নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পর্শ করতে চাই তাকে, কিন্তু পারিনা তবুও চেয়ে তার পথ ছুয়ার আসায় ।

স্পর্শ

স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।

স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

দেশের প্রধান সমস্যা হল ঠকবাজ রাজনিতি, তাই জাতীয় ঐক্যটা হবে কেমনে ?????

২১ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩৯










জাতীয় ঐক্যটা যে কি বস্তু সেটা আমাদের আম জনতার মাথায় ঠিক ধরে না। জংগীবাদের পক্ষেতো কাউকেই দেখছিনা। সবাই এর বিরুদ্ধে। তাহলে এই ইস্যুতে ঐক্যের অভাবটা কোথায়?

৭১ সালে জাতীয় ঐক্য ছিল কিনা এখন এটাই বিবেচনার বিষয়। ৭০ এর নির্বাচনে আওয়ামী বিরোধী ভোট কিন্তু ২৫% এর মত ছিল। যেটা এখন বেড়ে ৩৫--৪০%-এ ঠেকেছে। সুবিধাবাদি রাজনীতি টিকিয়ে রেখে জংগীবাদ বিরোধী ঐক্য সোনার পাথর বাটিই বটে। সাম্প্রদায়িক রাজনীতি বন্ধে ঐক্য আগে জরুরী। লেখক ঠিকই বলেছেন। দ্বন্দ্ব নির্ধারণে ব্যররথতার কথা বলেছেন। জংগীবাদতো দ্বন্ধ নয়। বরং ফলাফল। দ্বন্দ্ব রয়ে গেছে সাম্প্রদায়িক রাজনীতির বিষবৃক্ষে। ঐক্যতো ঐসব মৌলিক ইস্যুতে দরকার। সুশীলরা ভেবে দেখবেন।


লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীলদের জন্য দেশের বর্তমান অবস্থা। আপনারা সত্য বলেন না, লিখেন না। জনগণের ভাষা বুঝেও তাঁদের কথা বলা ও লিখা থেকে বিরত থাকেন। একটা সরকার ভালো কাজ করবে কিনা? সঠিক পথে চলছে কিনা? তা নির্ভর করে সে দেশের শক্তিশালী বিচার বিভাগ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও মিডিয়ার উপর, এরা দল করতেই পারে, কিন্তু জনগণের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে দলের ও ব্যক্তিগত স্বার্থের উরধে উঠে সত্য বলতে হয়, সত্যের জন্য লড়াই করতে হয়। কিন্তু বাংলাদেশে এর উল্টাই ঘটে আসছে, গত ৪৬ বছর ধরে। যারা সরকার এবং যারা সরকারের ছায়া, সকলেই মিথ্যা বলে, স্কলেই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে। নব্য রাজাকার, হায়েনা ও দালালদের খপ্পরে দেশের সাধারণ মানুষ।

ঐক্য তো অনেক দিন ধরে হয়েই, যেমন বাংলাদেশের বত'মান ঐক্য দুই প্রকার।
১/ আওয়ামীলগের নেতৃত্বে জোট সরকারী পক্কের বিএণপি জামাত বিরোধী ঐক্য
২/ বিএণপি-জামাত নেতৃত্বে আওয়ামিলীগ-সরকার বিরোধী ঐক্য -
উভয় পক্ক ঐ ঐক্য থেকে বের হতে পারবে না। আর এখন বিএনপি ঐক্য ঐক্য করছে শুধু জোটের কিছু দলকে অস্বস্থি থেকে বাঁচাতে আর বিএণপি নিজেদেরকে সরকারের কাছাকাছি নিতে চাইছে যাতে পাঠ পযায়ে আইন শৃংখলা বাহিনীর অভিযান ও আটক নিযাতন থেকে নিস্তার পেতে। এ ছাড়া আর কোন ভালো উদ্দেশ্য কারো মধ্যে নাই।

দেশের প্রধান সমস্যা হল কিছু ঠকবাজ রাজনিতি, তাই জাতীয় ঐক্যটা হবে কেমনে ?????

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



বিএনপি ও আওয়ামী লীগ নিজেদের ভেতর যোগাযোগকে জাতীয় ঐক্য মনে করে, ২ দলেই কোন দক্ষ ও শিক্ষিত রাজনীতিবিদ নেই; একটাতে লেফট-রাইট, অনয়টাতে বুড়ো বুড়ো ছাত্রলীগ

২| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৫৬

ইকবাল১৫০২ বলেছেন: যারা ঐক্যর কথা বলছেন, তারা অবাস্তব চিন্তা করছেন। আমাদেরকে নিজেদের মতামত নিয়েই সহবস্তান করতে হবে। ফলাফল যা হচ্ছে সেটাই প্রাপ্য। ভুল করবেন না এটা ভবিতব্য না এটা ঘটনার পরম্পরাই...

৩| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০২

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর মুল্যায়ন । যারা এক্য চাচ্ছেন তারা নীজেরা কি আদৌ ঐক্যে বিশ্বাস করেন , এ বিষয়টা আগে খোলাশা হওয়া প্রয়োজন ।

৪| ২১ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৮

স্পর্শ বলেছেন: আমাদের সমাজের সবচেয়ে দুর্ভাগ্যজনক বক্তব্য হলো- ‘বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?’ অথচ, আমরা যে যার জায়গায় প্রত্যেকেই চাইলে ঘন্টা বাঁধার দায়িত্বটা নিতে পারি। একা না পারলে দু-চার-দশ জন মিলে ঘন্টা বাঁধার দায়িত্ব নেওয়া যায়। আমাদের এই ‘ঘন্টা বাঁধবে কে’ কথাটার সুযোগে ছোট বড় কতো বিড়াল কতো কিছু করে যে পার পেয়ে যাচ্ছে! তার কোনো হিসাব আছে? সৎ ইচ্ছা (সদিচ্ছা লিখলাম না) থাকলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা কোনো ব্যাপারই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.