নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথায় নয় কাজেই পরিচয় হোক সবার

এ সামাদ

আমরা বাংলাদেশর নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদেরই। এখানে দলমত নির্বিশেষে দেশের মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে।

এ সামাদ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ হরতাল ও আমরা

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

আমরা সাধারণ জনগণ কাজ না করলে পেটে ভাত যায়না। যারা রাজনীতি নিয়ে ব্যস্ত তারা তো অনেক সুখেই আছে বলে মনে হয়।

আমরা পারি দেশে কোন হরতাল না দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে। তবে এতে করে কথার ঠিক রাখা অতীব জরুরী।

যেমন গতবার অর্থাৎ গত ক্ষমতার সময় আওয়ামীলীগ বলেছিল আমরা বিরোধীদলে গেলেও হরতাল দেবনা।

তো আমরা কি দেখলাম, ১৭৫দিন মাত্র হরতাল ৫ বছরে। দাবী দাওয়া অনেক। এগুলো খালেদা ম্যাডাম মানতে নারাজ। আর হাসিনা ম্যাডাম বলছেন মানতেই হবে।

ক্ষতি কাদের দেশের নিশ্চয়। আমার মনে হয় ঐগুলা নিয়ে উনারা চিন্তা করেন না। আবার ক্ষমতায় যাবেন কিভাবে সেই চেষ্টায় মশগুল থাকেন।

এবার আসি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে খালেদা ম্যাডাম হরতাল দিয়ে যাচ্ছেন। তাঁদের অবশ্য দাবী দাওয়া আছে সেটা হলো তত্বাবধায়ক সরকার দিতে হবে। কিন্তু হাসিনা ম্যাডাম সেটা মানতে নারাজ। এজন্য দেশে এখন হরতাল বাংলালিংক দামে পাওয়া যাচ্ছে।

এবার আসি শেষ কথায় :

এত হরতাল না দিয়ে সবাই মিলে কেউ ৩টা কেউ ২টা এভাবে মন্ত্রী পদ নিয়ে ৩ বছর অথবা ২ বছর মেয়াদী একটা সরকার বানানো যায়না? যে মেয়াদ হবে সেই মেয়াদের পরেই দেশে নির্বাচন হবে।

এবার জনগণ বলে দেবে ভোট কাদের দিতে হবে। কেননা আমার মনে হয় যে মন্ত্রণালয় ভালো কাজ করবে জনগণ তাদের ভোট দেবে।

আর দেশে হয়তোবা উন্নতির দিকে এগিয়ে যাবে।

আপনারা কি বলেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.