নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

নূরে খোদা নূর মোহাম্মদ -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

[১৮]
নূরে খোদা নূর মোহাম্মদ
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

নূরে খোদা নূর মোহাম্মদ
বসত করেন প্রেম বাজার
আপন দোষে হলেম দুষি
কামেতে রয় মন আমার।।

উম্মতের কাণ্ডারী নবী
না দেখলাম তাঁর নূরের ছবি
কেমনে করি তাঁরই দাবী
অনুমান মোর সব অসার।।

কত করি নবীর বর্ণন
না করলাম তাঁর স্বভাব ধারণ
কাম ক্রোধ লোভ হিংসা নিন্দন
না পারি ছাড়তে আর।।

সত্য, দয়া, বিশ্বস্ততা
ধৈর্য্য, সাহস, সরলতা
ফিরিয়ে আনে মানবতা
শিক্ষা দেন হাবিব খোদার।।

বিপদে না ধৈর্য্য হারান
দুঃখ তাপে হেঁসে বেড়ান
মাওলার উপর রেখে ঈমান
প্রেম ধর্ম করেন প্রচার।।

নবীর দন্ত শহীদ ওহু দেতে
রক্ত বয়ে যায় ঢিলার চোটেতে
থাপ্পর খেলেন ইহুদির হাতে
তবু ফরিয়াদ করেন মার্জনার।।

নবী না ভাবতেন নিজের কথা
ঘুচিতেন ব্যতির ব্যাথা
তাঁর মত দয়াল দাতা
নাই এই বিশ্ব সংসার ।।

নাম যশঃ অর্থ সুখের খোঁজে
যেও না কেউ নবীর খোঁজে
যেমন জলন্ত চুলার মাঝে
মাথা ঢুকাইলে এবার।।

এক বিন্দু পাপ থাকতে মনে
দীদার হবেনা নবীজির সনে
সহেনা ফরিদের প্রাণে
কি হবে গতি আমার।।
তাং ২/৩/৮০ইং
মণিপুর মীরপুর ঢাকা।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮

নতুন বলেছেন: নূরে খোদা নূর মোহাম্মদ
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

মানুষ খোদার নূর হইলো কেমন?

আর যদি চিশতি সত্যিই খোদার নূর হয়ে থাকে তবে সব মানুষই তো হবার কথা তাইন?

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.