নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশে আমি একটি গণতান্ত্রিক সরকার চাই।

ঢংপাটি

ঢংপাটি › বিস্তারিত পোস্টঃ

মানুষ জাতীয় পার্টিকে বিরোধীদল মনে করেনা বাইরে গিয়ে মুখ দেখাতে কষ্ট হয়।

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১

একদা এক কুত্তায় তার মনিবের কাছে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে প্রকাশ করে, সেই মনিব কুকুরকে বলেছিলেন যে আচ্ছা তুই যেহেতু শখ করলি তোকে অবশ্যই বিরিয়ানি খাওয়াবো।

কুকুরতো মাহা খুশিতে তিনদিন যাবত্ ঘুম ছেড়ে দিলো যে, কখন মনিব তার শখ পূরণ করবে।।

তিনদিন পর মনিব বদনা হাতে বাগানের দিকে গেলো সঙ্গে তার পোষা কুকুরকেও ডেকে নিয়ে গেল।

মল ত্যাগ করার পর মনিব তার কুকুরকে বললো এইনে তোর বিরিয়ানি কুকুরতো অবাক হয়ে মনিবকে বললো এইটা কি কন আমি খাইতে চাইছি বিরিয়ানি আপনি দিতাছেন গু

জবাবে মনিব বললো আরে শালার কুত্তা এই মল ত্যাগ করার আগে তোর স্বাধ পূরণ করতে আমি পেট ভইরা বিরিয়ানি খাইছিলাম



তো জাতীয় পার্টির দশা হইছে সেই কুত্তার মতো, বিরোধীদল হওনের শখ হইছিলো আম্লীগ ঠিক সেই মনিবের মতো তাদেরকে বিরোধীদল বানাইছে। এদের লজ্জা আসুক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০

ঢংপাটি বলেছেন: কি জ্বালা এরা বুজছে না

২| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪০

nurul amin বলেছেন: সঠিক

৩| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০০

ঢংপাটি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.