![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
কিছু ছবি কথা বলে যা মানুষের হৃদয়ে লাগে!
ফেসবুক থেকে সংগ্রহ দুটি ছবি একটা শুধুই ভেবে ভেবে হয়রান হয়েছি আসলেই কি তাদের কাজ এটা আরেকটা ছবি নিয়ে ভেবে ভেবে হয়রান হয়ে কেদেছি হায়রে আজ মানবতা কোথায় ,পৃথিবীতে মানবাধিকার সংগঠনের অভাব নেই। কিন্তু তারা কোন মানুষের অধিকার বাস্তবায়নের জন্য কাজ করে, তা বোধগম্য হচ্ছে না। মানবাধিকার বলতেই তো ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মানুষের অধিকারকে বোঝায়; কিন্তু এখন দেখছি কোনো বিশেষ বিশেষ ধর্মের ও জাতির জন্য মানবাধিকার শব্দটি উচ্চারিত হয়।
অথচ ছবিতে দেখা যাচ্ছে সেই সিরিয়ায় আমার এক বোন ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে! ! আর আরেকটি ছবিতে শুকুরের মিলনের ছবি ভিডিও নিয়ে ব্যাস্ত মিডিয়া ( জানিনা এর সত্যতা কতটুকু)
বিশ্ব বিবেকের টনক নড়বে কখন ??বিশ্ব বিবেক ও মানবতা নীরব !!
আমার জানামতে এই ব্লগে অনেক জ্ঞানি বিজ্ঞ ব্লগার গন আছেন সবার কাছে অনুরোধ যিনিই এই পোস্ট পড়বেন এই দুটো ছবি নিয়ে আপনার মুল্যবান মুক্ত মতামতের আসা করছি আর সেই কমেন্টস নিয়ে পরবর্তীতে আমি একটা পোস্ট করব! !
[
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
মামুন সাখী। বলেছেন: বিশ্ব মানবতার ঐক্য ও শান্তির পথ একটাই,(পর্ব-১)
3G-Exam Election Plan (3G-E.E.P)
( অর্থাৎ তৃতীয় প্রজন্ম পরীক্ষার মাধ্যমে নির্বাচনী কৌশল গ্রহন করবে।)
বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন < http://www.somewhereinblog.net/blog/Mamunsakhi
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছুই বলার নেই। আমাদের দেশে গরীব দেখলেও মন কাঁদে। নিজের দেশ নিয়ে চিন্তায় থাকি সবসময়। কবে আমরা উন্নত জাতি হব। কবে আমরা দুর্নীতিমুক্ত হব...
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২১
ধ্রুবক আলো বলেছেন: মানবতা আজ বিপন্ন!!! বিশ্বে যতই মানবাধিকারের সংস্থা থাকুক না কেন ওরা এইসব সংস্থা করে ধান্দাবাজি করার জন্য! না হলে কোটি মুসলমান মা বোন ভাই বাবারা এমন নির্দয় ভাবে প্রান হারাতো না, কেউ না খেয়ে থাকতো না, কেউ এইভাবে আস্তাকুড় হতে খাদ্যের যোগান করতো! বলতেও নিজের কাছে খারাপ লাগে,,,,
হায়রে আজ মানবতা কোথায়?
পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ না হলে বিষয় টা হয়তো এখন জানতে পারতাম না!
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৩
স্পর্শ বলেছেন: ধন্যবাদ সবাইকে যারা মন্তব্য করেছেন আর আমার পোস্টটি পড়েছেন! !
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
সিরিয়ায় যা ঘটেছে, এটা অনেক মুসলমান দেশে ঘটেছে ও ঘটবে; সিরিয়ায় মুলত: বাশারের(শিয়া) বিপক্ষে যুদ্ধে নেমেছিল সুন্নীরা। বাশারের পক্ষে কুর্দি ও শিয়া মিলিশিয়ারা, অন্য পক্ষে সুন্নীরা, আইএস ও আমেরিকা; দেশ শেষ, লাখ লাখ মানুষ নিহত; এটা ইসলামিক গৃহযুদ্ধ।
এখন বাশারের পক্ষে রাশিয়া যুদ্ধ করছে, মানুষ মরছে; তবে, ট্রাম্প যদি না জড়ায়, যুদ্ধ শেষ হবে। এখনো আপনি দোয়া করেন; আপনি কোনটা চান, বাশারের বিজয়, নাকি সুন্নীদের বিজয়? সেই অনুসারে দোয়া করেন!