![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাসগোষ্টি সাধারণত একটি দেশের মূল চালিকাশক্তি। এখন জনগন যদি দূষ্কর্মপরায়ন হয় তবে তাদের বিশিষ্ট ব্যক্তিরা কিভাবে চরিত্রবান হতে পারে। জনগন চরিত্রহীন হলে সৃষ্টিকর্তা শাস্তিসরুপ সে জনগনেরউপর সৈরাচারী শাসক চাপিয়ে দিবেন। বর্তমানে বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি চলছে। অথিকাংশ জনগন কপট ও ধূর্ত হওয়ায় শ্সক চক্র দেশে এক ভয়াবহ পরিস্থিতি সৃ্টি করেছে। বর্তমানে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোন ব্য্তি যদি ন্যায়ের পথ অনুসরণ করে তবে সে প্রভাবশালী দুষ্কৃতিকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। জাতির সামগ্রিক বিষয়াদির কর্তৃত্ব যদি নারীদের উপর ছেড়ে দেয়া হয়, তবে এরুপ সমাজ আজ না হোক কাল অবশ্যই ধ্বংসের সন্মুখিন হবে। সমাজে পারস্পরিক পরামর্শ, আস্হা ও সহযোগিতারমনোভাব বিলুপ্ত হয়ে যায়, সেখানে নারীরা নের্তৃত্বের আকারে নিকৃষ্টতম শ্সন ব্যবস্থাশাসকগোষ্ঠি যদি সৈরাচারী স্বভাবের হয় , ধনীরা যদি কৃপন ও লোভী হয় এবং জাতির সামগ্রিক বিষয়াদির কর্তত্ব যদি নারীদের উপর ছেড়ে দেয়া হয় তবেএমন সমাজ আজ না হোক কাল অকশ্যই ধ্বংস হবে। সমাজে পারষ্পরিক পরামর্শ, আস্থা ও সহযোগিতার মনোভাব বিলুপ্ত হয়ে যায়, সেখানে নারীরা নের্তত্বের আকারে নিকৃষ্টতম শ্সন ব্যবস্থা কায়েম করে। সুতরাং এখনই আমাদের করণীয় সম্পর্কে সঠিক চিন্তা করতে হবে।
২| ১৬ ই মে, ২০১৫ রাত ১২:০২
ঢংপাটি বলেছেন: শাস্তি স্বরুপ করতেও পারেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৫ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
" জনগন চরিত্রহীন হলে সৃষ্টিকর্তা শাস্তিসরুপ সে জনগনেরউপর সৈরাচারী শাসক চাপিয়ে দিবেন। "
-সৃষ্টিকর্তা কি এ ধরণের কাজ করেন?