নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পর্শ করতে চাই তাকে, কিন্তু পারিনা তবুও চেয়ে তার পথ ছুয়ার আসায় ।

স্পর্শ

স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।

স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

আন্দোলনের ছবি ব্লগ ঃ যে সমাজ নিরপরাধী কে অপরাধী বানাতে জানে, কিন্তু অপরাধী কে সাজা দিতে জানে না,সে সমাজে হাজারো তনু ধর্ষিতা হয়ে খুন হলেও আশ্চর্য বা আফসুসের কি আছে !!!

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭




যে দেশে রক্ষকেরা অপরাধকে রক্ষা করে সে দেশে হাজারো তনু ধর্ষিতা হয়ে খুন হলেও আশ্চর্য বা আফসুসের কি আছে? ? এদের কাছে বিচার চেয়ে কোন লাভ নেই ।আজ এক খবরে দেখলাম এত আন্দোলনের পরও তনু হত্যাকান্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে ,আর সময় নেই এখন আন্দোলন করা উচিত বিচার বিভাগের জন্য যাতে সেখানে কোন রাজনৈতিক নেতা বা ক্ষমতাধররা যাতে হস্তক্ষেপ না করতে পারে ।

আমি আশ্চর্য হয় যে দেশে ধর্ষনে সেঞ্চুরী করে তার কোন বিচার নেই সেই ধর্ষক রাজকীয় সেবা জনসম্মুখে ঘুরে বেড়ায় কিভাবে? ? এই সেই দেশ যে দেশের শিক্ষাকেন্দ্রের হৃদপিণ্ডে দাড়িয়ে কত গুলু পাশণ্ড নরপশুরা আমার বোনকে লাঞ্চিত করল অথচ বছর পার হয়ে গেল তার কোন বিচার হল না সেই দেশে তনু কেন যে কেউ ধর্ষিতা হলেও আশ্চর্য হওয়ার কিছুই নেই! "এসবের মুল কারন অপরাধিরা ছাড়া পেয়ে যায় তাদের কোন বিচার হয় না!

তনু ধর্ষিতা হওয়ার সবাই সবার টনক নড়ছে শুধু সামাজিক মিডিয়াতে ,কেউ কি প্রশ্ন তুলেছেন দেশের ধ্বজাধারী ধ্বজভঙ্গ আইনের কথা? ? যে দেশে বিনা অপরাধে ২২ বছরের সাজা হয় অথচ তনুরা ধর্ষিতা হওয়ার পর তারা (ধর্ষকরা )দিব্বি দিন দুপুরে ঘুরে বেড়ায় তার কোন বিচার না হওয়াতে? ?

তাহলে কি? তনুর পরে কি আমার কোন বোন? আমাকে ক্ষমা করবেন। আজ থেকে আমি আমার বোন /স্ত্রী /মা কাউকে আর নিরাপদ মনে করবো না। আমাদের চারপাশের প্রিয় পুরুষেরাই যে রাতের আঁধারে হায়েনা হয়ে উঠবে না, তার নিশ্চয়তা আমাদের কার কাছ থেকে পাবো! `খাবার ঢেকে না রাখলে মাছি তো পড়বেই`, অথবা `খোলা খাবারে কুকুর মুখ দেবেই` বলে যে পুরুষেরা যুক্তি দেখান; তাদের জেনে রাখা উচিৎ, নারী কোনো খাদ্যবস্তু নয় এবং পুরুষও মাছি কিংবা কুকুরের মতো কোনো প্রাণি নয়। নারী-পুরুষ উভয়েই মানুষ। তাই মানুষ হয়ে মানুষের নিরাপত্তাটুকু নিশ্চিত না করতে পারলে আপনি কীসের মানুষ! তনুর পরে আর কোনো নারী যেন এমন খবরের শিরোনাম না হয়। আর কারো স্বপ্ন যেন এভাবে ধুলোয় না মিশে যায়।

এবার কিছু তনুর ধর্ষণ হত্যার বিচারের দাবিতে ফুসে উঠেছে সারা দেশ ও সামাজিক মিডিয়া তার কিছু ছবি নিম্নে দেওয়া হল ।































মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

চৌধুরী ইপ্তি বলেছেন: তাহলে কি? তনুর পরে কি আমার কোন বোন? আমাকে ক্ষমা করবেন। আজ থেকে আমি আমার বোন /স্ত্রী /মা কাউকে আর নিরাপদ মনে করবো না। আমাদের চারপাশের প্রিয় পুরুষেরাই যে রাতের আঁধারে হায়েনা হয়ে উঠবে না, তার নিশ্চয়তা আমাদের কার কাছ থেকে পাবো!

হায়! দেশ!!!!

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

স্পর্শ বলেছেন: আফসুস করে লাভ নেই ,ধন্যবাদ শুভকামনা ।

২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫

বিজন রয় বলেছেন: ভাল পোস্ট দিয়েছেন।
আন্দোলন বেগবান হবে।

৩| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৯

সোহানী বলেছেন: আমার শুধু বিচারই চাইতে থাকবো, কিন্তু কখনই কোন বিচার হবে না.... কখনই না............

৪| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫০

দেবজ্যোতিকাজল বলেছেন: ,অষ্টম শ্রেণী পড়ুয়া পূর্ণিমাকে যখন ধর্ষণ করা হচ্ছিল, এত মানুষ দেখে পূর্নিমার মা ধর্ষকদের বলছিলো "বাবারা, আমার মেয়েটা ছোট তোমরা একজন একজন করে এসো, ও মরে যাবে-

৫| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কুলাঙ্গারদের দৃষ্টান্ত মূলক শান্তি চাই।

৬| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

প্রামানিক বলেছেন: ধর্ষক হত্যাকারীর বিচার হওয়া দরকার।

৭| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

আমিই মিসির আলী বলেছেন: যখন তনুর ধর্ষকের শাস্তির জন্য আমরা আন্দোলন রত তখন ঢাকায় হলো আরেকটা ধর্ষন!!
তাও এক বিরাট লোকের বাসায়!!!
ভাবা যায়!!!
কোন অধপতনে যাচ্ছে সমাজ রাষ্ট্র!!!

মানুষের ভিতরে থাকা পশুগুলো জেগে উঠছে। কেন জেগে উঠছে ঐটা ভেবে বের করে সমাধান করা উচিৎ অন্যথায় এটা মহামারি রূপ ধারন করতে আর দেরী নেই।

৮| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০০

জিল্লুর রহমান রিফাত বলেছেন: # copied_from_Saira_Mahi 's post
একটু কষ্ট করে সকলে পড়ুন
সকল ব্লগার,লেখক,সেল
সেলিব্রিটি,আপামর আম জনতার
উদ্দেশ্যে বলা হচ্ছে সবাই তনুর মত
সকল ধর্ষনের বিচার চাই এই তো ?
তাহলে আমাদের কোন প্ল্যাটফর্ম
দিবে না তনুর জন্য। না
মিডিয়া,না সংবাদপত্র। কেননা
তারা হল পা চাটা দালাল। প্লট
আমাদের বেড় করতে হবে। তাই
সকলকে বলব এই নিউজ খুব দ্রুত ছড়িয়ে
দিন আপনার ওয়াল কিংবা শেয়ার
কিংবা কমেন্টে।
# 2৫_শে_মার্চ উপলক্ষ্যে
গ্রামীণফোন আলোর মিছিল
আয়োজন করেছে। আমরা তনুর জন্য
সেই প্লট ব্যবহার করব। কারন সেটা
মিডিয়া টেলিকাস্ট করবে।
তাতেই হবে ঘোড়াকে জোর পুর্বক
পানি খাওয়ানো।
আমরা সহ অনেক মানুষ সেখানে
যাবে রাত ১০টায় মানিক মিয়া
এভিনিউ তে যুদ্ধের চেতনায়।
কিন্তু যেখানে ৭১ বিরাজমান
সেখানে তনুর মত নিরিহ বোন এর
বিচার হয় না সেখানে আজ আলো
জ্বলবে কিন্তু সেই আলো তনুর জন্য
কিংবা সকল নারীর জন্য। আমরা
সকলে যাব তনুর জন্য। তনুর আত্মার
আলো হয়ে। প্রতীকি হয়ে। আর সেই
আলোর মিছিলে আমিরা জাস্টিস
ফর তনু লেখা প্লে-কার্ড, টি-শার্ট,
কিংবা ব্যানারে হাজির হব।
তাতে গ্রামীনফোনের মাঝে তনু
আসবে মিডিয়ায়। তাতে দেশ
জানবে প্রগতিশীল মিডিয়ার
কভারেজ এ। সবাই মোমবাতি
হাতে নিয়ে যাব ঠিক কিন্তু
সেটা তনুর জন্য। আর তাতেই
রেভুলেশন আসবেই। একটা ভিন্ন
মাত্রা পাবে।
আমাদের হাতে সময় খুব কম সবাই
গ্রামিনের কন্সেপ্ট ফলো করুন
কিন্তু তার জায়গায় তনু থাকবে।
সবাই যাব,অথবা গ্রামিনের
পেইজে আলো হাতে নিয়ে পিক
তুলে পোষ্ট করতে বলা হয়েছে
সেটাতে ও তনুর প্লে কার্ড হাতে
আলো নিয়ে পিক পোষ্ট করব।
# প্লিজ সবাই ছড়িয়ে দিন সারা
বাংলায়।সময় খুব কম রাত ১০টায়
ওদের প্রোগ্রাম। সো হাতে সময়
বুঝতে পারছেন। আমার লিস্টে
সবাই নিজের ওয়ালে,শেয়ার এর
মাধ্যমে ছড়িয়ে দেন। একদিন না
হয় কষ্ট করলেন। সবাইকে এই নিউজ
ছড়িয়ে দিতে বলুন।
# রাজপথের প্রতিবাদী কন্ঠ

৯| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

কালীদাস বলেছেন: আমরা অসম্ভব আবেগি এবং হুজুগে জাতি। অত্যন্ত দুঃখের সাথে বলছি, কিছুদিন পরেই সবাই ভুলে যাবে তনুর কথা। এবং যে জিনিষগুলা আসল দরকার আমাদের এডাল্ট ম্যাচুরিটি ঠিকভাবে আসার জন্য, নারীকে মানুষ হিসাবে বোঝার জন্য- সেই পারপাস কোন স্টেপ কেউ নেবে না।

১০| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

জুবেল আহমদ বলেছেন: ঠিক বলেছেন ! আমরা নিজেদের মা,বোন,স্ত্রী ও মেয়েদের ব্যপারে আরো সাবধান ও যত্নশীল হতে হবে ।কেননা এদেশে তারা আর এক সেকেন্ডও নিরাপদ না।আমিও এই সচেতনতার বিষয়ে সামান্য লিখেছি ।পড়লে খুবই খুশি হব।
লেখাটি পড়তে ক্লিক করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.