![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
আজও সেই মায়াবিনী কে ভুলতে পারিনি !!!! (৬)
মায়াবিনী পূর্বের সব পর্ব
তোমার আইডির দিকে তাকাতে আমার ভয় লাগে কারন আজো তোমার আইডির দিকে তাকালে মনে হয় এই বুঝি নতুন করে আবার তোমার প্রেমে পড়বো ...
এই বুঝি আবার তুমি আমাকে কষ্ট দিবে...
এই বুঝি আমাকে ফেলে দূরে চলে যাবে...
তখন কোন এক অজানা ভয়ে নিজেকে সরিয়ে আনি তোমার আইডির পোস্ট থেকে...কিন্তু শরীর টাকে সরিয়ে আনতে পারলেও মনটাকে আমি রেখে আসি তোমারি কাছে কোন এক অজানা ভালবাসার টানে...
সত্যি অনেক ভালবাসি তোমায়..
তারপর তোমার স্ট্যাটাস দেখে থমকে গেছি আমি নিজের বিশ্বাস হারিয়েছি সেই ভয়াল স্তম্ভিত করা সেই রাতেই! !কে
অনিদ্র চোখের পাশে রেখেছি মরুর বিদীর্ণতা কত দিন কাঁদিনি আমি
দেয়া হয়নি এক বিন্দু অশ্রু ফোটা কত দিন ভাঙ্গেনি বুক; পাথরে চাপা দীর্ঘশ্বাস টা- চটপট করছে রাতের পর রাত! কষ্ট দেবতা আসেনি লণ্ডভণ্ড সাইক্লোনের তাণ্ডব নিয়ে হিমালয়ের বরফ গলেনি
বুকের উপত্যকায় মৃত নদীর চোখ বেয়ে।
কেহ বলেছিলেন.........
নিঃশ্বাস নিতে আজ আমার খুবই কষ্ট হচ্ছে মনের সকল কষ্ট গুলো আজ বুকের উপর, খুব
করেই চেপে বসে আছে। বুকের ধুকধুকানি ধীরে ধীরে বেড়েই চলেছে বুকের ভেতর অজানা
এক কষ্ট বাসা বেঁধেছে, যা কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। অসহ্য যন্ত্রণা মনের
ভিতেরই ঘোরপাক খাচ্ছে যে যন্ত্রণার বেড়াজালে আমি আজ জর্জরিত ।
হে সীমালংঘনে দাম্ভিকতা প্রকটনকারীনি প্রমদা
অহংকারের বেশভূষায় আবৃত ,সীয় মূর্খতায় -
আত্ন গর্বিত এবং প্রসন্নতায় ধাবমান ডবকা !
আর কতকাল তুমি পথভ্রষ্টতায় স্থীর থাকবে ?
তুমি দিকভ্রান্ত স্বপ্নেরনাবীক
আর কতযামানা প্রেমিককে অত্যাচারের চারন-
ভুমিতে ধ্বংসন ও বিসর্গে দগ্ধকরে ভস্ম বানাবে ?
তুমিতো মৃত্তিকায় গড়া মানবী,হও মম ,
কোনক্ষনে রুপের পরিসমাপ্তি ঘটাবে ?
নিজেকে অত্যান্ত নিকটম প্রেমিকের কাছ থেকে
লোকচুরি খেলছ ,অথচ রক্ষকের সামনে রয়েছ,
তুমি আপন অধিনস্থ প্রেমিকের কাছ থেকে গোপন
থাকার ব্যর্থ চেষ্টা করছ ,জানা নেই কি প্রভুর সামনে
সম্মুখে গোপন থাকার কোন বস্তুই নেই ।
ভেবেছ কি প্রত্যাগমনের সময় এই রুপ তোমার
উপকার করবে ?ধারনা করেছ যে কৃতকর্ম
ধ্বংসন করার সময় রুপ ও ত্বক তোমাকে মুক্ত করে আনবে ???
ভাল করে চোখ খুলে দেখ !! এই কবিতার মোল চরিত্র তোমার মাঝে আমি দেখতে পাচ্ছি ,
তোমার জন্য কিছু কথা, তোমাকে উপদেশ দেওয়ার সাধ্য আমার নেই
সবাই তোমাকে ভালোবাসে, এটা তোমার ভুল ধারণা। কেউ তোমাকে ভালোবাসেনা, এটাও তোমার ভুল ধারণা।
.
কিছু মানুষ তোমাকে ঘৃণা করে, তুমি হয়তো ঘৃণা করার মতো কিছু করনি। কিছু মানুষ তোমাকে নিয়ে ভীষণ ঈর্ষান্বিত, কিন্তু তুমি জানোই না যে সে তোমাকে কেন ঈর্ষা করে।
.
তুমি চাও সবার কাছে ভালো থাকতে, কিন্তু একসঙ্গে সবাইকে খুশি রাখা যায়? একজনকে খুশি করতে গিয়ে দেখা যায় অন্য একটা মানুষকে তুমি কষ্ট দিয়ে ফেললে!
.
সবাই একরকম না। তুমি আলাদা। আমিও আলাদা। পৃথিবীর সাতশো কোটি মানুষ আলাদা। তাই যেকোনো একজনের সাথে আমার তুলনা করে আমার সম্পর্কে ধারণা নিতে পারো না তুমি।
.
আমি যাদের ঈর্ষা করি, যাদের ঘৃণা করি। তুমি হয়তো তাদের পছন্দ করো।
.
আমিও কারও কাছে ঘৃণিত। কারও কাছে ঈর্ষান্বিত। তার মানে এই না, আমি ভালোবাসার অযোগ্য। তোমার ক্ষেত্রেও তা।
.
যে মানুষটাকে দশজন খারাপ বলছে, তুমি তাকে ভালো বলতেই পারো। কিন্তু তুমি যাকে খারাপ বলছো, তাকে দশজন ভালোও বলতে পারে। দৃষ্টিভঙ্গি।
কিন্তু একটা মানুষকে কেন দশজন খারাপ কিংবা ভালো বলছে, তার অনুসন্ধান করা হয়তো তোমার জন্য কল্যাণকর..
০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
স্পর্শ বলেছেন: জি আবার হাজির হলাম আসলে কিছু জিনিস মন থেকে মুছা যায় না কখনো ধন্যবাদ জনাব
২| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০
অতঃপর হৃদয় বলেছেন: কবিতা টুকু অনেক সুন্দর।
০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
স্পর্শ বলেছেন: ধন্যবাদ জনাব
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
এ আর উৎপল বলেছেন: ভাই যাইয়েন না ভুলে
রেখে দেন তুলে
মাঝে মাঝে দেখবেন খুলে !!!
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
স্পর্শ বলেছেন: তাইত তুলে রাখলাম সামুর ওয়ালে
মাঝে মাঝে দেখব খুলে ।
ধন্যবাদ।
৫| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
ধ্রুবক আলো বলেছেন: লেখায় +++
মায়াবিনিকে না ভুলে ভালোই হয়েছে না হলে লেখাটা হত না।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৪
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ মায়াবিনী কে নিয়ে আবার হাজির হওয়ায়।
মায়াবিনী কে ভুলে যাওয়া মনে হয় এত সহজেই সম্ভবও নয়।