![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
আগের পর্ব গুলি দেখে নেন
হে মায়াবী! ! আমার সৌভাগ্য যে আমি তোমাকে কিছুক্ষনের জন্য হলেও আমার ভালবাসায় গলাতে পেরেছিলাম ....তুমি অনেক সুন্দর তারপরেও তোমাকে আমি ব্লাকডায়মন্ড বলে রাগিয়েছি..প্রথমবারের মত আমার ভালবাসায় তোমাকে নিরবতায় দেখেছি, হয়তো বা জীবনের কোন সুন্দর স্বপ্ন দেখছিলে...তোমাকে অনেক কিছুই বলতে ইচ্ছে করে কিন্ত পারিনা রাতের পর রাত অঘুমে কেটে যায় চোখ দুটো খুলা থাকে, এক আজিব ফিলিংস অনুভব হয় মনে কর যেন জান বের হয়ে যাচ্ছে.. ইচ্ছে করে তোমাকে.খুব জুড়ে সিনার সাথে ঝাপটে ধরি কিন্তু কেন জানি মনে আমার সিনাটা শতকেজির মত ভারি...ইতি পুর্বে যখন বিরহি সুর শুনতাম তখন কেন জানি পানসে পানসে লাগত কিন্তু আজকাল এক আশ্চর্য ধরনের ফিলিংস অনুভত হয় এবং মনে হয় যেন এই সুর শুধুই আমার জন্য তৈরী ...আমি জানি যা বলছি এটার মুল্য হয়তো এখন তোমার কাছে নেই কিন্ত আমার এহসাস অনুভুতি ফিলিংস তো বুঝবে...
তুমি হয়তো ভাবছ মনে মনে বুলি আওরাচ্ছ....তুমি আমকে ভালবাস !! তোমার মনে হয় এটা পিয়ার ভালবাসা মুহাব্বত!! কোন আজনবি কে ভালবেসে পিতামাতাকে ছেড়ে চলে যাওয়াই কি ভালবাসা?
এই ভালবাসাকে অনলাইনে পরিচিত অপরিচিত সবার সামনে.প্রকাশ করাটাই কি ভালবাসা? ? তুমি আমাকে কি বলে ছিলে মনে নেই এত টেনশন করবেনা আমি তোমার সাথে সারাজিন্দিগী কাটাব তাই কত টেনশনে আছি.. আমার সাথে কথা না বলাটা কি এখন তোমার টেনশন? ? হয়তো তুমি একটা কথা বলবে, আমাকে পাওয়ার জন্য বিশেষ এমন কি করেছ??এখনই আমি.তোমাকে বিয়ে করে ফেলব , বল ?? বল ....??
তুমি আমাকে কি বলে ছিলে মনে নেই আমি তোমার ঐ ডায়য়ির মত যা প্রতি রাতেই দেখি তোমার হয়তো জানা নেই আমি পিছনে দুটি বছর কিভাবে বেচে আছি তোমার ভালবাসা ছাড়া আজ অবশ্যই তুমি ডায়রিতে লিখবে আমি কিভাবে বেচে আছি তাহলে তোমার অনুভব হবে আমার ভালবাসার ....তাহলে তোমার মতে আমার ভালবাসার স্বপ্ন দেখার কোন অধিকার নেই, যাতে ভবিষ্যতে কোন ভাল জীবনসংগিনীকে নিয়ে সারা জিন্দিগি সুখে কাটানোর ...আমি তোমাকে এমন ঘরে নিব যেখানে পুরা সুখ পাবে এটা কি ভুল ছিল? ? তুমি মনে করেছ আমার ঘরে আমার কাছে হয়তো কোন সুখ নেই .......তাহলে কি এটাই তোমার সঠিক ফায়সালা ছিল....
তোমার মনের মাঝে কঠিন্যতায় ভরা কেন? ? তুমি যখন হা বলবে তখন আমরা রাজি খুশিতে বিয়ে করতে পারবো! ! তখন হয়তো আমাদের জিন্দিগি খুশিতে আনন্দে ভরে যাবে....তুমি তো বলে ছিলে চিন্তা করে দেখবে বল তুমি কি একবারও ভেবেছ? ? না ভাবনি আর ভাববেও না তোমার জিদে তুমি অটল থাকবে .....আর সর্বদা আমাকেই ভাবতে হবে ....অন্যকে দেখ তারা ভালবেসে বিয়ে করে কত সুন্দর জিন্দিগি অতিবাহিত করছে আর তুমি এখনো আগের অবস্থানেই অটুট ....আমার ভুল যে বার বার ভালবাসার নামে তোমাকে জ্ঞান দিতে আসি.....হেই মায়াবি চল না বিয়ে করে ফেলি তারপর সারা জিন্দিগি সুখে দুঃখে কাটিয়ে দেই...
আমার শুধুই ভয় হয় তোমাকে না একেবারে হারিয়ে ফেলি !! দীর্ঘ দুটি বছর একটি বিশেষ মুহুর্ত পলের অপেক্ষায় আছি কিন্ত ঐ বিশেষ মুহুর্ত আসেনি দিন রাতে, মিনিট ঘন্টায় পরিবর্তন হচ্ছে...
হয়তো তোমার জন্য অনেক ধনাঢ্য পুরুষ আসবে আমি এত ধনভান্ডার ওয়ালা নই....কতই না গ্রেট ঐ ধনি ব্যাক্তি কিন্তু আমি হয়তো তোমার জন্য কিছুই করতে পারব না নিজের জান দেওয়া ছাড়া.... বিশেষ কোন অনুষ্ঠানে হয়তো তুমাকে বড় কিছু গিফট দিতে পারবোনা আমি কিছুই দিতে পারবোনা তোমায়....আচ্ছা কোন ছেলে মেয়েকে বড় দামি গিফট কিনে দেয় আর মেয়ে ভালবাসি বলে তাহলে সেই ছেলেকে ভালবাসা হল না তার ধন সম্পদকে??? আমি এমন নই যে মা দিবসে শুধু মাত্র ভালবাসব আর বাকি দিন ভুলে যাব আর তুমি যদি আমাকে আপন কর তাহলে তোমাকে তিনশত পয়শট্রি দিন ভালবাসব আর ভালবাসা দিবস বানাবো, প্রত্যেক দিন হবে স্পেশাল দিন ...তুমি কি প্রতিদিনই তোমাকে ভালবাসোক এমন চাও না বিশেষ দিবসের ??? জীবনে সত্য খাটি ভালবাসা থাকলে কুরেঘরেও শান্তি আর খাটি না থাকলে অট্রলিকাও শান্তি নেই মানুষের জীবনে ভালবাসার অতিজররি...... জানিনা আমি তোমার অন্তরে আছি কি না ...জানিনা ...জানিনা.....
২| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১
স্পর্শ বলেছেন: মায়াবিনীর পর্ব: ছয়
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: শুধুমাত্র এই পর্বটা পড়িলাম !
গল্প ভাল লিখেছেন।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:২১
স্পর্শ বলেছেন: ধন্যবাদ জনাব ।সময় হলে বাকিগুলো পড়ে দেখবেন ভাল লাগবে..
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: পড়লাম।
আচ্ছা, আপনার প্রিয় লেখক কি সুনীল আর ইমদাদুল হক মিলন?
০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৩
স্পর্শ বলেছেন: ধন্যবাদ জনাব । উনারা আমার প্রিয় লেখক নন তবে উনাদের বই ভাল লাগে।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০
স্পর্শ বলেছেন: মায়াবিনীর পুর্বের সব পর্ব