নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকৃত নাম : আনোয়ার শাহাদাত (বাবু) । বাবু হচ্ছে আমার ডাকনাম , পাড়া-প্রতিবেশীরা আমাকে বাবু নামেই চিনে ও ডাকে । আমিও এই নামটাই বেশী পছন্দ করি ।আর আমার ভালগুণ হলো মানসিক ভাবে আমি কোন পরিস্থিতিই ভেংগে পড়িনা ।

babujassy

আমি খুবই সাধারণ একজন মানুষ , গ্রাম্য নিম্নবিত্ত পরিবারের সন্তান তবুও আমি নিজেকে খুব ভালবাসি , ভাগ্যবান মনে হয় কিন্তূ অগোছালো জীবনযাপনই আমার পছন্দ ,গুছিয়ে চলতে পারিনা তাই অবহেলাও করি নিজেকেই ।

babujassy › বিস্তারিত পোস্টঃ

আত্মার কথা

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১১

আমি শিশুকাল থেকেই ছিলাম
প্রবল আত্মবিশ্বাসী
অসম্ভব বলে কোনকিছুই বিশ্বাস করতামনা,
হেরে গিয়েও ভাবতাম একদিন হব জয়ী।

প্রেম, সত্য ও স্রষ্টার প্রতি ছিলাম
প্রবল বিশ্বাসী,
ভাবতাম তার রহস্যময় সৃষ্টির কথা, কান্না
চোখে জল এনে দিত তবুও ভাবনা যেত্ রয়ী।

সেই প্রেম সেই বিশ্বাস তুমি শিখিয়েছ,
আজ নেই তুমি
তাই মনের রাজ্যে একা বড় বেশী,
কেন ফিরলেনা? একা পোড়ে পোড়ে
ফুরিয়েছি তবু ভালবাসা গেছে রয়ী।

আজ বিশ্বাস হারিয়ে একা ক্লান্ত আমি
নিজেকে প্রশ্ন করি, কেন তুমি নেই?
ভেতর বলে হে কবি-
"ভালবেসে স্রষ্টাকেও বাধা যায় তবওু
নারী হৃদয় পাওয়া যায়না"।
নারী সেতো প্রেমহীন শুধুই ছলনাময়ী।

আজ স্বপ্নের করুণ মৃত্যু,ভালবাসার
নির্মম পরাজয় ক্ষয় করে হৃদয়,
বুকের পাজর হাহাকার করে বলে
অভিশাপ অভিশাপ তোমায় নারী
কাদবে না জানি কতকাল তুমি
যাবে অভিশাপে পুড়ি পুড়ি।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৬

সচেতনহ্যাপী বলেছেন: আমি শিশুকাল থেকেই ছিলাম প্রবল আত্মবিশ্বাসী
অসম্ভব বলে কোনকিছুই বিশ্বাস করতামনা,
বার বার হেরে গিয়েও ভাবতাম একদিন হব জয়ী।
এটাই আমাকে পথ চলতে আলো দেখিয়েছে।। হারমানা আমার ধাতে নেই।।

২| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৩:১৫

babujassy বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। তবুও আমিই হেরে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.