![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
সকাল থেকে আজ কেমন যেন ঢাকা। দুপুর হতে না হতে রাস্তা ফাকা হয়ে যাচেছ। সন্ধার আগে মনে হয় রাস্তা ফাকা হয়ে যাবে। হয় মিরপুর স্টেডিয়াম না হয় টিভির সামনে বসে যাবে। এমন দিনতো সব সময় আসে না। কি ভাগ্যবান আমরা, এই তো আমাদের বাংলাদেশ।
খুব ভয়ে আছি। আমি খুব ভীতু টাইপের আবেগী দর্শক। ব্যাট হাতে টাইগাররা দাঁড়ালে বুকের কাপুনি বেড়ে যায় আমার। কাপা কাপা বুক নিয়ে আশা আর স্বপ্নের উপর ভর দিয়ে তবুও খেলা দেখি। শেষ বল পর্যন্ত। ভয়ে, উত্তেজনায়, শ্বাসরুদ্ধকর অবস্থাতেও খেলা দেখে যাই। বাংলাদেশের জয়ে পরিতৃপ্তিবোধে চোখে জল আসে! বাংলাদেশের পরাজয়ে অভিমানে চোখে জল আসে! বলে বলে স্বপ্ন দেখি, বলে বলে হয়তো স্বপ্ন ভাঙে, তবুও খেলা দেখি। আমি খেলা পাগলা!!!! জয় হোক সকল খেলা পাগলাদের।
রক্তের প্রতিটি কনা গরমে ফুলে-ফেপে উঠছে ফাইনাল কে কেন্দ্র করে। এই ম্যাচটা আমার জন্য অক্সিজেন এর মতো কাজ করছে। ইনশাল্লাহ আমরাই জিতব, জিতবে ১৬ কোটি মানুষ, হাসবে ১৬ কোটি হাসবে, আমরা আছি তোমাদের পাশে, আজ ১৬ কোটি মানুষ ৩২ কোটি চোখ দিয়ে তোমাদের দিকে তাকিয়ে থাকবে। ৩২ কোটি হাত দিয়ে তোমাদের বরণ করার জন্য প্রস্তুত। শুধু জেগে উঠো আর একটি বার, যেমনটা তোমরা করিয়ে দেখে আসছ, গত বিশ্বকাপ থেকে। আমি জানি তোমরা পারবে, তোমাদের জন্যই হাসবে আজ ১৬ কোটি মানুষের মুখ।
সব ক্রিকেটীয় অঙ্ক বাদ দিয়েও যে একটা ক্রিকেট ব্যাকরণ আছে বাংলাদেশের! যে ব্যাকরণে হৃদয়-বৃত্তান্ত আগে, ব্যাট-বলের ঠোকাঠুকি পরে। বাংলাদেশের ক্রিকেট গাড়ির জ্বালানিটা হয়তো তার খেলোয়াড়ি শক্তি। কিন্তু ইঞ্জিনটা তৈরি হয় মানুষের ভালবাসায়। আবেগে। যন্ত্রের ইঞ্জিন নিয়ম মেনে চলে। আবেগের ইঞ্জিন সেই নিয়মটা ভাঙে। পথ থাকা লাগে না, সে-ই পথ তৈরি করে। আবেগের এই ইঞ্জিনের সামনে ভারত নামের দুর্ধর্ষ দেওয়ালকে যে কখনও কখনও কাগজের দেওয়াল মনে হচ্ছে, সেটা কি শুধুই দেখার ভুল!
সেমি ফাইনালে (আসললে বাংলাদেশ পাকিস্থান ম্যাচ) তাসকিনের বলে যখন ক্যাচ উঠলো সাকিব ক্যাচের পিছু নিয়েছে, এদিকে বোালর তাসকিন দু-হাত উপরে তুলে কি অসম্ভব শিশু সূলভ ভংগিতে আললাহ আললাহ করছিল !!!!! সেদিন, তখনই আমার মনে হলো আজ আমাদের দিন। স্বয়ং বিধাতাও আমাদের পক্কে। ইস আজও যদি ওরকম একটি দিন আসতো !!!!
ইনশা আল্লাহ আজকের ফাইনাল খেলায়ও বাংলাদেশ জিতবে; আজকের ফাইনাল খেলা বাংলাদেশের সে স্বপ্নকে পূরণ করবে। কথাটায় আবেগ মিশ্রিত আছে ঠিকই, তবে পেছনের খেলাগুলো সে আবেগের পর বাস্তবতাকে কিন্তু বাস্তবের দিকেই পথ দেখাচ্ছে।
প্রত্যাশার বেলুন ফুলিয়ে চাপ সৃষ্টি না করে ভাল খেলতে বলুন ও তাদের পাশে দাড়ান। হারি/জিতি আমারা ওদের উৎসাহদাতা। মনে রাখবেন, ভারত বিশ্বের টি২০ তে সবচেয়ে শক্তিশালী দেশ। তাদের বিপক্ষে ফাইনালে জিতে কাপ নেওয়া মানে বিশ্বকাপ জয়ে সমতুল্য। তাই আবেগ নয়, বাস্তবমুখি চিন্তার মাধ্যমেই খেলতে হবে। আর হারলে আমাদের বিশেষ কিছু ক্ষতি হবে না, এই চিন্তা নিয়ে এগানোই টা চাপ থেকে মুক্তির ভাল উপায়।
হ্যা হারিজিতি বাংলাদেশ। আসুন আমরা খেলা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে শপথ করি যেন বাংলাদেশ হারলেও আমরা পজিটিভ থাকি এবং খেলোয়ারদেরকে সমরথন দিয়ে যাই। কারন দুদিন পরই শুরু হচছে T20 বিশ্বকাপের আসর। নেগেটিভ কিছু খেলোয়াররা শুনলে ওদের মনোবল ভেংগে যাবে। তাই আমাদের সবাইকে অত্যন্ত সংবেদনশীলভাবে সামাজিক মিডিয়া ব্যাবহার করতে হবে খুবই পজিটিভ ভাবে। আমরা কোন নেগেটিভ সমালোচনা করবো না। আমাদের আশা ইতিমধ্যে পূরন করেছে খেলোয়াররা, আমরা এশিয়া কাপের ফাইনাল খেলছি। তাই হারি জিতি সমস্যা নাই। আমাদের টাগেট থাকবে T20 বিশ্বকাপের আসরে বিশ্বকে ভালো খেলা উপহার দেয়া। মনের এক কোনে তো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার আশা থাকবেই। তবে কথা দিচছি শিরোপা না পেলেও হতাশ হবোনা, শুধু চাই ভালো লড়াকু খেলা। শুভ কামনা ও দোয়া রইলো।
২| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০
আমিই মিসির আলী বলেছেন: জয় হবেই।
+
৩| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০০
চাঁদগাজী বলেছেন:
আমাদের খেলোয়াড়েরা ভালো খেলুক, এই আশাবাদ
৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭
বিজন রয় বলেছেন: জয় চাই, একটি জয়। এই একটি জয় আমার বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দেবে।
এগিয়ে চলো টাইগারসসসসসস!!!!
৫| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
মুসাফির নামা বলেছেন: বিস্তারিত পড়লাম না। শিরোনামটাই ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
মহা সমন্বয় বলেছেন: স্বপ্নপূরণের ফাইনাল আজ
