নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পর্শ করতে চাই তাকে, কিন্তু পারিনা তবুও চেয়ে তার পথ ছুয়ার আসায় ।

স্পর্শ

স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।

স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউস............।পবিত্র কাবা শরিফে আগুন লাগানো চেষ্টা !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭



ব্রেকিং নিউস





পবিত্র কাবা শরিফে আগুন লাগানো চেষ্টারত অবস্থায় এক কুলাংগার কে গ্রেফতার করেছেন সৌদি আরব পুলিশ ..……

সুত্র
Haramain



পবিত্র কোরআনে সূরা ফিলে এরশাদ হচ্ছে, ‘আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সঙ্গে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের ওপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। যারা তাদের ওপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদের ভক্ষিত তৃণসদৃশ করে দেন।

যারাই পবিত্র কাবা শরিফ কিংবা হজ ও ওমরাহর কাজে বাধা দিবে তারাই আল্লাহর নীরব শাস্তির সম্মুখীন হবে। আল্লাহর ক্ষমতার সঙ্গে নিজেকে তুলনা করলে আল্লাহপাক তাকে নিমিষেই ধ্বংস করে দেন। যেমন ফেরাউনকে পানি দিয়ে, নমরুদকে মশা দিয়ে এবং আবু জাহেলকে ছোট্ট ছোট্ট দুজন বালক দিয়ে শেষ করে দিয়েছেন। আল্লাহর ক্ষুদ্র সৃষ্টির যদি এত ক্ষমতা থাকে, তাহলে আল্লাহর বড় বড় সৃষ্টির কতই না ক্ষমতা থাকতে পারে। আর সৃষ্টির যদি এত ক্ষমতা থাকে তাহলে আল্লাহর কত বেশি ক্ষমতা রয়েছে। তা একটু চিন্তা করলেই আমাদের বুঝে আসবে। আল্লাহপাক আমাদের দীনের সঠিক পথে পরিচালিত করুন। আমিন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

হাতুড়ে লেখক বলেছেন: পুলিশ দিয়া কেমনে নিরব শাস্তি দিল? আরশে উঠায়া কিংবা একেবারে নরকে নিয়া ছুড়ে ফেললে না বুঝতাম নিরব শাস্তি পাইসে লোকটা!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

স্পর্শ বলেছেন: আরে মিয়া পাইলেন কোথায় পুলিশ তারে শাস্তি দিছে এখানে লিখা আছে ???

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঘটনা সত্যি হলে যথাযথ তদন্তের মাধ্যমে আসামীকে সৌদি আরবের প্রচলিত আইনে শাস্তি নিশ্চিত করা হউক।
তবে, এ ঘটনা নিয়ে সুন্নি-শিয়া কিংবা সৌদি আরব- ইরান যেন রাজনীতি করতে না পারে সেটাই প্রত্যাশা।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার সূত্র অনুযায়ী ক্লিক করে দেখলাম। তবে, আগুন লেগেছে কিনা তা স্পষ্ট নয়। তবে, সে অপরাধ করেছে এবং তাকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে এটা বুঝা যাচ্ছে। তবে, ভিডিওর ধরণ অনুযায়ী বুঝা যায় সে অপরাধী। তার যথাযথ বিচার করে শাস্তি নিশ্চিত করা উচিত।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

এবিএম বাকী বলেছেন: কাবা ধ্বংস করতে গেলে নিজেরাই ধ্বংস হয়ে যাবে..

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪

জাহিদ হাসান বলেছেন: এরকম কাজ নিন্দাজনক।
কোন ধর্মের উপাসনালয়ে আগুন লাগানো, ভাংচুর ইত্যাদি কাম্য নয়।
কোন সভ্য মানুষ এত বড় অসভ্য কাজ করতে পারে ।
যে করেছে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৫

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ও ভাইজান ! ক্বাবা শরীফ কি ছনের ছাউনি আর খেজুর পাতার বেড়া নাকি ? খোঁজ নিয়ে দেখেন ওই লোকটা আসলে গোপনে বিড়ি খাইতে চাইছিলো !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৮

স্পর্শ বলেছেন: আপনার মন্তব্যটি জনাব একটু মাথা মোটা ধরন হল না? ?

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৪

অতঃপর হৃদয় বলেছেন: আল্লাহপাক আমাদের দীনের সঠিক পথে পরিচালিত করুন। আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.