![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
ছবি ব্লগঃআমার ভাল লাগা
যদিও ছবি গুলি আমি উঠাইনি কিন্তু আমার ভাল লেগেছে তাই সেয়ার করলাম ।
ডিঙি নৌকা নিয়ে খালে মাছ ধরছেন এক জেলে। ছবিটি গত মঙ্গলবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
চুপি চুপি খেজুরের রস খাচ্ছে কাঠবিড়ালি। ছবিটি গত মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার ঈশানপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
ঘাসের মাঝে খাবারের খোঁজে ছুটোছুটি করছে একটি তিলা ঘুঘু। ছবিটি গত বুধবার সকালে পাবনা পদ্মা নদীর চর থেকে তোলা। ছবি :হাসান মাহমুদ
গম বোনা হবে, তাই লাঙল দেওয়া জমির মাটি মই দিয়ে সমান করা হচ্ছে। ছবিটি গত বুধবার ভোরে কিশোরগঞ্জ সদরের কাটাবাড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
ভোরের আকাশে উড়ছে একঝাঁক পাখি। ছবিটি গত বৃহস্পতিবার লন্ডন থেকে তোলা। ছবি: রয়টার্স
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া গ্রাম সংলগ্ন এলাকায় সরিষার ফুলের সমারোহ। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এনামুল হক
পথের ধারে ফুটে আছে বুনোফুল। ছবিটি গত বুধবার দুপুরে পাবনার সদরের নাজিরপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
শোভাবর্ধন করেছে বাগানবিলাস ফুলে। ছবিটি রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট এলাকা থেকে গত বুধবার সকালে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
নদীর ওপর বরফের পাতলা স্তর ভেঙে পড়ে গিয়েছিল শেয়ালটি। আর উঠতে পারেনি। পরে প্রাণহীন শেয়ালটির ঠাঁই হয়েছে বরফের আস্ত চাঁইয়ের ভেতর। জার্মানির দক্ষিণাঞ্চল থেকে ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: এএফপি
পদ্মার চরে কাঠের ছোট্ট বাক্সের মধ্যে পানির জগ রেখে সেটি রশি দিয়ে টানছে এক শিশু। ছবিটি গতকাল শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩
আহলান বলেছেন: স্পর্শকাতর ...ছবিগুলো !
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪
খোলা মনের কথা বলেছেন: লাঙল দেওয়া জমির মাটি মই দিয়ে সমান করা হচ্ছে। ছবিটি দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল। আমিও অনেক মইয়ের উপর ওঠেছি। প্রথম দিনতো ভয়ে কেঁদে দিয়েছিলাম। পরে দেখে ইনজয় করার মত। খুব মজা পেতাম মইয়ের উপর ওঠলে.....
ছবিগুলো জীবান্ত ছিল। শেয়ালের ছবিটি মর্মান্তিক....
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: পছন্দ হইছে
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
রিকতা মুখাজীর্র্ বলেছেন: দারুন ছবি গুলো।এইটা আপনি হ্বদয় স্পর্শ করতে পেরেছেন।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২
সুমন কর বলেছেন: শেষের দুটো ছবি ভালো লেগেছে।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৮
ধ্রুবক আলো বলেছেন: সব গুলো ছবি দারুন, ২য় ছবিটা বেশিই অসাধারন....!
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩
জীবন সাগর বলেছেন: ছবিও কথা বলে!
আপনার ছবিগুলো যেনো তেমনই জানান দিচ্ছে।
ভাল লাগলো
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬
অগ্নি সারথি বলেছেন: সুন্দর সব ছবি!
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮
মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে সব ছবি !
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫৭
সায়েদা সোহেলী বলেছেন: সব গুলো ছবির ই আলাদা আলাদা সৌন্দর্য, মায়া আছে,,,,
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭
জুন বলেছেন: অসাধারণ ফটোগ্রাফি স্পর্শ। প্রিয় প্রানী কাঠবেরালির রস খাবার ছবিটা দেখে যতটুকু মজা পেলাম শেয়ালের ছবিটা দেখে ততটাই দু:খ।
+
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো ভাল লেগেছে
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: শেয়ালের ছবিটা নেটে দেখার পর থেকেই মন খারাপ ছিল।
সুন্দরসব ছবি শেয়ারের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:

দারুন ছবিগুলো !
শীতের দিনগুলো একটু মজার হয় .....মিষ্টি রোদ ।