![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা হইলাম রাজা
সবাই আমাদের প্রজা
এবারের মন্ত্রী ,
সবাই আমরা মখা ,
যতই মারো জোতা
মোদের সম্মানে দেবে না হানা।
আমরা আছি সুখে,
রাখব সবাইরে দুঃখে।
পাইছি এবার ক্ষমতা,
করব এবার ভোগ তা।
যদি খাই বাশ,
হলে হউক সর্বনাশ।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩
ঢংপাটি বলেছেন: একবার এক চোরির ঘটনায় পুলিশ এলাকার চিহ্নিত নামকরা চোররে ধরে আচ্ছামত পিটুনি দিল। তারপর জিজ্ঞাসা করল, এবার তুই বল কি কি জিনিস চুরি করলি।
চোর বেটায় কয়: স্যার, আপনি কি সত্যি সত্যি চোরের ঘটনা জানতে চাচ্ছেন? নাকি ডিউটি বাচানোর লিগা আমারে ধইরা আনছেন? পুলিশ আরেকদফা পিটানি দিল। আবার জিজ্ঞাসা করল এবার ভাল কইরা ক।
কয় স্যার, পিটানি দেন আর যাই করেন, ঈমানে কই আমি এই বেটার বাড়ীতে চুরি করা বন্ধ কইরা দিছি।
অই বেটার ঘর থেকে ২০টেকা চুরি করলে মামলা দেয় ২০০০০টেকার। ঐ হালায় যদ্দিন বাটপারি না ছাড়ব ততদিন আমি ওর ঘরে চুরি করুমনা।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮
ঢংপাটি বলেছেন: ছ
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪
ঢংপাটি বলেছেন: আনন্দ আকাশে বাতাসে!
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৮
ঢংপাটি বলেছেন: তোমরা থাক সুখে