নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পর্শ করতে চাই তাকে, কিন্তু পারিনা তবুও চেয়ে তার পথ ছুয়ার আসায় ।

স্পর্শ

স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।

স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

আজও সেই মায়াবিনী কে ভুলতে পারিনি !!!! (৪)

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬




মায়াবিনী পূর্বের সব পর্ব

সুদীর্ঘ ফাগুন চৈত্রের খড়ার দাবদাহে দিন গুলিতে
একফুটা বৃষ্টির আশায় ধুসর আকাশে চেয়ে
থাকা বাংলার সবুজ তরুলতার তৃষ্ণার্ত চাতকী প্রিয়া !
পাইলে শ্রাবনের জলপ্রপাতের ধারা , সীমাহীন
নীলাম্বর ঝাপাইয়া পড়ল তোমার নীলাম্বুময় বিশাল বুকে !!!




শুধু নিকষ কালো অন্ধকারে ঢেকে রইল আমার চন্দ্রাহত পৃথিবী ।এই যে এই পানকৌড়ির মত আঁধারে ডুবে মনে পড়ল ‍তোমায় এই দোল পূর্ণিমার ভরা জোছনা রাতে।রাতের আকাশে অর্ধচন্দ্র দেখে তাকিয়ে থাকি আমি বহুদিন হয় জেগে উঠে না আর আমার ভেতর আমার আমি । যেখানে রাত জাগে কিছু বিষাক্ত পোকামাকড়দের সঙ্গে এক ডাহুক ঘুম ডানার সঙ্গ বুনে। ঘোর জোছনায় মাখা পাকা ধান ক্ষেতে ভেজা কুয়াশারা লুকোচুরি খেলা, সেখনে আমার পুনঃ জন্মের শবদেহ।তারপর ধীরে ধীরে রাত্তির নির্জনতা সুবহে সাদিকের আগমনী বার্তা সুনালী দিনমণির আগমনে ধরিত্রীকে বলছে আর কত উঠ ,ডের হয়েছে ।
আমি আমার বসন্তে হারিয়ে গেছি প্রিয়ার অপুর্ব কথার মাঝে । কি দারুন কথার সুর লহুরী যেন ফুলোচ্ছরী ।হারেয়েছে তার কথার মাঝে হাজারো যুবক ।এত সুন্দর শব্দ মালা ,তার চয়ন আমায় মুগ্ধ করেছে ।মুখের বলন ভংগী ,ভাষায় যে কারো পাগল করে প্রান উষ্ঠাগত। তবে আমার প্রিয়া আমার কাছে অমুল্য রতন ধনভান্ডার
তোমার আইডির দিকে তাকাতে আমার ভয় লাগে কারন আজো তোমার আইডির দিকে তাকালে মনে হয় এই বুঝি নতুন করে আবার তোমার প্রেমে পড়বো ...
এই বুঝি আবার তুমি আমাকে কষ্ট দিবে...
এই বুঝি আমাকে ফেলে দূরে চলে যাবে...

তখন কোন এক অজানা ভয়ে নিজেকে সরিয়ে আনি তোমার আইডির পোস্ট থেকে...কিন্তু শরীর টাকে সরিয়ে আনতে পারলেও মনটাকে আমি রেখে আসি তোমারি কাছে কোন এক অজানা ভালবাসার টানে...
সত্যি অনেক ভালবাসি তোমায়.

এত চাপ দেও কেন আমিতো আছিই
এমন কৱা ঠিক না
আৱ ৱাতে আসতে পাৱব না বাসায় কাজ আছে
বাই কাল কথা হবে ভালথেকো
সত্যি আমি এই আইডিটাকে ভালবাসি তুমি যেও না তুমায় অনেক মিস কৱি আমি
তুমি না থাকলে আমাৱ এখানে ভাল লাগেনা
তুমি না আসলে আমিও আসব না
মনে ৱেখ তুমাৱ তো জিসান আছে আমাৱ কিন্তু কেউ নেই
বন্দু বলে তুমি আছ আমাৱ আৱ কেউ নেই
আমি মৱে গেলেও আমাকে মনে কৱাৱ কেউ নেই
যেওনা তুমি হে
দেখেছ আমি আছি আৱ তুমি নেই বলতো কেমন লাগে
আমি কত কথা বলছি তুমি নিৱব
কখন এই নিৱবতা ভেঙ্গে সবুজ বাতি জলবে
এই কখন আসবে
আমি যাই হে আমাৱ কাজ আছে ৱাগ কৱোনা হে
ভাল থেকো বাই
তুমাকে আমি অনেক ভয় পাই ৱাগ কৱোনা কিন্তু
কথা বল

তারপর তোমার স্ট্যাটাস দেখে থমকে গেছি আমি নিজের বিশ্বাস হারিয়েছি সেই ভয়াল স্তম্ভিত করা সেই রাতেই! !
আমি জানি তুমি কখনো ফিরবে না আমার কাছে কি আর করা তারপরেও ব্যর্থ চেষ্টা চালানো তবে কি যান তোমার চোলে যাওয়া দিন গুলি শুধুই কাটে তোমার বিরহে কি করব কিছুই ভেবে পায়না তারপরেও কি তুমি বলবে ভুল আমার ??? আমি একটা রক্তে মাংসে গড়া মানুষ আমার না কিছু ভুল ছিল অমিত আর ভুলের উর্ধে নই। তাই বলে এত বড় না পাওয়ার বেদনার শাস্তি দিবে আমায় আমাকে ভাসিয়ে দিবে বেদনার অথৈ সাগরে। আর তাই যদি মনে কর আমায় ভাসাও দুঃখের মহাসাগরে তাতে আপ্সুস হবেনা এতটুকুও দুঃখ পাব না কেননা আমি এখনো ভালবাসি তোমায়।

সেদিন শুনলাম তুমি নাকি দুঃখে আছ যন্ত্রনা নাকি তোমায় কুড়েকুড়ে খাচ্ছে !! কিসের এত যন্ত্রনা তোমার ??? আমাকে বলা যায় না। ভাল না বাসতে পার তবে না হয় একজন মানুষ হিসেবে বল যদি তোমার কিছুটা যন্ত্রনা লাগব করতে পারি !!! না তাও সম্ভব না কারণ অমিত তোমার এখন চোখেরকাটা পরম শত্রু। তুমি কি ভেবেছ তোমার দুঃখ দেখে আমি সুখে আছি না তা ভুল বরং তোমার দুঃখ আমায় আর ভারাক্রান্ত করে তুলেছে বিষিয়ে তুলে ছে জীবন ! মনে এখনই দিয়ে দেয় তোমার জন্য আমার প্রাণ পাখিটি !!

মনে সেই রাতজেগে তোমার সাথে ফোনে বা চ্যাটিংয়ের কথা গুলি ??? আমার দিব্বি এখনো কানে ভাসে তোমার রাতের নীরবতায় হাসির সবুঝঙ্কার ,পাগল করে দে সেই হাসির আওয়াজ,কত দুষ্টামি কত রংতামাশা কত বায়না কত অভিজোগ কত ছাপাই ,কোন সময় মিথ্যে বললে তুমি বলে দিতে। মনে হলে স্থীর থাকতে পারিনা ছোটে চোলে যায় তোমার কাছে কিন্তু তোমার কি একটিবারের মোট কখনো মনে হয় না সেই কথা গুলি।


জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক.....
একটি হচ্ছে....
যখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসে কিন্তু তা আপনাকে বলে না
... এবং অপরটি হচ্ছে....
অপরটি হচ্ছে... যখন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসে না এবং সেটা আপনাকে সরাসরি বলে দেয়। আসলেই সমস্যা আমাদের যারা আমাদের ভালোবাসে না আমরা তাদের কাছে পরে থাকি ... কি সুখ পায় জানি না .... কি জানে এই হয়ত জীবন .... জীবন আসলেই আজিব ..

প্রতিটা দিন কাটে বিষন্নতায় আর রাত কাটে যন্ত্রনায়
প্রতিটা দিন কাটে বিষন্নতায় আর রাত কাটে যন্ত্রনায়
তুমিই বলো এভাবে আর কতটা দিন বেঁচে থাকা যায় ??
না, রাত জাগাটা আমার কাছে নতুন কিছু নয়
আগেও কত রাত জেগেছি তোমার জন্য !!!
সারাটা রাত তোমাকে ভেবে ভেবে একরাশ সুখের স্বপ্ন নিয়ে রাত কাটিয়েছি
সকাল হলেই ছুটে গিয়েছি তোমার মুখটা শুধু একটিবার দেখার জন্য
ছুটে গিয়েছি শুধু তোমার মুখের এতটুকু হাসি দেখার জন্য ।
এই আমি আজও রাত জাগি, সেই তোমার কথা ভেবে ভেবেই রাত্রি পার করি
শূন্য বুকের হাহাকার নিয়ে তোমার স্মৃতি গুলো মনে করি
একদিনের অবিরাম স্বপ্ন দেখা চোখ ফেটে বেরিয়ে আসে কষ্টের নোনা জল
তুমি কি বলতে পারবে, ছোট্ট এই জীবনটাতে আর কত কষ্ট পাবো ?
একজন মানবী আমায় আর কত কষ্ট দেবে ??
ভালবেসে যদি তাকে না পাওয়া যায়,সেই ভালবাসা কি কখনো ভোলা যায়?
জীবনের গতিতে জীবন বয়ে যায়
তবু তো জীবনে অনেক কিছু ঘটে যায়
জীবন কি অন্তহীন পথেই হেঁটে যায়, না বুঝে
জীবন কি কারো অপেক্ষায় বসে থাকে
ভালবাসা কি দূরত্ব মেনে হয়
ভালবাসা কি কারো জন্য নিজের জীবনকে গুছানো
জীবন কি প্রকৃত ভালবাসার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করা?

জীবনটা সত্যি ই খুব বিচিত্র।।জীবনের প্রতিটি রংয়ের খুব কাছে গিয়েছি,তবে ছুঁয়ে
দেখতে পারি নি।।সবাই পারে না।।কান্নার প্রহর গুলোতে বার বার থমকে
দাড়াঁতে হয়।।কষ্টের অন্তিম প্রহরেই চির নিবাস আমার।।স্বপ্নের প্রজাপতিকে ছুয়েঁ
দেখবার সময় ও পেলাম না আমি,
তার আগেই উড়ে চলে গেলো।।সেই প্রজাপতি তার রং পরিবর্তন করে আবার
আসলো আমার কাছে।।এবার আর প্রজাপতি টা ছাড়তে চাইলো না আমাকে।
আকড়েঁ ধরে রাখতে চাইলো,আর ভাগ্যের কি নির্মম পরিহাস!এবার আমি নিজের
মনের অজান্তেই মেরে ফেললাম আমার স্বপ্নের প্রজাপতিকে। নিজ হাতে একটি
নতুন সম্পর্কের ইতি টানলাম।।এক অজানা ভয় কেবল ই আকড়েঁ ধরছিলো
আমাকে,ওকে হারাবার ভয়ে।।আমি সাহসী নই,সবার সামনে বলার সাহস পযর্ন্ত
নেই আমার।।তবে আজীবন সেই প্রজাপতি কে ভালোবাসার স্বপ্ন রয়েছে আমার।
অফুরন্ত ভালোবাসায় সিক্ত করতে পারবো,আড়াল থেকে।।জানি না নিজেকে ক্ষমা
করতে পারবো কিনা,যদি না পারি,ধীরে ধীরে নিঃশেষ করে দিবো নিজেকে।,,,

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


আজি এই বসন্ত দিনে, মন শুধু ভালবাসতে চায়?

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৬

স্পর্শ বলেছেন: বসন্ত এলেই কেমন জানি পুলাপানের মনে উরাধুরা ভাব আইসা যায়, ভাল থাকবেন।

২| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

ধ্রুবক আলো বলেছেন: স্পর্শ ভাই, ওদিকে কথা বলা বাদ দেন, উনি আর উনার কমেন্টে যারা খোঁচা মূলক কমেন্ট করতেছে তারা বুঝবেনা। ওই খোঁচায়ায়াই যাইবো। বলবেন এক বুঝবে আরেক দরকার নাই বুঝানের।
সিদ্ধার্থ সাহেব কে জিজ্ঞেস করা দরকার, আপনার কমেন্টে মৌলবাদী পাইলো কোত্থেকে?!

আপনার এই এই পোস্ট এখনো পড়া হয়নি। একটু পড়ে পড়বো।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

স্পর্শ বলেছেন: জি ঠিক আছে ধ্রুবক আলো আপনার ফেসবুক আইডি থাকলে আমায় দেন আমি বলছি

৩| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালবাসার জয় হউক। পর্ব পাঠে ভিষণ ভাল লাগল।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১:০৬

স্পর্শ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ....শুভকামনা রইলো! !

৪| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:০১

জি এম মুজাহীদুল ইসলাম বলেছেন: চপোতি বালক হে,নিলামবর হৃদিতে নিলামো গাথি তোমার চপতি চরন হে কবি। তোমাতে আমি যে ভরা ডুবি হে চপতি কবি/কবিনী।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১:০৯

স্পর্শ বলেছেন: চরম হইছে মন্তব্যটি মোবারাকবাদ.

৫| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৫

ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসার জোয় হোক। ভালো লাগলো লেখাখানি।
কিছু টাইপো আছে ঠিক করে নিবেন।
শুভ কামনা রইলো।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১:১২

স্পর্শ বলেছেন: জি জি জনাব অসংখ্য ধন্যবাদ আর জনাবের কাছে ফেবু আইডি খানা চাইছিলাম

৬| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৩

নতুন নকিব বলেছেন:



স্পর্শ,

বাতাসে বসন্ত বুঝি এখন!

ভাল আছেন তো?

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৫৮

স্পর্শ বলেছেন: আরে নকিব সাহেব আমি কি ছোডপোলাপান ভাল থাহুম না ....এহন তো বসন্ত জামানা চলতাছে গন্ধ কেন পাইবেন না! " শুভকামনা রইল! !

৭| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: ফাল্গুন ও চৈত্র দুটোইতো বসন্তের জন্য, ফুলের জন্য, সুরভীর জন্য!:)


কারো কারো জন্য যে আক্ষেপ আর জ্বালারও হয়ে থাকে সে কথা মনে পড়ে গেল!


সুন্দর!:)

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯

স্পর্শ বলেছেন: জনাব অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে মোবারাকবাদ,আশাকরি আমাদের ব্লগে এসে মন্তব্যের মাধ্যমে উৎসাহ দিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.