নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পর্শ করতে চাই তাকে, কিন্তু পারিনা তবুও চেয়ে তার পথ ছুয়ার আসায় ।

স্পর্শ

স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।

স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

‘মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ\' ভয়ানক উক্তিটি করেছেন আমাদের দেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান

১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০১




খবরে প্রকাশ ্‌্‌্‌

গতকাল শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে (৪০) রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। বিকাশ চন্দ্র দাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। শুক্রবার ভোরে পুলিশের বেধড়ক পিটুনিতে মারাত্মক আহত হন বিকাশ। মিজানুর রহমান বলেন, বিকাশ চন্দ্র দাসকে যে ভাবে নির্যাতন করা হয়েছে তা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড, সাংবিধানিক অধিকার এবং নির্যাতন বিরোধী আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বিকাশকে মারার সময় সেখানে থাকা এক পুলিশ কর্মকর্তা বলছিলেন, ‘মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ।



মূল কথার আগে একটা বারতি কথা বলে নেই .।.।.।.।
আর ছাগলের রাজা বাংলাদেশের জনগন! আমার অফিসের আসা যাওয়ার পথে একটা ছাগলের আড়ত আছে। প্রায়ই দেখি ৫০ থেকে ১০০ ছাগলের দড়ি একসাথে মুঠো করে একজন লোক সেগুলোকে নিয়ে হয় আড়তে যাচ্ছে অথবা আড়ত থেকে কিনে নিয়ে আসছে। একটু এদিক সেদিক হলেই লোকটির হাতে থাকা বাঁশের কঞ্চি দিয়ে পিটুনি দিতে দ্বিধা করছে না! যতবার দেখি ততবার আমার মনে হয় এদেশের জনগন ঠিক একই রকম। তবে আবার এটাও ভাবি, যে এভাবে যে কঞ্চি দিয়ে পিটাচ্ছে ১০০ ছাগল যদি ১০০ দিকে দৌড় দেয় তাহলে ঐ লোকটার কি অবস্থা হবে!

মিজানুর রহমান সাহেব, পুলিশের তালিকায় আপনার নাম ও থাক তে পারে ! ভয়ানক বিপদ জনক ! পুলিশ আছে / মানবাধিকার নাই ।

উক্তিটা ভয়াবহ - বুঝলাম। কিন্তু, বাস্তবতা কি এর চেয়ে ভিন্ন। এ জাতীয় কথা বলে মাঝে মাঝে পত্রিকার হেডলাইন হওয়া যাবে, কিন্তু বাস্তবতায় কোন পরিবর্তন আনা যাবে না। মানবাধিকার কমিশনের প্রধান হিসাবে দেশের জনগণ আপনার কাছে কথা নয়, কাজ দেখতে চায়। আইনি কাভারেজে থেকে পুলিশসহ আরও যারা বে-আইনি কাজ করে জনগণের নাভিশ্বাস তুলছে, যদি পারুন তাদের সুপথে আনার জন্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কর্মপন্থা ঘোষনা করুন।এটাই এখন বাস্তবতা। রাজা প্রজাদের এই যাত্রাপালার মঞ্চে মাঝে মধ্যেই আপনাকে বিবেকের ভূমিকায় আবির্ভাব হতে দেখা যায় কিন্তু দর্শক তালি বাজায় বলে বোধ হয় না। জনগণের কাছে দায়বদ্ধ থাকলে মানবাধিকার রক্ষার স্বার্থে বিচার বিভাগের শরণাপন্ন হন, প্রধান বিচারপতির কাছে এই ভায়ানক অন্যায়ের প্রতিকার চেয়ে চিঠি লিখুন।
যারা ক্ষমতায় আছেন তারা কি নিজেদেরকে এই সকল পুলিশ থেকে নিরাপদ ভেবেছেন???? মনে রাখবেন পরের জন্য গর্ত খুরলে তাতে নিজেরও পড়ার সম্ভাবনা রয়েছে....পুলিশকে অনৈতিক কাজে ব্যবহারের কুফল আজ আমরা ভোগ করছি।অচিরেই সরকারের উপর তার কিছু না কিছু প্রভাব পরবে।তাই সরকারকে এখনি পুলিশের লাগাম টেনে ধরা উচিত।.পুলিশের এহেন সন্ত্রাসীদের ন্যায় কর্মকান্ড চলতে থাকলে দেশের মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। দেশের সরকারের যারা আছেন তারা কি মুখে কুলুপ এটে বসে আছেন? টু শব্দ করছেন না কেন?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

আহলান বলেছেন: দেশ ও জনগনের উন্নতি বা ভাগ্যন্নয়নে ... .... ওনাদের মতো কাগুজে বাঘ বা ধামা ধরা পাব্লিকদের কোন ভুমিকা নেই ... স্বার্থবাদি সুবিধাভোগি ...

২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

তার আর পর নেই… বলেছেন: এত ভাল একটা কথা বললো, একটু বাহবাও নেই। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.