![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাংলাদেশর নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদেরই। এখানে দলমত নির্বিশেষে দেশের মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে।
আমি সব সময় নিজের এলাকা নিয়ে আগে হিসেব করি। তারপর অন্য এলাকা।
আমাদের এলাকার কিছু উঠতি বয়সি পোলাপান সন্ধ্যার পরে গাজা ও ফেন্সিডিল নিয়ে নদীর ধারে যেয়ে সেবন করে। তো এমন অভিযোগের প্রেক্ষিতে আমি খোজ নিতে থাকি যে কারা কারা এসব কাজের সাথে জড়িত। পরে আমি জানতে পারি যে, প্রগতিশীল কিছু পোলাপান এসব কাজ করছে। নব্য ছাত্রলীগে যোগদানকারী পোলাপান নিজেদেরকে আর ধরে রাখতে পারছে না। ক্ষমতার এত দাপট তারা কোথায় রাখবে?
এতে করে এলাকার অভিভাবকমহল খুবই চিন্তিত হয়ে পড়েছে। কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে এমনটিই জানতে পেরেছি।
অপরদিকে ভালো রেজাল্ট করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিছু ছেলে তারা আবার মসজিদে বসে তেলাওয়াত ও মুরুব্বীদের সাথে সময় দেয়, মুরুব্বীদের দেখলে সালাম দেয়। এ কারণে এরা হলো ছাত্র শিবির। আর তারা হলো ছাত্রলীগ।
আমি জানি আমি এ পোষ্টের জন্য অনেক গালাগালি শুনব। তারপরও না লিখে পারলাম না।
২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮
দুরন্ত ছেলে বলেছেন: আপনার স্থানীয় চেয়ারম্যান বা কমিশনারকে ব্যাপারটা জানান। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। বাংলাদেশটা কে তো মাদকের আখড়া হতে দেয়া যায়না!!
৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমাদের দেশের পত্রিকা গুলো নিউজ করবে ৬ মাস পরে - এই সময় মাদক ঢুকেছে সব থেকে বেশি কারন বর্ডার গার্ড সীমান্তে নেই --
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
মোমের মানুষ বলেছেন: গালাগালি দিবে হয়ত তারাই, যারা নদীর পাড়ে বসে যারা প্রগতিবাদের নামে গাজা টানে