নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

ইন্ডেমনিটি!

০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:৪২

জার্নিটা বেশ দীর্ঘ, পথে না, সময়ে।

যেটুকুন পথ, সে এ সময়ে খুব বেশী না, যদি সেটা হয় সড়কপথ বা নৌপথ;
শর্ত হচ্ছে, যাত্রাটা হতে হবে নিরবিচ্ছিন্ন।

ভাগ্যকে দোষ না দিয়ে দুর্ভাগ্যকেই প্রসন্ন ধরে নিচ্ছি,
আর সেই প্রসন্নতম দুর্ভাগ্যের ভেলায় চড়ে মাত্র ১৮০ কিঃ মিঃ (প্রায়)
পথের দূরত্ব ৬.৩০ ঘন্টা, আর যাত্রা পথে বিচিত্র অভিজ্ঞতার সমাহার।

যদিও প্রতি সপ্তাহে একই পথ, তথাপি প্রতিদিন ই নতুন পথের যাত্রা, নতুনতর অভিজ্ঞতা।

এই দীর্ঘ যাত্রা পথের শুরু আদম গাড়িতে, না, আদম গাড়ী বলে উহাকে হেলা করবেন না;
এর পরে যন্ত্র চালিত বাইক, খেয়া, রিক্সা, লোকাল বাস, কদাচিৎ চেয়ার কোচ,
অতঃপর আবার ও রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা, এর পরে মেঘনার বুক চিড়ে ছোট লঞ্চ,
যদি ভাগ্যদেবী সুপ্রসন্ন হয়, দেবী কচ্ছি, তারে আমি রমনীর চোখে দেখি,
প্রেমিকার চোখে দেখি; স্বপনে দেখি, কোন ও একদিন ভাগ্য দেবী ও আমি,
সে এক অবিচ্ছেদ্য জুটি, আপনাদের যত আবদার, যত চাওয়া, পূরণে দিলখোলা আমি...

দোয়ামে ইয়াদ রাখবেন, যাতে কোন ও একদিন ভাগ্যদেবী ও আমার বিষয়টা, হুম

যা কচ্ছিলাম, ভাগ্যদেবী অধিক সুপ্রসন্ন হলে, রাতের মেঘনার বুকে, বৃষ্টির সাথে;
বৃষ্টিঃ আমার প্রথম প্রেম, ঝোড়ো রাতে,
যেন,এমন রুদ্ররুপে মেঘনার নাগর আমি, আমারে তার বুকে টানে...
বুকের আলিংগনে
হাজার বছর ধরে

অতঃপর, পুনরায় অটোরিক্সায় আহোরণ, যাত্রী আমি একা,
মহাপবিত্র, মহিমান্বিত বিষ্যুদবার ও রাত শেষে, শুক্রবার, জুম্মাবার
খানিক পূর্বে আযানের ধ্বনি, যেন আশেকের আহ্বান
পথি মধ্যে যাত্রী এক টুপি পরিহিত নামাযী, উঠল,
খানিক দূরে অবতরণ করল, বৈদ্যুতিক ঘোড়া থেকে
এ পথের ভাড়া ৫/- মাত্র, রইল অপরিশোধিত

যাইনি নামাযে, যদিও জুম্মাবার, যদিও হজ্বের কবুল সওয়াব
তথাপি প্রেম আমার সাচ্চা, নেকী, হুর, মদীরা বা বেহেশতি সুখ
ওর মূল্য না, বিকোয় না দামে, কোন ও

আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ঐ লোকটি আমার থেকে উত্তম,
যে ভাড়া না পরিশোধ করেই ছুটে গেল,
কপালে ফেলতে একটা অশ্লীল দাগ
কেননা সে নামাজী, যা ই করুক না কেন!
এ যে তার ইন্ডেমনিটি, সকল কৃত কর্মের

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:০৬

খায়রুল আহসান বলেছেন: সেই ইন্ডেমনিটি প্রত্যাহারের সময় এসে গেছে।

২৩ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

মৌন পাঠক বলেছেন: অতটা আশাবাদী হইতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.