![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ জানুয়ারী বাংলাদেশে গণতান্ত্রিক অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে :এলাকার আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা আব্দুস সোবহান এখন যেন বেকার সময় কাটাচ্ছেন৷ কয়েকদিন আগেও নির্বাচনের তোড়জোড় নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন৷ এখন সময় কাটান চায়ের দোকানে আড্ডা আর বিরোধী দলের আন্দোলনের গতি-প্রকৃতি নিয়ে আলোচনা করে৷ ডয়চে ভেলেকে তিনি হতাশার সুরে বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করে যাওয়ায় নেতাকে এখন আর তেমন পাওয়া যায় না৷ আশা করেছিলেন নির্বাচনে কর্মীদের নিয়ে বেশ খরচ করবেন৷ সে আশায়ও গুড়ে বালি৷
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১
nurul amin বলেছেন: ৯৬র মতো
বেচারা-রা বুজতে পারে নাই-বুঝলে যুদ্ধাপরাধী রাজাকার বেয়াই মোশারফের মতো আগেই আত্মীয়তা করে ফেলতো!!!
সকল খুন তখন মাফ!!!!
তারাই তখন চেতনার বরকন্ধাজ হয়ে যেতো যেভাবে পাকি সহযোগী মুরগী কবীররা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হয়ে লাফাচ্ছে এখন!!!!
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
ঢংপাটি বলেছেন: সঠিক
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮
পাঠক১৯৭১ বলেছেন: ১২০০ কোটী টাকার ভোট বেচাকেনা হয়নি, ২ নেত্রী গড়ে হাজার কোটী পাবার কথা ছিল, ১ মাসে ৩০০ কোটী টাকার চা ও অন্যান্য খাবার কাওয়ার কথা ছিল। শধু ভোটের দিন রিকসা ড্রাইবারদের গড়ে ১০০০ টাকা আয়ের কথা ছিল।
কিছুই হয়নি, গণতন্ত্র শেষ!
বাংলাদেশে গণতণ্ত্র ছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে ১৯৭১ সালের ২২ শে ডিসেম্বর অবধি।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
ঢংপাটি বলেছেন: ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
ঢংপাটি বলেছেন: ৫ জানুয়ারী বাংলাদেশে গণতান্ত্রিক অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে :