![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
মায়াবিনীর আগের সব পর্বগুলি দেখে নিন
মায়াবিনী! !
আমি যখন লিখছি হয়তো আমার জ্বরের তাপমাত্রা ১০৪ এর উপরে আর আমার অভ্যাস জ্বরের মাঝে আবোলতাবোল বলি হয়তো তাই করছি আর জান তো প্রবাসী জীবন তাই খুব একাকিত্ব অনুভব করছিলাম আর বার বার তোমার কথা মনে পড়ছিল !এই মনে পড়াটা কিন্ত অনিচ্ছাকৃত ....মনে পড়ে কি তোমার, যখন রাত্র জেগে জেগে তোমার সাথে কথা হত সেই তারা ভরা জ্যোস্না রাতে আর তুমি বলতে দেখ চাদটা কত সুন্দর আর আমি বলতাম চাদটা আমার ডান কানে ....
আর আমাদের কথা না হলে কেমন জানি পাগল হয়ে যেতাম না জানি কতদিন কথা হয়না! আর যখন তুমি তোমার হল থেকে কোন কাজে বাহিরে যেতে আমি সারাক্ষণ ফোন করে জানতাম তুমি ফিরেছ কিনা কেন জানি তোমার প্রতি অদ্ভুত মায়া কাজ করত আর এখনো সেই মায়া স্পর্শ করে আমায়...
কিছু মানুষ আছে যারা ভালবাসা করে ফেলে কিন্ত তা পায়না সবার কিসমত এক হয়না ! আমি প্রতিদিন দুয়া করি যেন আমার মত কিসমত কারো না হয় বিশেষ করে তোমার হে মায়াবিনী ....কেহ কেহ তো আছে যার ভালবাসার মানুষের সাথে কথা বলতে
পারে,তার হাসি শুনতে পারে এবং তাকে অবলোকন করতে পারে, কিন্ত আমি তাও করতে পারিনা, কারন তোমায় ভালবাসার আগে শর্ত দেইনি যে তুমি সারাজীবন আমার হয়ে থাকবে ! ভালবাসার মাঝে শর্ত চলে না, তো আফসোস থাকা উচিৎ না,যদিও সে আজ আমার কাছে নেই আজও তাকে ততটুকুই ভালোবাসি যা আগে বেসেছিলাম! এই জন্য না যে অন্য কাউকে পাইনি !বরং এইজন্য যে তোমাকে ভালবাসার কারনে অন্যকাউকে ভালবাসার ফুরসুৎ ই পাইনি! যখনই তোমার ইয়াদ আসে তখনই চোখ দুটো বন্ধ করি আর তুমি সামনে চলে আস... আজ এত সহজেই কিভাবে ভুলে যাব তোমায় ??
ভালবাসাটা একটা জীবনের মত হয় আর ভালবাসার প্রতিটি মুড় সহজ সাদাসিধা নয় আর প্রতিটি মুড়ে খুশিও নেই তাই বলে কি আমরা জীবনকে ভুলে যাই আর ভালবাসা কি করে ভুলে যাব??? ....কেহ ভাসবাসুক সে তোমাকেই ভালবাসুক..যেমন আছ তেমন ভাবেই ভালবাসুক ! কেহ তোমাকে পরিবর্তন করে ভালবাসে, তাহলে সেটা ভালবাসা না, সওদা, আর মায়াবিনী ভালবাসায় সওদা চলেনা !
শুনেছি পুরুষ লোক মনের দিক থেকে খুব কমজুর হয় ,তারা এটাকে স্বাভাবিক নিয়ম বানিয়ে নেই ,কিন্তু এটাও ভুলে যায় হৃদয়ের সামনে কোন নিয়মই টিকেনা ! আর মেয়েরা দুর্বল প্রকৃতির পুরুষদের এতটা গভিরে অনুভুতি দেয় হৃদয়ের আত্নীয়তা তার শ্বাস নিঃশ্বাসে গেতে ফেলে !!নিয়মে নাই যে প্রকাশ করার দ্বারাই হৃদয়ের বন্ধন হয় !!আবার কখনো কখনো হৃদয়ের কথা প্রকাশ করার দ্বারাই তা ভেঙ্গে চুরমার হয়ে যায় !
তুমি ঝড়ের বেগে এসে আমাকে ঝরাপাতার মত উড়িয়ে নিয়ে গেলে, আমি পড়েছি এবং শুনেছি , ভালবাসা এমন হয়, অমন হয় ,কিন্তু কখনো তা বুঝেইনি! আমি তো তখনো বুঝিনি, যখন তোমার সাথে চন্দ্রিমা রাতে কথা হত এতদিন অতিবাহিত হওয়ার পরও বুঝিনি,কিন্তু যেদিন তুমি আমায় ছেড়ে চলে গেলে তারপর থেকে নিজেকে অসহায় নিঃসঙ্গ মনে হয়, বার বার সেই অতিতে ফিরে যাই তোমাকে ফিরিয়ে আনতে চাই,কিছু শুনতে চাই বলতে চাই কিসে যেন বাধা দেই বলতে পারিনা যদি প্রেম ভালবাসা এটাই হয় তাহলে সারা জিন্দিগি তোমার নামে করে দিলাম হে মায়াবিনী ২৫/২৬ টা বসন্তে এমন প্রথম লেগেছে অদেখা অজানা কেউ যেন এসেছে আমার ভাবনার বাগানে , চোখের পাতা বন্ধ তারপরও একটা অস্পষ্ট মানবীর ছায়া, হৃদয়ের দরজায় কেহ কড়া নেড়ে যায়, কাজল
কালো, টানা টানা হরিনী চোখ দুটি আমাকে বলে যায়, দুহাতের মাঝে পর্দার মত ভেসে আসে তার চেহেরা...তার শ্বাস নিঃশ্বাস কারানফুলের সুভাসে আমাকে বিমুগ্ধ করে মাতাল করে যায় তার হাতের স্পর্শে গন্ধ এখনো লেগে আছে আমার কালো কেশে...
কেহ কেহ আমাকে বলে , আমি তোমার উপযুক্ত নই তাহলে কি হয়েছে ? আমার শুধু তুমি ছাড়া আর কেহ আমার কল্পনায় আসেনা, আর তোমার নাম ব্যাতিত অন্য কোন নাম আমার হৃদয়ে নেই , আবার কেহ কেহ বলে আমি একটা উম্মাদ, পাগল , কারন আমি তোমাকে অন্ধ ভাবে ভালোবাসি .... যখন ছোট্ট ছিলাম কোন মুরুব্বি কাছে শুনেছিলাম মহিলা আর পুরুষের মাঝে কোন পার্থক্য নেই একে অপরের জন্য কিন্ত যখন বড় হলাম তখন বুঝে আসল যে ঐ কথাটা কতইনা অবাস্তব। মেয়েরা কুরবানি দিয়ে আসে জীবনের প্রতিটি পদে পদে কখনো মেয়ে হয়ে ,আবার কখনো বোন হয়ে, কখনো আবার স্ত্রী হয়ে তাদের স্বপ্ন আসা আখাংকা চাওয়া পাওয়া কুরবানি করে এটাই জীবনের বাস্তবতা !!!
১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:০৯
স্পর্শ বলেছেন: জনাব আপনার থেকে এমন মনব্যের আসা করিনি , আমরা আপনার মত বড় মানের লেখক নই ...তবে ধন্যবাদ রইল ম্যাও ম্যাও পোস্ট পড়ার জন্য....
২| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮
অপরিচিত মানব শুণ্য বলেছেন: অসাধারণ.........
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: ম্যাও ম্যাও পোষ্ট।