![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে ইসলামিক স্টেট
(আইএস) আছে কি নেই এ নিয়ে
বিতর্কের মধ্যে একের পর এক হামলা
চলছেই। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী
বলেছেন, ‘‘বাংলাদেশে কোনো
আইএস নেই। কিছু জেএমবি ধরা পড়ে,
আবার ছাড়া পায় তারাই এসব
করছে।’’
বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ
উপজেলার চককানু গ্রামে
বন্দুকধারীরা শিয়া সম্প্রদায়ের
একটি মসজিদে এশার নামাজের
প্রস্তুতিকালে মুসল্লিদের ওপর
হামলা চালায়। তাদের
এলোপাতাড়ি গুলিতে মসজিদের
মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন
নিহত এবং ইমামসহ তিনজন গুরুতর জখম
হন। এই হামলার দায়ও ‘স্বীকার’
করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক
স্টেট। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর
ইন্টারনেটভিত্তিক তৎপরতা
নজরদারির যুক্তরাষ্ট্রভিত্তিক
ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’
এমনটাই বলছে। ওয়েবসাইটটি
বৃহস্পতিবার আইএসের এই দাবির কথা
জানায়। এর আগেও দুই বিদেশি হত্যা
ও পুরনো ঢাকায় শিয়া সম্প্রদায়ের
তাজিয়া মিছিলের
প্রস্তুতিকালে হামলার ঘটনায়
আইএসের দায় স্বীকার করার কথা
জানিয়েছিল ‘সাইট ইন্টেলিজেন্স
গ্রুপ’।
সুতরাং ভবিষ্যত যে জটিল হয়ে উঠছে এটাই তার প্রমান।
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
ঢংপাটি বলেছেন: ,
৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
দধীচি বলেছেন: ঠিক আছে ইনশা আল্লাহ
এখন থেকে নিজের পোস্টে নিজেই কমেন্ট করার অভ্যাস গড়ে তুলতে হবে
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
মানুষের শিক্ষা কম থাকলে মানুষ সঠিক জীবন যাপন করতে পারে না।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪
ঢংপাটি বলেছেন: ,