমনটা করতে পারে?
ভালোবাসার বিরোধিতা করতে পারে?

পৃথিবীর যত ভালোবাসা, কালজয়ীঃ রাধা কৃষ্ণ, ইউসুফ জোলেখা সবই কিন্তু পরকীয়া, শুধুমাত্র তার জন্য আর একটা অমর প্রেম কাহিনী লেখা হচ্ছে না, হচ্ছে না আরকজন কালজয়ী সাহিত্যিকের জন্ম

এরকম সাহিত্য বিদ্বেষী, কাব্য বিদ্বেষী মানুষ এখন ও দুনিয়ায় আছে, ভাবতেই কষ্ট লাগে, বুকটা বিদীর্ণ হয়া যায়, কষ্টে

প্রেমের জন্য দাসী আর মুতা বিয়া ছিল, সে কি তারা ভুলে গেছে

ওগো, আসো পরকিয়ারে মাইনা লও, উহাতেই নিহিত এ জাহানের শান্তি, সুখ ও সমৃদ্ধি

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৩

নূর আলম হিরণ বলেছেন: পরকীয়ার সংজ্ঞা ও এর প্রভাব আগে বুঝার চেষ্টা করুন, তারপর বুঝতে পারবেন এটা কেন একটি অনৈতিক ও অপরাধ মূলক কাজ।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০৯

মৌন পাঠক বলেছেন: ওয়াই সো স্রিয়াস!

২| ২০ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: ওকে।

২১ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:০৯

মৌন পাঠক বলেছেন: ওকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.