নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রকৃত নাম : আনোয়ার শাহাদাত (বাবু) । বাবু হচ্ছে আমার ডাকনাম , পাড়া-প্রতিবেশীরা আমাকে বাবু নামেই চিনে ও ডাকে । আমিও এই নামটাই বেশী পছন্দ করি ।আর আমার ভালগুণ হলো মানসিক ভাবে আমি কোন পরিস্থিতিই ভেংগে পড়িনা ।

babujassy

আমি খুবই সাধারণ একজন মানুষ , গ্রাম্য নিম্নবিত্ত পরিবারের সন্তান তবুও আমি নিজেকে খুব ভালবাসি , ভাগ্যবান মনে হয় কিন্তূ অগোছালো জীবনযাপনই আমার পছন্দ ,গুছিয়ে চলতে পারিনা তাই অবহেলাও করি নিজেকেই ।

babujassy › বিস্তারিত পোস্টঃ

এই অবেলায় চাইনা কিছুই

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১৬

নদীভাংগা মানুষের মত আমিও সর্বহারা
ফিরে আসেনা জানি বিলীন সে ঘর।
তেমনি তুমি গেছ চলে, নিয়েছ আমার সব।
তবে,
ভালবেসেছিলে তুমিও কি সর্বগ্রাসী নদীর মত?

স্বাভাবিক চলেছ তুমি, বয়ে চলা স্রোতের মত
ভুলেছো অতীত, ফুরিয়েছে মম প্রয়োজন।
জানো কি প্রিয়? তুমি ছাড়া
আমার পৃথিবী আজও সুর্যহারা,
এখানে নেই পুর্ণিমা, চির অমানিস্যা
এখানে আজ ভরাবর্ষা বৃষ্টি ঝড়োহাওয়া
তুমুল ধ্বংসলীলা, তাতে কি চিরপ্রিয় তুমি
ফুরায়নি ফুরাবেনা তব্ প্রয়োজন ।

বিশ্বাস করো সেইযে গিয়েছ চলে
তারপর: কত নারী,
ভালবেসে বলেছে ফিরে এসো কবি
বাস্তবের মুখোমুখি হও অতীত ঝেড়ে।
ফিরিয়ে দিয়েছি সবগুলো হাত নিঃসংকোচে
দাড়িয়ে আছি স্বপ্নহীন, একা, ধ্বংসের দ্বারে।

জানি ফিরবেনা আর ; এখন তুমি অনেক দুরে
অন্যকারো মন্ত্র পড়া বধু, তবে
আমার যে চাই "সুরবালা" তাই হয়নি ফেরা
পাইনি কিছুই। মৌলিক প্রেমিক আমি
ক্ষত বুকে নিয়ে হাসি তৃপ্তির হাসি, শুধূ-

উপহাস করে বলে হৃদয়,
প্রেমহীন নিরস পৃথিবী সময় বয়ে যায়
আমাকে নিংড়ে নাও সবটুকু নাও,
কুড়ে কুড়ে খাও আমার ভেতর বাহির,
জোকের মত চুষে নাও যতটা তুমি চাও।

এই অবেলায় চাইনা কিছুই
শুধু আমার প্রেমের স্মৃতি গুলো তব্
পথে ছড়িয়ে দাও।







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:১৯

নিয়েল হিমু বলেছেন: বিরহ কবিতা ভাল লাগেনা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.