নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকৃত নাম : আনোয়ার শাহাদাত (বাবু) । বাবু হচ্ছে আমার ডাকনাম , পাড়া-প্রতিবেশীরা আমাকে বাবু নামেই চিনে ও ডাকে । আমিও এই নামটাই বেশী পছন্দ করি ।আর আমার ভালগুণ হলো মানসিক ভাবে আমি কোন পরিস্থিতিই ভেংগে পড়িনা ।

babujassy

আমি খুবই সাধারণ একজন মানুষ , গ্রাম্য নিম্নবিত্ত পরিবারের সন্তান তবুও আমি নিজেকে খুব ভালবাসি , ভাগ্যবান মনে হয় কিন্তূ অগোছালো জীবনযাপনই আমার পছন্দ ,গুছিয়ে চলতে পারিনা তাই অবহেলাও করি নিজেকেই ।

babujassy › বিস্তারিত পোস্টঃ

তোমার প্রতীক্ষায় বৃক্ষ হয়ে যাব

২৫ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:১৮

এখানেই দাড়িয়ে আছি
যেখানে থাকার কথা ছিল,
বিশ্বাস করও আজও ঠাই দাড়িয়ে আছি
তুমি ফিরবে তাই।

তুমি কি ভেবেছ, জীবনের প্রয়োজন
ফেরাবে আমায়? বন্দী হবো দায়িত্ব, কর্তব্য
লোকলজ্জায়? সুখের জন্য, জৈবিক টানে
ওদের মত আমিও যাব ফিরে?

না,
ফিরে যেতে আসিনি আমি ফিরবওনা,
তোমার জন্য ভুলে যাব সব প্রতিশ্রূতি
দায়িত্ববোধ-বিশ্বাসের কবর রচনা করব,
প্রয়োজনে আজ খূনি প্রেমিক হবো
তবু একা ফিরে যাব না।

কতদিন? দিন গূণে কেন?
যখন সময় হয় চলে এসো নিঃসংকোচে;
আমরণ একা আলো আধারে, রোদে ঝড়ে
"তোমার প্রতীক্ষায় বৃক্ষ হয়ে যাব"
তবুও ফিরে যাব না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:২৫

এম. আরাফাত মাহমুদ বলেছেন: বাহ!!! অসাধারণ লিখেছেন,

ফিরে যেতে আসিনি আমি ফিরবওনা,
তোমার জন্য ভুলে যাব সব প্রতিশ্রূতি
দায়িত্ববোধ-বিশ্বাসের কবর রচনা করব,
প্রয়োজনে আজ খূনি প্রেমিক হবো
তবু একা ফিরে যাব না।

২| ২৫ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৩৬

babujassy বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি লেখক নই তবু কারও না কারও জন্য আমি রাতজাগা পাখি। তাই মনে যা আসে লেখি। আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে।

৩| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা। ☺

৪| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৫

babujassy বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.