নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

তোমার আমার প্রেম

২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৮

চিত্রঃ অন্তর্জাল


যেমন লেখা হইছে রামায়ন: উপজীব্য রাম সীতা
সাথে আইছে হাজার চরিত্র, ভরত লক্ষ্মণ ভ্রাতা
রাক্ষসরুপী রাবন আইছে, আইছে সীতার পিতা
আইছে হনুমান, লেজে আগুন, বুকে লইয়া সীতা
বাল্মিকীর কলমে সে সব প্রেম কাব্য হইল গাথা

লেখা হইছে ইউসুফ জোলেখা, প্রেমের উদাহরণ
জোলেখার প্রেম পরীক্ষা,গানে গানে হয়েছে বর্ণন
আইসাছে লিজেন্ড হইয়া, ও মন চোখেরও কান্দন
ইউসুফ নবী, নবী নয়, হেথায় প্রেমিক সুজন

কৃষ্ণ লীলা নাম হইল, কবি, রাধারও স্মরণে
হাজার ভজন লেখা হইল কৃষ্ণ রাধার প্রেমে
আসিল আসিল কৃষ্ণ লইয়া গান মানব প্রেমে
নজরুল লেখিল, রাধা কৃষ্ণের বিরহ-মিলনে

তোমার আমার প্রেমের কথা ঈশ্বরের আরশে
আমাদের ই প্রেমগাথা জমা লাওহে মাহফুজে
হাজার বছর: লেখা ছিল ত্রিপিটক বাইবেল বেদে
ইহুদী নাসারাদের হাজার বছরের ঘৃন্য ষড়যন্ত্রে
মুছে গেল প্রেম কাহিনী, জায়গা নিল ঘৃনা মন্ত্রে

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১১

বিজন রয় বলেছেন: অনেক কিছুই নিয়ে কবিতাটি লিখলেন, কিন্তু এলামেলো হয়ে গেল।

আর শেষ দুই লাইনে কি বলতে চাইলেন একটু বলেন তো?

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

মৌন পাঠক বলেছেন: তোর আমার প্রেমের কথা হাজার বছর পূর্বে
লেখা হইছিল কোরান বাইবেল বেদে।
ইহুদি নাসারাদের হাজার বোচোরের ঘৃন্য ষড়যন্ত্রে সব বাদ পড়ে যায়

এইটা কইছিলাম আমার প্রাক্তনকে।

ইহুদি নাসার শব্দদ্বয় মূলত মোল্লাদের ও্যাজ থেকে নেয়া, তারা কথায় কথায় সব দায় ইহুদি নাসারাদের উপর চাপায়, সেইটারে মক কইরা।

২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: আচ্ছা বুঝতে পেরেছি।

তবে এই কবিতাটি আরো একটু গুছিয়ে লিখতে পারতেন।
ব্লগে আপনার অনেক ভালো কবিতা আছে। তেমন এটাও হতে পারতো।

যাহোক, শুভকামনা।

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৯

মৌন পাঠক বলেছেন: দিল খোলা মতামতের জন্য ধন্যবাদ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: জ্বালাময়ী কিছু লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.