নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পর্শ করতে চাই তাকে, কিন্তু পারিনা তবুও চেয়ে তার পথ ছুয়ার আসায় ।

স্পর্শ

স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।

স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

আজও সেই মায়াবিনী কে ভুলতে পারিনি !!!! (২)

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:২৩



দেখিলাম, আমার সম্মুখে এক অপরূপা
দৃশ্য, স্বর্গীয় অপরূপা অপ্সরিদের সবটুকুর
সৌদুর্য্য নিয়ে আমার সামনে আকাবাকা
মেটু পথে দণ্ডায়মান হৃদয়য়ের প্রিয়া ।
চুখের সামনে কর্নঝরা ঝর্নাধারা, মুখে
ভুবন বিজয়ী হাসি, দুহাত ভরা তাজা গোলাপ,
আমি নির্বাক, নিস্পন্দন ভাবে তাকিয়ে রইলাম
তার স্বর্গীয় শ্রী অপ্সরির মুখের দিকে, স্মরন নাই
দুজনের বর্তমান অবস্থান, প্রত্যেকে হারিয়েছি
নিজেকে কারু মনে নেই এটি একটি জনপথ,
পৃথিবীর সবটুকু লজ্জা এসে তার নয়নপুত্তুলি
ঢেকে ফেলল , আনত নয়নে আমার অন্তর হাহাকার
মনে হল পুর্নশশি মেঘের আড়ালে ডাকা পরল।

কেন তাকে দেখেই এমন বেকারার পেরেশান ?
তাকে সব কিছু খুলে বলতাম ,কিন্তু কোন শক্তি
তার এ জবান দাবিয়ে রাখল ,এভাবে সে আমার
থেকে অনেক স্বতন্ত্র, জেনে শুনেও কেন নিজেকে তার
পদে সপে দিতে ব্যার্থ চেষ্টা করলাম !!

হয়তো তুমি অনুভব করতে পারবে না তারপরও বলি "আমি না থাকলেও আমার ভালোবাসা তোমার সাথে ছায়া হয়ে থাকবে সবসময়” । যদি অবসরে আমার কথা মনে পরে তাহলে ঐ যে সুবিশাল নীল আকাশ টা দেখছ ওটার দিকে চোখ মেলে দেখবে,আর যদি ঐ আকাশ টা মেঘে ঢেকে থাকে তাহলে রাতের তারাদের দিকে তাকাও দেখবে আমার অস্তিত্ব। আর মনে রেখো আমি তোমায় আলো দেব ঐ পূর্ণ চাঁদের মতো। পাশে থাকবো ছায়ার মতো করে।ছাতা মত তোমাকে রোধ ও বৃষ্টি থেকে সবসময় রক্ষা করে যাব । হয়তো তুমি সেটি অনুভব করতে পারবে না। না হয় … না হোক অনুভব। আকাশ যেমন এই পৃথিবীকে আভরণ দিয়ে আগলে রেখেছে ঠিক আমি ও তো তোমায় আগলে রেখতে চেয়েছিলাম ঐ আকাশের মতো করে… পৃথিবী(তোমার) অবলোহিত মিষ্টি রশ্মি প্রতিদান হিসাবে না দিলেও আমার বিন্দুমাত্র আফসোস হবে না... আমি তোমায় সবসময় আগলে রাখব সবসময় যেন অসহিস্নু কোন রশ্মি তমার ক্ষতি করতে না পারে ...নিজে ক্ষত বিক্ষত হব অবিরত কিন্তু তোমাকে তা কক্ষনো বুঝতে দিব না ... এটাই আমার ভালোবাসা ......... কত স্বপ্ন ছিল জিএফ নিয়ে রাত জেগে সুন্দর সুন্দর স্ট্যাটাস লিখব ... নাহ! সবার কপালে জিএফ জুটে না... ভবিষ্যতে আর সম্ভাবনাও নাই ... কারন এখন বড্ড ক্লান্ত হয়ে গেছি ... ডানা অনেক আগেই ভেঙ্গে ফেলেছি ... তাই এই ভার্চুয়াল জগতে আর কোন স্ট্যাটাস লিখছি ্না ... দুঃখ নাকি শেয়ারে কমে তাই করলাম । হয়ত ভাবছ যে তোমাকে আমি জালাচ্ছি না আমি শুধু জল আপুকে কয়েকটা কথা বলেছি আর বলেছি সে যাতে আর কারো কাছে সেয়ার না করেন ।আর কাউকে কিচ্ছু বলিনি এমন কি জিসানকেও না । আর জ্বালাব না । আর আমার ওয়ালটা তোমার জন্যে খুলা লিখতে পার গালি দিতে পার অভিসাপ দিতে পার যা ইচ্ছা করতে পার তবে ভয় নেই কেহ দেখবে না আমি আর তুমি ছাড়া ।

জানি তুমি ভুলে যাবে আমায়, ছেড়ে চলে যাবে আমায়, তবুও তোমায় ভালোবাসি..... জানি তুমি অন্য কে নিয়ে সাজাবে তোমার ঘর, ভাঙ্গবে আমার মন, তবুও তোমায় ভালোবাসি..... জানি তোমাকে ভালোবাসার, তোমাকে নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার আমার নাই.... তবুও তোমায় ভালোবাসি... জানি না কেনো তোমায় ভালোবাসি.....তবুও তোমায় ভালবাসি ...... পাগলি, আমি তোমার শুধু তোমার প্রেমে হারাতে চাই ... তোমাকে অনেক ভালবাসি ... অনেক .... তবুও কোনদিন তোমার প্রেমে পরা হলো না . . . তোমার ওই হাত দুটো ধরে কোনদিন অঝর বৃষ্টিতে ভেজা হলো না . . . তবুও তোমায় ভালবাসি ...... কোনদিন র্নিঘুম রাতে আমার চোখের জলে ,,, তোমায় দেখে ও স্পর্শ করা হলো না .. তবুও তোমায় শুধু তোমায় ভালবাসি .....................তুমি পাশে নেই, তবুও তোমায় অনুভব করি.. তুমি আমার হবে না জানি তবুও তোমার পথ চেয়ে আছি.. স্বপ্ন সত্যি হবে না জানি, তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি.. আমি যে তোমায় ভীষণ ভালোবাসি ! কেউ বা চোখের জল ঝড়ায় কেউ রক্ত ঝড়ায় ভালোবাসা তবুও বলে যায় আমি শুধু চেয়েছি তোমায়। মায়াবিনী তুমি আমায় যতই দুঃখ দাও, তবুও আমি তোমাকে ভালোবাসি ভালবাসবো, যতই তুমি দূরে যাও, এই মনের সীমান্তে তোমাকেই রাখবো, যতই তুমি অবহেলা করো, তবুও তোমায় আপন করে এই হৃদয়ে রাখবো, যতদিন বাঁচবো শুধুই তোমায় ভালবাসবো.

ভালবাসা..... একটি অদ্ভুত জিনিস। একটি অদ্ভুত অনুভূতি। একটি অবুঝ সম্পর্ক। ভালবাসায় প্রিয় মানুষটির একটুখানি অবহেলা নীল আকাশের মত অসীম মনে হয়, তার একটুখানি মন খারাপ থাকলে সবকিছু অর্থহীন মনে হয়। ইচ্ছে করে জগতের সমস্ত সুখ দিয়ে আপন মানুষটির মুখে একটুখানি হাসি ফুটাতে। যখন আপন মানুষটি হাসে তখন অন্যরকম প্রশান্তি পাওয়া যায়, যা কেউ কখনো কাউকে দিতে পারবেনা। ভালবাসার সঠিক অর্থ, সঠিক সংজ্ঞা কেউ কখনো দিতে পারেনি, আর হয়তো পারবেও না। পবিত্র ভালবাসা কি? ভালবাসার উদ্দেশ্য? মানুষ কেন ভালবাসে? এসব প্রশ্নের আসলেই কোন উত্তর হয়না। যদি উত্তর হয় তাহলে তা কখনোই পবিত্র ভালবাসা নয়। ভালবাসি তোমাকে অফুরন্ত ভালবাসা দেয়ার জন্য, তুমি কষ্ট পেলে তা মুছে দেয়ার জন্য, তোমার একটুখানি হাসির জন্য সমস্ত পৃথিবীর সাথে লড়াই করার জন্য। অনেকে অনেক সময় ভুল করে ভুল মানুষের সাথে ভুল রিলেশনে জড়িয়ে পড়ে, শেষে ভালবাসাকে অন্ধ, খারাপ বলে গালি দেয়। কিন্তু ভালবাসা কখনোই অন্ধ হতে পারেনা, খারাপ হতে পারেনা, ভালবাসার মানুষগুলো খারাপ হয়, যারা ভালবাসতে জানেনা তারা অন্ধ, ভালবাসা নয়। ভালবাসা আল্লাহ প্রদত্ত, ভালবাসা পবিত্র, ভালবাসা শুধুই ভালবাসা। সবার জীবনে একবার হলেও পবিত্র ভালবাসা আসে জীবনটাকে বদলানোর জন্য, জীবনের সঠিক অর্থ বুঝানোর জন্য, কাউকে মন থেকে অনেক অনেক ভালবাসার জন্য। কি বন্ধু কি ভাবছো? ভাবছো এখনো তুমি সেই পবিত্র ভালবাসার দেখা পাওনি? ডোন্ট ওরি, পবিত্র ভালবাসা পাওয়ার জন্য তোমাকে কিচ্ছু করতে হবেনা, সেই ভালবাসা খুঁজতেও হবেনা। পবিত্র ভালবাসা খুঁজতে হয়না, পবিত্র ভালবাসা আর ভালবাসার মানুষটি সঠিক সময়ে তোমার জীবনে আসবে, তার জন্য শুধু নিজে পবিত্র থেকে অপেক্ষা করতে হবে।

মানুষের জীবনে সবসময় দুটি সত্ত্বা যুদ্ধ করে| সেই দুটি জিনিস হচ্ছে আবেগ আর বাস্তবতা| মানুষের জীবনে এই দুটি জিনিসেরই দরকার আছে| কেউ যদি সবসময় আবেগকে প্রাধান্য দেয়,মন যা চায় তাই করে| তাহলে সে জীবনের প্রতিটি পর্যায়েই পরাজিত হবে| জীবনকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে| মনের আবেগ মানুষকে সাময়িক সময়ের জন্যে শান্তি এনে দিতে পারে| মনকে প্রফুল্ল রাখতে পারে| কিন্তু দীঘস্থায়ী শান্তির হ্মেত্রে আবেগ বিশাল বাধা| মানুষের জীবনে আবেগ থাকবেই,আবেগকে সঠিক ভাবে নিয়ন্ত্রন করতে পারলে জীবন সফলতা আসবে|এটা নিশ্চিত করে বলা যায়| মানুষ যখন আবেগের মধ্যে থাকে, তখন বাস্তবতাকে তার কাছে অনেক তুচ্ছ মনে হয়| কিন্তু আবেগ যখন একসময় কেটে যায়|তখন সে হায় হুতাশ করে|কারন আবেগের সেই সময়ে তার জীবনের অনেক মুল্যবান সময় কেটে গেছে|তখন আর শত চেষ্টা করেও জীবনের সেই ঘাটতি,আর পূরন করা যায় না| তাই আবেগকে নিয়ন্ত্রন করা শিখুন| বাস্তবতাকে সবসময় জীবনের সামনে রাখুন| কোন কাজ করার সময় নিজের বিবেগকে একবার হলেও জিজ্ঞাসা করুন| আপনি কি করছেন,কেন করছেন| সেটা আবেগ কাউকে নিজের জীবনের চাইতে বেশি ভালবাসার আগে , জেনে নিও সেই মানুষটির কাছে সে কি তোমাকে আসলেই সত্যিকারে ভালবাসে কিনা । যদি উপলব্ধি করতে পারো সে তোমাকে আসলেই অনেক ভালবাসে , তুমি ছাড়া তার জীবন অচল , তবে তাকে অবহেলা আর তাচ্ছিল্য করোনা।তখন তুমিও তোমার সব ভালবাসা সেই মানুষটিকে উজার করে দিও। কিন্তু তার আগে নই।। কারণ অতিমাত্রার আবেগ আর অন্ধ ভালবাসা দুইটাই হলো বোকামী।।নাকি বাস্তবতা

কাউকে ভালোবাসার আগে কমপক্ষে ১০বার ভাবুন। আপনি হয়তো আবেগে বা জেদে জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিতে পারেন। ভেবে দেখেছেন কি সেই আবেগ একটি জীবনের জন্য কতবড় অভিষাপ হয়ে দাড়াতে পারে? নদীর মাঝপথে এসে যদি বলেন ওপারে যাওয়া সম্ভব না তহলে আবার পিছনে ফিরে আসাটাও যেমন কষ্টকর তেমনি ঐ পারে যে আপনাকে গ্রহন করার জন্য অপেক্ষা করছে তার জন্য সুখের না হলেও কষ্টটা কম নাও হতে পারে। তাই সামান্য আবেগ বা জেদে পরে কাউকে ভালো না বাসাই ভালো, তাহলে জীবনে ভুল সিদ্ধান্ত নেওয়ার অনুতাপ ও অপেক্ষমান ব্যক্তির কষ্ট পাওয়া দুটা দিকেই থেকেই আমরা মুক্তি পাবো। .

আবেগ যখন বেশি কাজ করে তখন ভালোবাসা বড় । আর যখন বাস্তবতা মাথায় ঢুকে তখন বাস্তবতাকেই বড় মনে হয় । তবে ভালোবাসাটাই বড় । ভালোবাসা ছাড়া বাস্তবতার সাথে যুদ্ধ করার শক্তি পাওয়া যায় না । মূলত বাস্তবতার সাথে প্রতিনিয়ত আমরা যেভাবে যুদ্ধ করে চলছি তার পিছনে মূল কারণ প্রিয় মানুষগুলার ভালোবাসা পাওয়া । আর সবগুলা যদি মিথ্যেও হয় তারপরেও নিজের জীবনের জন্য হলেও বাস্তবতার সাথে যুদ্ধ করি । সুতরাং ভালোবাসাটাই বড় ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

ওমেরা বলেছেন: আপনার লিখাটা থেকে শিক্ষা নেওয়ার আছে তবে আমরা ভুল করার অগে কেউই বুঝিনা বুঝতে ও চাই না , যেমন আপনি আগে ভাবেন নাই ।

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭

স্পর্শ বলেছেন: জি জনাব একদম সত্য কথা বলেছেন যে ভুলটা আগে করে পরে বুঝেছি।

২| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দরভাবে বোজাতে পেরেছেন যে ভালোবাসাই বড়।

আমিও বলি ভালোবাসাই বড়, ভালোবাসা ছাড়া সফলতা খুব কঠিন। প্রতিটি সফলতার পিছনের শক্তির নাম ভালোবাসা।

ভালোবাসা বেঁচে থাকুক অনন্তকাল মানুষের মন থেকে মনে।

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

স্পর্শ বলেছেন: জি জনাব অনেক মোবারকবাদ ।

৩| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

কানিজ রিনা বলেছেন: আবেগে ধ্বংশ হওয়া মানুষ গুল বিবেক
হাড়িয়ে ফেলে। তবে আপনার লেখায়
বেশ শিক্ষনীয়। ভালবাসায় আবেগের সাথে
বিশ্বাস না জড়ালে পরিপুর্নতা থাকেনা।
ভালবাসা নানান রকম, বিশ্বাসে ভগবান
অবিশ্বাসে অপমান। একজনকেই হাজার
রকম ভালবাসায় প্রতিষ্ঠা পায় প্রেম।
প্রেম এক বিশ্বাসে টিকে থাকলে পরম।
অনেক চরাই উৎরাই পাড় হয়ে যে প্রেম
টিকে থাকে তাই রুপান্তরে পরম।

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

স্পর্শ বলেছেন: যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না।সমগ্র পৃথিবীকে আলোকিত করার জন্য, যেমন একটা সূর্যই যথেষ্ট। তেমন একটা জীবনকে, সুন্দর, সুখী আর আনন্দময় করার জন্য একজন সুন্দর মনের জীবন সঙ্গীই যথেষ্ট। একটা সুন্দর মনের ভালবাসা দিয়ে, তোমার জীবনে অপূর্ণ ভালবাসাকে, পূর্ণ করতে পার। মোবারকবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.