![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
অনুরণন ::::
তোমার চিরন্তন নিরব ভঙ্গিমার মাদকময় আওভান,
তোমার স্বল্পভাষায় বিস্তর বুঝানোর মান-অভিমান
তোমার দেয়া জাগতিক পৃথিবীর অমূল্য উপঢৌকন,
তোমায় অনিন্দ্য সুন্দরে প্রথম দেখার মাহেন্দ্রক্ষণ,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।
তোমার আমার পিনপতন নিরবতার কথোপকথন,
তোমায় ভেবে মন খারাপ, পূর্বরাগের অনুক্ষণ,
আমায় দেখার পর মুহূর্তেও তোমার মৌন অনশন,
হঠাৎ আমায় দেখে তোমার উচ্ছ্বসিত অভিবাদন,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।
আমার পথের পথচেয়ে থাকা তোমার তৃষিত নয়ন,
তোমার,আমায় নিয়ে ভাবনার বিদ্রোহিণী কথন,
আমার মান ভাঙ্গানোর ইচ্ছেতে তোমার ব্যর্থ ভাষণ,
তোমার, আমায় ঘিরে ব্যাকুলতা মিথ্যাচার তোষণ,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।
তোমার অত্যুৎসাহী প্রেমাসক্ত বড্ড সন্দেহপ্রবণ মন
আমার অন্তরে প্রতি মুহূর্তে ঝড়াত ব্যথার ক্ষরণ।
আমার পরনারী আসক্তি আছে ভাবতে তদানীন্তন,
তোমার মস্তিষ্কে অলীক, উদ্ভট চিন্তন হত অকারণ,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।
আমায় দেখার ব্যাকুলতায় তুমি থাকতে অপেক্ষমাণ
আমায় পাবার আকাঙ্ক্ষায় তোমার তৃতীয় নয়ন।
তোমার যত্নবান ভাষায় ছিলো সুললিত কূজন,
আমার স্পর্শ ছিলো তোমার প্রত্যাশিত আবেদন,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।
তোমার মোহময়, জাদুময়, সুগন্ধিত কুন্তলার ঘ্রাণ,
আমার শুষ্ক ব্যথাতুর হৃদয়ের ভরে উঠাত প্রাণ,
তোমার প্রাণোচ্ছল হাসির মনকাড়া অনুক্ষণ,
আমার বিশ্বাস এটাই পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গিতাঙ্গন,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।
তোমার আমার দিন-রাতভরে হ'ত পাঠ্য অনুশীলন,
তোমার হ'ল সফলতার চূড়ান্ত শীর্ষে গর্বিত আসন,
আমি পেলাম একরাশ ভর্ৎসনা,আর নিন্দিত কথন,
তোমার সফল জীবন গঠন, আমার রিক্তের বেদন,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।
আমার তরে ছিল তোমার প্রেমের অতিষ্ঠ আক্রমণ,
আমার ত্রুটিতে ছিল তোমার উদার ও কঠিন শাসন,
তোমার আমার স্বপ্নিল স্বপ্নে, বাধা হল বিবিধ কারন,
তোমার যোগ্যতার মাপকাঠিতে আমার ব্যক্তিত্ব হরণ
তোমার আমার স্মৃতির জাবর অদ্য করি রোমন্থন,
অদ্যাবধি পুরনো সুরেই মরমে হয় অনুরণন।
আল-আমীন ইবনে শফিক
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
বিদ্রোহী সিপাহী বলেছেন: কবিতাও মরমে অনুরণন তুলছে