![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
জীবন চলার বাস্তব কিছু কথা ভাবুন তো একবার
(সকলের কাছে অনুরোধ একবার পড়ুন এবং ভাবুন বাস্তবে মিলে কিনা? ?)
প্রতিদিনই ফিরে আসি নিজের গন্তব্যে অথচ আজ পর্যন্ত জানতে পারলামনা কাজ করার জন্য বেচে থাকি না বাচার জন্য কাজ করি! ! ছোট বেলায় বার বার সবাইকে প্রশ্ন করা হত বড় হয়ে কি হবে? ? এখন সেই জবাব পেয়েছি আবার বাচ্চা হব! ! আমি ক্লান্ত হয়ে পরেছি জীবনের নওকরী থেকে! ! হে জিন্দেগী এখন ভালই হবে তুই আমায় হিসাব করে দে! !
বন্ধুদের সাথে চলা ফেরায় এই বাস্তবতায় ফিরেছি নিশ্চয় তারা অকর্মা খারাপ ছিল কিন্তু আলোর পথ তার থেকেই পেয়েছি ....পকেটের টাকা দিয়ে তারা আমায় দুনিয়া চিনাইছে আর খালি পকেটে নিজেকে!
যখন টাকা উপার্জন করা শুরু করলাম তখন বুঝে আসল, শকতো মা বাপের টাকা দিয়ে তো পুর্ন হয় ,কিন্তু নিজের টাকা দ্বারা তো প্রয়োজনাদি পুর্ন হয় ! তারপরও যদি হাসি না আসে তবুও হাসতে হয়, কেহ জিজ্ঞাসা করে কেমনে আছ? ? ভালই আছি বলতে হয় বন্ধু গন এটা হল জীবনের ড্রামা! !এখানেই সবাইকে নাটক করতে হয়! ! আগুনের প্রয়োজন হয়না এখানেতো একে অপরের দ্বারা জ্বলে পুরে ছাই হয় !!
পৃথিবীর বিজ্ঞানি সাইন্টিসরা খুজে ফিরছে চাদেঁ জীবন আছে না নাই! !কিন্তুু মানুষ খুজেনা জীবনে শুখ আছে না নাই !!
ঘুম আর মৃত্যুর মাঝে পার্থক্য কি? ? কেহ এর সুন্দর জবাব দিয়েছেন "ঘুম হল অর্ধেক মৃত্যু আর মৃত্যু হল পরিপূর্ণ ঘুম! !
জীবন তার গতানুগতিক ভাবে চলে কিন্তু তার প্রতিনিধিরা হল জানাজা স্বরুপ ,সকাল হয় সন্ধ্যা হয় কারো কেদে কেদে জীবন যায় আবার কেহ হেসে হেসে তার অন্তরের কষ্ট মিটায়! !
কতই না নিদর্শন স্রষ্টার জিন্দা মানুষকে পানিতে ডুবাই আবার মুর্দাকে পানিতে ভাসায় । ব্যাস বন্ধু জীবন একটা বাস কন্ট্রাক্টারি হয়ে গেছে প্রতিদিনের সফর কিন্তু গন্তব্য কোথাও না । প্রত্যেকটি প্রশ্নের জবাব আমি খুজে ফিরি এবং নিজের রুমে প্রবেশ করতেই জবাব মিলে গেছে ,ঘরের ছাদ আমায় বলছে উচু চিন্তা রাখ ,ফ্যান বলল ঠান্ডা দেমাগে কাজ কর , ঘরি বলল তোমার প্রতিটি মিনিট দামি , আয়না বলল কোন কিছু করার পুর্বে নিজে নিজে চিন্তা করে দেখ , জানালা বলল দুনিয়াটাকে দেখ , ক্যালেন্ডার বলল আপ টু ডেট থাক , দরজা বলল নিজের উচ্চতার স্বিরিকে পাওয়ার জন্য পুর্ন শক্তিতে জোর লাগাও ।
রেখা মানুষের কপালে থাকে তাহলে ভাগ্যই পাল্টে যায় আর যদি রেখা জমিনে টানা হয় তাহলে সিমানা হয়ে যায় আর যদি চামড়ায় টানা হয় তাহলে রক্তই বের হয়ে যায় ।আর আত্নীয়তার মাঝে টানা হয় তাহলে দেয়াল সৃষ্টি হয়ে যায় ।
একটাকায় একলাখ হয় না কিন্তু যদি একলাখ থেকে একটাকা হারিয়ে যায় তাহলে আর একলাখ থাকেনা .
হে বন্ধুগন আমি আপনি একলাখের মাঝে ঐ একটাকা ,তা সযতনে রাখবেন আর বাকিসব মিথ্যা আর ধান্ধাবাজি ।
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
স্পর্শ বলেছেন: তাহলে কি আছে ???
২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পৃথিবীর বিজ্ঞানি সাইন্টিসরা খুজে ফিরছে চাদেঁ জীবন আছে না নাই! !কিন্তুু মানুষ খুজেনা জীবনে শুখ আছে না নাই !!
চাঁদে মানুষ অনেক আগেই পৌছে গেছে সেখানকার অজানা বা জানার মত অবশিষ্ট কিছুই নেই এবং যে ব্যক্তি জীবনে সুখ আছে কিনা নেই এটা খোঁজে না সে মানুষের কাতারের মধ্যে পরে না!
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
প্রশ্নবোধক (?) বলেছেন: আপনার লেখাটার মাঝে দার্শনিক ভাব আছে। ভালই, চালিয়ে যান।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪
ANIKAT KAMAL বলেছেন: এর চেয়ে বড় সত্য অার কি হতে পারে
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
তারেক ফাহিম বলেছেন: উক্তিগুলো পড়ে একটু নড়ে চড়ে বসলাম আসলেই তো ঠিক
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
কাছের-মানুষ বলেছেন: লেখাটার বিষয়বস্তু সুন্দর । আরেকটু সময় নিয়ে গুছিয়ে লেখা যেত মনে হয় !
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
পড়েছি, পড়ার মতো কিছু নেই।