![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
বাবা তোমার ঋন কি করে সুধ করিব .....
গতকাল বাবা দিবস গেল, অনেকেই কিছু না কিছু লিখেছেন... ... কিন্তুু আমি কিছু লিখতে চেয়েছি পারিনি আমার কিবোর্ড চলেনি বার বার থমকে গেছে হাত চলা আর চোখের কোনায় থেকে অঝরে ঝরে পড়েছে শ্রাবনের বারিধারা ...কি লিখব আমি কেহ যেন চেপে ধরেছে আমার স্বাশনালি আর কন্ঠ নিস্তব্ধ নিরব নিথর ধমনী যেন নিস্তেজ ..... হাটতে চেয়েছি পারিনি পা যেন মাটির সাথে আটকে আছে ....একবার নয় অনেকবার বহুবার কুষেশেষ করেছি পারিনি ....চিন্তা একটা এতটুকু পথ আসার পিছনে আমার বাবার অবধান কতটুকু ... আজ তিনি চিরনিদ্রায় শায়িত খবরে কি করেছি তিনার জন্য. ?? কি হালতে আছেন তিনি ??. কোন আযাবের ফেরেশতাদের হাতে তো তিনি গ্রেফতার হয়ে যান নি ?? তিনার তো আর ক্ষমতা নেই সেখান থেকে বের হওয়ার. ?? বাবাকে শুয়িয়ে রেখে এসেছি একযোগেরও বেসি হয়ে গেছে !! খালি হাতে বিছানা বিহিন মাটিতে কত ভয়ংকর জায়গা সাপ বিচ্চু পুকা মাকর রাত জাগা অজানা হিংস্র প্রানি আর কত কি .... এতদিন অতিবাহিত হল কি করলাম তিনার জন্য আর তিনি কি করেন নি আমার জন্য. ??? এই পৃথিবীর আলো বাতাস ঘুরে বেড়ানো দেশ থেকে দেশান্তর কথা বলা একলা পথ চলা কোন মসিবতে তিনার সাহায্য সহযোগিতা বলতে গেলে জীবনের প্রতিটি সেকেন্ডে স্বনির্ভর সহযোগিতা স্নেহময়ী স্পর্শ মায়া মমতার কোন কৃপনতা ছিলনা ....আজ এইযে এখানে আসা পিচনে তিনার অবধান ভুলার নয় ......
প্রতিটি মুহুর্তে বাবা অক্লান্ত পরিশ্রম. ,, মেধা ,সাহস শক্তি আমার জীবনের সাথে আমরন লাগুয়া ভুলবার নয় তিনার স্বাশন, স্নেহের স্পর্শ! !
কিন্তু কি করলাম আমি তিনার জন্য? ? তিনার ত্যাগ কি ভুলার মত. ??? তিনার মমতা কি ভুলে যাওয়ার মত. ??? তিনি কি এত কিছু ত্যাগ করে গড়ে তুলেছেন তিনার বিপদের সময় দুনিয়ার বাস্তবতার মুখে তিনার থেকে বিমুখ হয়ে যাওয়ার জন্য....
জানি না (আল্লাহ না করুন( আজ আমার বাবা কবরে শায়িত অবস্থায় যদি কোন কারনে আযাবের ফেরেশতা গ্রেফতার করে থাকেন তাহলে তো তিনার সন্তানের হাতের দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন হে আমার আদরের ধন! ! আজ আমি অসহায় কবরে তুমি আমার জন্য কিছু কর আমাকে এখান থেকে মুক্ত কর .. আমার সন্তানেরা আমাকে এই কঠিন আযাব থেকে বাচাও আমাকে মুক্ত করে নাও আমিযে আর সইতে পারছিনা ??? কি হল হে আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন. !! আমি তো তোমার কাছে চাচ্ছি যা তোমাকে আমি দিয়ে এসেছি তার থেকে ....
আমি তোমাকে কম করেছি কোন অংশে... যখন কথা বলতে পারতেনা তখন আমি তোমার কথা বুঝেছি কারন আমার পিতৃত্বর মমতা দিয়ে বুঝতে পেরেছি তোমার জন্য আমি কি না করেছি ?? আমি না খেয়ে না পরে তোমাকে সব কিছু উজাড় করে দিয়েছি .... তুমি না চাইতেই তোমার সব প্রয়োজন মিটিয়েছি.... তুমি যখন হাটতে পারনি বারবার হোচট খেয়েছে তখন আমার কনিষ্ঠ বা শাহাদাত আংগুলি ছিল তোমার শেষ আশ্রয় ... যখন তুমি দুরে কোথাও যাইতে সারাদিন সারা বিকেল আমি চেয়েছিলাম তোমার চলে যাওয়া রাস্তার দিকে ..কখন তুমি নিরাপদে ফিরে আসবে আমার বুকে ..... আর যখন তুমি ফিরতে রাত করেছ তখন আমার কান দুটি সজাগ থাকত কখন শুনব তোমার পায়ের আওয়াজ ...যখন আমি শুনতে পেতাম তোমার পায়ের আওয়াজ তখন আমার তন মনে চুখে ফিরে আসত স্বস্তির নিঃস্বাস ...
কি তারপরও তোমার হৃদয়ে একটুখানি আমার জন্য মুহাব্বাত হবে না আমাকে এভাবেই কবরের আযাবে ছেড়ে দিবে ????
যখনই এই কথা গুলি ভাবছি তখন আর কিছুই করতে পারিনি ...
হে আল্লাহ! ! আমার মরহুম শ্রদ্ধেয় আব্বাজান যদি কোন কারনে কবরে মসিবতে পাকরাও হন তুমি আল্লাহ ওয়াস্তে ক্ষমা করে উনাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন ..আমীন..
হে পাঠকবৃন্দ. !! আমাদের মা বাবা হল আল্লাহর অফুরন্ত নেয়ামত তাই আমি মনে করি এই নেয়ামত কে অবেলা না করে পরিপুর্নভাবে তা দিয়ে লাভবান হওয়া উচিৎ ....তাদের সর্বক্ষণ দেখাশোনা ও তাদের খেদমতে নিজেকে সপে দেওয়া যদি বেচে থাকেন আর যদি না থাকেন তাহলে তাদের জন্য দান খয়রাত করে রুহের মাগফিরাত করে জান্নাতের জন্য সর্বদা আল্লাহর কাছে দুয়া করা চাই যা আমাদের কর্তব্য .....
২| ২০ শে জুন, ২০১৭ ভোর ৪:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: বাবা- মা ছাড়া জীবন অসহায়। মৃত সব মুসলিম নর-নারী জান্নাতি হোক। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:৪২
নাগরিক কবি বলেছেন: কিছু ঋন শোধ করা যায় না। ভাল থাকুক সব বাবারা