![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাংলাদেশর নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদেরই। এখানে দলমত নির্বিশেষে দেশের মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে।
আমরা তো র্দীর্ঘ ২০ বছর তাদের শাসন দেখলাম কিন্তু কি পেলাম? আসলে দেশের বা দেশের জগনণের জন্য কারো কোন মাথাব্যাথা নাই। তারা শুধু তাদের দল এবং ছেলে বোন মেয়ে আত্নীয় স্বাজন নিয়েই ব্যস্ত আছে। সাধারণ জনগণ যা করুন বা যা হোক তাতে তাদের কোন যাই আসে না।
কেউ লাখপতি থেকে শতকোটি টাকা মালিক হয়ে গেছে মাত্র ৫ বছলে তাই সেটা খালেদা বলুন বা হাসিনা বলুন তাদের সময়ে এই টাকা উৎস কি? আমরা তো গরুর মত সারাদিন খেটে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্রের জন্য টাকা প্রেরণ করি। আর সেই টাকা দিয়ে তারা নিজেদের আনন্দ ফুর্তির ব্যবস্তা করে। আসলে কি দেশের রাজনীতিতে পরিবর্তন দরকার বলে আপনারা মনে করেন?
আমাদের দেশ কি কখনো উন্নত হতে পারবেনা? নাকি সারা জীবন তলাবিহীন ঝুড়িই থেকে যাবে?
পুলিশী হেফাজতে মৃতু্্য রাজপথে বোমা, গাড়িতে আগুন এখন আমাদের কাম্য নয়। এবং কখনো ছিলনা।
আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে। কে মুক্তিযোদ্দা কে রাজাকার এখন আর ভাবলে মনে হয় আমরা এগিয়ে যেতে পারব না। একই টেপের গান শুনতে শুনতে জনগন আজ দিশেহারা।
আপনারা কি বলেন?
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
সাইফুল আলম শাহিন বলেছেন: হাসিনার কালো টাকা কই পাইলেন প্রমান দেন ! তার কি বৈভব / সম্পত্তি দেখলেন যে প্যরালাল কইরা ফ্যলাইলেন । কে রাজাকার দেখুম না ? আপনার বাপরে যে মারল সম্পত্তি দখলের জন্য পারবেন তারে বিশ্বাস কইরা আপনার বাড়ি পাহারা দেয়ার দায়িত্ব দিতে ? হাসিনা/মুজিবদের চোর বলার আগে দয়া কইরা ৩২ নাম্বার ঘুইরা আসেন, সাধারন আলনায় ঝুলানো বেগম মুজিবের মলিন শাড়ি দেইখা, কম দামী ফার্নিচার দেইখা , আল্লার কথা একবার স্মরন কইরা, তারপড়ে পারলে মুজিব পরিবারের সতত নিয়া প্রশ্ন কইরেন। আপনার জন্য জানাইয়া রাখি , ৩২ নম্বর বাড়ির ফার্নিচার গুলির দাগ নিয়া একই রকমভাবে রাখা আছে যেমন ছিল ৭৫ এর ১৫ আগষ্ট।