![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
ফেসবুকে আমার এক আপুকে বলেছিলাম আমাকে যেন একটি ভাল নম্র ভদ্র মেয়ে খুঁজে দেন যাকে আমি জীবন সঙ্গী বানাব তিনি আমাকে সেরকম একটা মেয়ে খুঁজে দিয়ে ছিলেন এবং তার সাথে অনেক দীর্ঘ দিন পর্যন্ত কথা হয়েছে অনলাইনে।
আমার তাকে খুব পছন্দ হয়েছিল তার চারিত্রিক গুণাবলী দেখে তাই সিন্ধান্ত নিয়েছিলাম তাকে বিয়ে করব !! এবং সে IT নিয়ে এক প্রাইভেট ভার্সিটিতে পড়তে ছিল ! আমি আমার ফ্যামিলিকে বললাম একথা তখন মা বললেন ভিন্ন কথা যাক তিনি এই মেয়েকে বিয়ে করাবেন না সিদ্ধান্ত নিলেন কিন্তু আমি মেয়েটিকে কিছু বলেনি তবে ভিবিন্ন কথা বার্তায় বুঝিয়েছি যে আমার ফ্যামেলি অনেক কাজেই আমার বিরোধিতা করে তারপরেও আমি তাদের অমতে কোন কাজ করিনা। মেয়েটি আমার সাথে কথা বলার জন্য তার জমানো টাকা থেকে বেশ মোটা অংকের টাকা দিয়ে ফোন কিনে, বেশ কিছুদিন কথাও হয় তার সাথে মোটা মুটি ফ্রি হয়ে যায় দুজনা। ভিবিন্ন সময় ভিবিন্ন বিষয় নিয়ে কথা হয় আমাদের মাঝে ফোন না দিলে কৈফিয়ত দিতে হত একে ওপরের কাছে। আমি তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম সেও হয়তো, কিন্তু একদিন আমাকে বললো এভাবে সম্পর্ক রাখা যাবেনা সে আসলেই সেদিন সম্পর্ক ভেঙে চলে গেছিল কিন্তু আজ ও তাকে আমি ভুলতে পারেনি মনের মাঝে আজও গেটে আছে তার ভাল বাসা। কিন্তু আমি অপারগ ছিলাম তাকে বিয়ে করতে, আমি বাহিরে থাকি আর এর মাঝে দেশেও গিয়েছিলাম কিন্তু অভিমানে হয়তো তার সাথে দেখাও করিনি সে বলেছিল তুমি এসে আমার ফেমিলির সাথে কথা বলে আমাকে নিয়ে যাও। কিন্তু সে বলেছিল সাথে যাতে আমার ফ্যামিলিকে নিয়ে যাই কিন্তু তাকে কিভাবে বলব যে ফ্যামিলি যাবে না আমার সাথে।
প্রায় বছর হতে চলল কিন্তু তার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছিনা তাকে বললে সে বলে মন থেকে ডিলিট করে দাও। তাকে কি করে বুঝব তুমি ছাড়া আমার জীবন বৃথা , তাকে ভুলাই বড় কঠিন।
যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না। কার বেশি ভুল ছিল জানি না, হয়তো তোমার, নয়তো আমার!! একাকীত্ব আর নিরাবতা কে সাক্ষী রেখে, এইটুকু বলতে পারি, আজও অনেক মিস করি তোমায়..সমগ্র পৃথিবীকে আলোকিত করার জন্য, যেমন একটা সূর্যই যথেষ্ট। তেমন একটা জীবনকে, সুন্দর, সুখী আর আনন্দময় করার জন্য একজন সুন্দর মনের জীবন সঙ্গীই যথেষ্ট। একটা সুন্দর মনের ভালবাসা দিয়ে, তোমার জীবনে অপূর্ণ ভালবাসাকে, পূর্ণ করতে পারে। কেউ যদি অবহেলা করে তোমাকে দূরে সরিয়ে রাখে, তখন তুমি তার কোন প্রতিবাদ করো না, বরং নিঃশব্দে দেখে যাও সে তোমাকে ছাড়া একা চলতে পারে কিনা, যদি সে সত্যিই তোমার আপনজন হয়ে থাকে তাহলে সে ফিরে আসবে এবং তার ভুল বুঝতে পারবে। আর যদি ফিরে না আসে, জেনে নিও সে কখনোই তোমার ছিলো না “যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য প্রদান করেন। আর আল্লাহ কাউকে ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত কোন কিছু প্রদান করেননি।” (____বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) !!) যখন কেউ কারো জন্য কাদে , সেটা হল আবেগ. যখন কেউ কাউকে কাদায়, সেটা হল প্রতারনা. আর যখন কেউ কাউকে কাদিয়ে নিজেও কেদে ফেলে ...!! সেটা হল প্রকৃত ভালবাসা!!একটা রিলেশন করতে হলে অনেক কিছু সহ্য করতে হয়। অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেই রিলেশন টিকে থাকে তাকেই বলে ভালবাসা। রিলেশনে অনেক অপেক্ষা করতে হয়। আর এই অপেক্ষা এর ওজন অনেক বেশি। সবাই এই অপেক্ষা এর ওজন সহ্য করতে পারে না। মাঝে মাঝে নিজের মন খারাপের কারন নিজেরই অজানা থাকে| [_____এলটন ডি] "ভালোবাসার চেয়ে যুদ্ধে যাওয়া ভালো। কারন যুদ্ধে তুমি হয় বাঁচবে না হয় মরবে, কিন্তু ভালোবাসায় না পারবে বাঁচতে না পারবে মরতে।"[ ___এডলফ হিটলার] আমি জানি আমি তোমাকে খুব বিরক্ত করি কিন্তু যেদিন আমি তোমাকে বিরক্ত করবনা সেদিন তুমি আরও বেশী বিরক্ত হবে! ______ কিছু অপ্রিয় সত্য ______ » একশ টাকা মসজিদে অনেক বড় কিন্তু শপিংমলে অতিক্ষুদ্র । » মসজিদে দু'ঘন্টা ইবাদত খুব দীর্ঘ কিন্তু বিনোদন অনুষ্ঠানে দুই ঘন্টা খুবই সামান্য । » কুরআনের একটি পৃষ্ঠা পড়া খুব কষ্টকর কিন্তু দুইশ পৃষ্ঠার উপন্যাস পড়া খুব সহজ । » ঘন্টার পর ঘন্টা গান শুনতে বিরক্ত লাগে না কিন্তু জুমআর খুতবা শুনাটা খুব বিরক্তিকর। "মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা আপনারা পুরুষরা কখনোই বুঝবেন না।"[ _____হুমায়ূন আহমেদ] প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষ মানুষ আসে। সেই মানুষটি জীবনে এসে হয় অগোছালো জীবন গুছিয়ে দেয়, না হয় গোছালো জীবনকে অগোছালো করে দেয় |[ ___হুমায়ূন আহমেদ] ভালোবাসা এমন একটা সম্পর্ক ,যা সুখ হয়ে চলে আসে,আর দুঃখ হয়ে চলে যায়| ভালোবাসার সুখ টা হয় ক্ষণিকের, আর দুঃখ টা হয় সারা জীবনের| [______জন হার্বার] মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে, যেন তার কাছে তোমার কোন মুল্য নেই ! "রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাদেঁ, তাকে ফেলে যেওনা. যদি যাও.! তবে তা হবে পাপ। "ধৈর্য্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার ।" ---<মহানবী (সঃ) ইতিহাস পড়ে দেখ, প্রেমিকরা চিরকাল ফ্যা ফ্যা করে বেড়ায় । কিন্তু লম্পটদের কখনও মেয়ের অভাব হয় না । মেয়েরা মাইরি লম্পটদেরই ভালবাসে !![ ---সঞ্জীব চট্টোপাধ্যায়] যার কথার চেয়ে কাজের পরিমান বেশী, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ, যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। ফেলে আসা দিনগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বেশি সুন্দর হয়। যেমন ধরুন আপনার স্কুল লাইফ। সত্যিই সেই দিনগুলো দারুন ছিলো। [—হুমায়ূন আহমেদ] "পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালবাসতেন সে জানত, এখনও ভালবাসেন কিন্তু সে জানে না"। ভালোবাসা সৃষ্টি হয় একটি গোলাপ থেকে, গভীর হয় মিষ্টি কথাতে, টিকে থাকে ঘর বাধার আশাতে, আর শেষ হয় ভুল বোঝা বুঝিতে...... জীবনের সব চাইতে বড় পাওয়া, যে আপনার সব ভুল ত্রুটি জানার পরও আপনাকে ভালবেসে যায়। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, যদি একবার বলো যে আমি তোমাকে ভালোবাসি। আমি সারা জীবন তোমার দুঃখের ভাগিদার হবো, যদি একবার বলো যে আমি তোমাকে কোনো দিন দুঃখ দিবো না । আমি সারা জীবন তোমার হাঁসির কারন হবো, যদি একবার বলো যে আমি হাঁসতে চাই । আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাবো না, যদি একবার বলো যে আমি শুধু তোমার। আমি শুধু তোমাকে পাগলের মতো ভালোবাসবো, এতো টাই ভালোবাসবো যে কেউ কাউকে এতো টা ভালোবাসে নি, যদি একবার বলো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এ দুঃখের কারণ হয়ে দাড়ায়| ___ শেক্সপীয়ার•••
তোমার অমন উদাসিন উত্তরে আমার অনেক কষ্ট হচ্ছিল তখন , মনে হচ্ছিল মরে যাই , দূরে কোথাও চলে যাই , অথবা সরে গিয়ে আসি এই ভার্চুয়াল জগত থেকে এবং সরেও গিয়েছিলাম তারপরেও আবার ফিরা ।আমি যদি ষোল-বিশ বছরের কোন যুবক হতাম তবে সেরকম হয়তো ঘটেই যেত !
আমি অনেকক্ষন খুজতে চেষ্টা করলাম , আমার ভুল কোথায় ?কেন এমন হচ্ছে !!!
বিশ্বাস কর কোন উত্তর পাইনি নিজের কাছ থেকে ! তারপরও শুধু এইটুকু জানি ,আমি একজন "পুরুষ" পরিণত সিদ্ধান্ত নেয়ার বয়স আমার তাই ,আমি কিছুতেই, কোন কিছুর বিনিময়েই , তোমাকে হারাতে পারবোনা ।
আর হে মানবি তোমাকে বলছি, তুমি শোন !! আমার কথা গুলি আমি হয় ত চেষ্টা করব তোমার সাথে চ্যাট না করার .........।
আজ একা দেখে যাই শেষ গোধুলির বালুচরে তোমার সব কথা লুকিয়ে আছে আজও আমার মনের অগচরে | মহাব্যস্ত তুমি খুজে নিয়ো কি আছে আত্মার মাঝে অপূণ কথার মায়াজালে আকা কোন এক শূন্য আকাশে || অভিলাষিত বৃষ্টির মাঝে তুমি আবার সাড়া দিওনা লেখা মহাকাব্যের শেষে তুমি আর সাড়া দিও না সাড়া দিওনা ...সাড়া দিওনা ...সাড়া দিওনা , শেষ প্রতিক্ষার বেলায় শুকনো গোলাপ হাতে তোমার দেওয়া ফেসবুক ইনবক্সের মেসেজ পড়ি আমি অবসরে..|
অনেকেই বলে কাউকে ভুলে যাওয়া খুব সহজ। তাদের মতে, যাকে ভুলতে চাও প্রথমে তার নাম্বার ডিলিট করে দাও, ফেসবুক থেকে ব্লক করে দাও, তার কাছ থেকে দূরে থাকো, তারপর একসময় সময়ের পরিবর্তনে তুমি তাকে ভুলতে পারবে। কিন্তু, যখন হাতে র কাজ শেষ করে রেস্টে যাও, তখন সেই মানুষটির কথা মনে হলে তুমি কি করে তাকে ভুলবে? প্রতিদিন ডিউটিতে গেলে সেই মানুষটির কথা মনে হলে তুমি কি করবে? ঘুমানোর পর স্বপ্নে সেই মানুষটি তোমার মাঝে জেগে থাকলে তুমি কি করবে? কোন রোমান্টিক নাটক দেখলে সেই মানুষটির কথা মনে হলে তুমি কি করবে? কোথাও ঘুরতে গিয়ে, বন্ধুরা যখন তাদের জিএফ নিয়ে ফোন কলে বিজি থাকে তখন সেই মানুষটির কথা মনে হলে তুমি কি করবে? আবার কখনো কখনো সেই মানুষটি সামনে এসে পড়লে তুমি কি করবে? যখন সেই মানুষটি তোমার হাতের ঘামে, মনের মন্দিরে, রক্তের প্রতিটি কণিকায় বিচরণ করে, তখন সেই মানুষটিকে কি করে ভুলবে?
পারবও না -তোমাকে কত বার বললাম।আবারও অনুরোধ করছি।আমাকে ভুলে যাও।
আমাকে ছেড়ে চলে গেলে কেন?-ধরে রাখতে পারো নি বলে -আমি তো চেষ্টার কমতি রাখি নি। -হয়ত তা যথেষ্ট ছিল না -কিন্তু আমিই কেন কষ্ট পাবো?তুমি তো চলে গিয়ে বেঁচে গেলে। -তোমার কি মনে হয় আমি শান্তিতে আছি তার ফোঁপানোর শব্দ পাওয়া গেল। আমার চোখ দিয়েও পানি ঝরছে। -তোমাকে স্পর্শ করতে পারি? -আমাকে আর স্পর্শ করতে পারবে না।
মাহমুদ ইবনে হাবিব
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
স্পর্শ বলেছেন: কিছু অভিনয় আর কিছু মিথ্যা মানুষের কথার দ্বারা বুঝা যায় কিন্তু তার মাঝে এমন কিছু আমি উপলব্দি করতে পারিনি। আর হারানোর ব্যাপারে দুশ টা আমারই বেশি ছিল।
আর ভুল গুলি শুধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩
ওমেরা বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার এটা কি গল্প, প্রবন্ধ নাকি আত্মকথা বুঝা গেল না ।
........এবং তার সাথে অনেক দীর্ঘ দিন পর্যন্ত কথা হয়েছে অনলাইনে। আমার তাকে খুব পছন্দ হয়েছিল তার চারিত্রিক গুণাবলী দেখে তাই সিন্ধান্ত নিয়েছিলাম তাকে বিয়ে করব !! - এই চারিত্রিক গুণাবলি কি বাস্তবে দেখেছিল ছিলেন নাকি অনলাইনে। যদি অনলাইনে হয়ে থাকে তবে তা মিথ্যা হওয়ার সম্ভাবনা ৯০%। আর যদি বাস্তবে দেখে থাকেন তা অভিনয় হওয়া সম্ভাবনা ৯০%।
১০০% একমত ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭
বিজন রয় বলেছেন: সত্যি হলে সত্যি, মিথে হলে মিথ্যে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১
স্পর্শ বলেছেন: সত্যি বাস্তব , ধন্যবাদ
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
নতুন নকিব বলেছেন:
কত দিন পরে আপনাকে পেলাম। ভাল লাগল।
ভাল থাকার কামনা থাকল।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩
স্পর্শ বলেছেন: আপনাকেও দেখে আমারও ভাল লাগল ধন্যবাদ ।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২
খোলা মনের কথা বলেছেন: আজও সেই মায়াবিনী কে ভুলতে পারিনি !!!!
আপনি যে ভুলতে পারেননি সেটা কি তিনি জানেন!!!! না জানলে জানিয়ে দিন। লাইফ তো একটাই!!! আপনি কষ্ট করবেন আর একজন এখানে সেখানে পিৎজা, ফুসকা খেয়ে বেড়াবে সেটি কেমন দেখায়!!!!
আর এটি না পারলেও দেখে শুনে বিয়ে করে ফেলেন আর এটাই সবথেকে ভাল উপায়!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
স্পর্শ বলেছেন: জানেন তারপরেও কোন প্রতিক্রিয়া নেই বলেন ভুলে জান মন থেকে ডিলিট করুন
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪
গেম চেঞ্জার বলেছেন: আপনি হইলেন পুরাই একটা ভুজুং ভাজুং মানুষ! হুদাই জীবনটা অপচয় করছেন। যদি নিজের ফ্যামিলির ব্যাপারটা বুঝেও আরেকজনকে জড়িয়ে নিলেন তবে কেন ফ্যামিলির সাথে ব্যাপারটা মিটমাট করতে পারলেন না!
যদি নাই পারবেন তবে কেন আরেকটা মানুষকে হুদাই আবেগের বশে জড়াইছেন!
টোটালি রাবিশ!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
স্পর্শ বলেছেন: এটাই সব চাইতে বড় ভুল !!
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মায়াবিনীদের ভুলা যায় না ভাই।
ভালোবাসার চেয়ে যুদ্ধে যাওয়া ভালো.....
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
স্পর্শ বলেছেন: রাইট জনাব ।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫
ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসলে ভুলে যায় না!! খুব কষ্ট।
টাইপো গুলো ঠিক করুন।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ আমার হৃদয় স্পর্শ করল।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার এটা কি গল্প, প্রবন্ধ নাকি আত্মকথা বুঝা গেল না । তবে, আপনার কিছু টাইপো আছে;
যেমন: ভিবিন, বিরুধিতা, মাজে, কাদে, ডিউতে গেলে ইত্যাদি। আশা করি কারেকশন করে দিবেন।
আর একটা কথা,
........এবং তার সাথে অনেক দীর্ঘ দিন পর্যন্ত কথা হয়েছে অনলাইনে। আমার তাকে খুব পছন্দ হয়েছিল তার চারিত্রিক গুণাবলী দেখে তাই সিন্ধান্ত নিয়েছিলাম তাকে বিয়ে করব !! - এই চারিত্রিক গুণাবলি কি বাস্তবে দেখেছিল ছিলেন নাকি অনলাইনে। যদি অনলাইনে হয়ে থাকে তবে তা মিথ্যা হওয়ার সম্ভাবনা ৯০%। আর যদি বাস্তবে দেখে থাকেন তা অভিনয় হওয়া সম্ভাবনা ৯০%।