নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পর্শ করতে চাই তাকে, কিন্তু পারিনা তবুও চেয়ে তার পথ ছুয়ার আসায় ।

স্পর্শ

স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।

স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষার্থীদের এই আন্দোলন সফল ,তবে চাই তার বাস্তবতা..।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২১

যারা আইনের রক্ষক সেই আইন ভঙ্গ করে তেমনি একজনকে পেয়েছেন ছেলেরা

বাংলাদেশ প্রথমবারের মত দেখল ইমার্জেন্সি লেন!
যে লেনে শুধু এম্বুলেন্স চলবে!




এই আন্দোলন কতদূর গিয়ে থামবে এখনো জানিনা। তবে ইতোমধ্যে যা ফলাফল দেখছি তা আশানুরূপ। ছাত্ররা ইতিহাস সৃষ্টি করেছে। ভীতি সৃষ্টি করেছে সকল ডিপার্টমেন্টের গাড়ি চালকদের মনে। লাইসেন্স না থাকার কারণে পুলিশ শিক্ষার্থীদের সামনে আত্মসমর্পণ করেছে। মন্ত্রীরা যান চলাচলে অনিয়মের কারণে পিছে হঠতে বাধ্য হয়েছে।আজ আনসার বাহিনীর গাড়ির এক ড্রাইভার লাইসেন্স না থাকার কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখে ভয়ে গাড়ি থেকে নেমে পালিয়েছে। সাধারণ লাইসেন্স বিহীন ড্রাইভাররাও এখন চাইলেই গাড়ি নিয়ে রাস্তায় নামছে না। লাইসেন্সধারী ড্রাইভাররা বুঝে শুনে সতর্কভাবে গাড়ি চালাচ্ছে। রাজপথে শৃঙ্খলা ফিরে এসেছে। জনমনে কিছুটা হলেও ফিরেছে স্বস্তি।


ছাত্রদের গায়ে হাত লাগালে খবর আছে..!!..কিয়ামত শুরু হবে কিয়ামত..!!


যত পরিকল্পনাই করেন না কেন এরা থামবে নাহ..!!..কাজেই স্টুডেন্টদের দমানোর জন্য এদের গায়ে লাঠি,টিয়ারশেল মেরে আমাদের খেপাইয়েন না..!!..তাইলে কোন ভার্সিটি বাদ যাবে নাহ..!!..সব কিছু অচল করে দেয়ার ক্ষমতা রাখে তারা.!!.

যৌক্তিক আন্দোলনে নিরপরাধ ছাত্রদের উপর নৃশংসভাবে নগ্ন হামলা ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,আ'লীগ এর জন্য আশ্চর্য হবার মতো কোন বিষয় নয়।

মিরপুরে আন্দোলনকারী ছাত্রদের ওপর সন্ত্রাসলীগের হামলা।

সবাই ওদের প্রতিহত করুন।


মোটামুটি আপত্তিকর শব্দগুলো হলো,

পুলিশ *দার টাইম নাই
পুলিশ তোমায় *দি না
পুলিশ কোন চ্যাটের বাল
নেতা তোমায় *দি না
লাঠি যায়গামত ভরে দেবো
পুলিশ আমার শা*য়ার বাল
মদ খাবি পুলিশ *দবি ইত্যাদি ইত্যাদি!

এক্ষেত্রে সর্বশেষ শ্লোগানটায় ভয়াবহ রকমের আপত্তি আছে কারন এই শ্লোগানটা একটা বড্ড মাতাল এবং সামাজিক ভাইরাস ছড়ানো ব্যাক্তি থেকে প্রভাবিত। পংপং জেলে না থেকে বাইরে থাকলে এ জাতীয় শব্দ আরো দেখা যেতো হয়ত। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকের কুফল। এছাড়া "ভরে দেবো" "শা*য়ার বাল" এবং চ বর্গীয় বেশ কিছু শ্লোগানের ফেস্টুনগুলো মেয়েদের হাতে থাকা একটু আপত্তিকর। এক্ষেত্রে মেয়েদের প্রতি যৌণ নিপিড়নের একটা বিশ্রি রকমের ভয় আছে।

বিশেষ করে ফেস্টুন সম্বলিত যে মেয়েদের ছবিগুলো ভাইরাল হয়েছে ওদের পরবর্তি জীবনের উপরও এর প্রভাব পড়তে পারে। এজন্য ছবি প্রচারের নিয়ম না মানা ফেসবুকাররা দায়ি থাকবে।
শিক্ষার্থীদের ব্যবহৃত শব্দগুলোকে শুনতে অশ্লীল মনে হলেও আমি এতে অশ্লীলতা খুঁজে পাচ্ছিনা। কারণ এটা দীর্ঘদিনের চেপে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। যেটা আমাদের মতো ভদ্রভাষীরা ব্যবহার করতে পারিনি তা কোমলমতি শিক্ষার্থীরা ব্যবহার করে দেখিয়ে দিয়েছে। এবং বুঝিয়ে দিয়েছে রাষ্ট্রের সব সেক্টরের কর্মীরা যখন নির্লজ্জ হয়ে ওঠে তাদের উদ্দেশ্যে সুন্দর আর সাবলীল ভাষা প্রয়োগ মোটেও কাম্য নয়।


"ঢাকায় পুলিশ, মধ্যবয়সী এক নারীর ব্যাগ সার্চ করে কিছু না পেয়ে মহিলাকে জিজ্ঞেস করলো আপনার সন্তানেরা কে কী করে?

জবাবে মহিলা বললেন, বিয়ের পরে যে সন্তানগুলোর জন্ম হয়েছে তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার।

আর বিয়ের আগে যে সন্তানটি হয়েছে সে পুলিশে চাকরি করে"। সংগৃহী


মন্ত্রী বাহাদুরের কাণ্ড

তবে এরাতো নির্লজ্জ। এরা আইন বানায় শুধু পাবলিক ও দুর্বলদের জন্য। অথচ আইন সবার জন্য সমান হবার কথা ছিল। শিক্ষার্থীদের এই আন্দোলনে দেশের প্রতিটি ডিপার্টমেন্ট ও সেক্টরে যে অনিয়ম ও জবরদস্তি চলছে তার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।শিক্ষার্থীরা খুলে দিয়েছে অন্যায় অনাচার ও অনিয়মের বিরুদ্ধে ক্রমশ বন্ধ হয়ে আসা জনগণের চোখ। আর দেখিয়ে দিয়েছে শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন কীভাবে পরিচালনা করতে হয়। শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। কিন্তু আজও অনিয়মে জড়ায়নি তারা। তারা লড়ে যাচ্ছে। তবে কোনোপ্রকার ছাড় দিতে নারাজ। এই আন্দোলন সরকার, প্রশাসনের জন্য লজ্জা। এই আন্দোলন সরকার বিরোধীদের জন্য লজ্জা। সর্বোপরি এই আন্দোলন সফলই বলা যায়।

এগিয়ে যাও প্রিয় বেটারা। জয় তোমাদের হবেই হবে।ইনশাআল্লাহ

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

রাকু হাসান বলেছেন: ব্যক্তিগতভাবে আন্দোলনের বাস্তবতা নিয়ে সন্দিহান তবে আশাবাদী । অতীতের আন্দোলনগুলোর মত লোক দেখানো বাস্তবতার নামে প্রহশন না হোক । তবে এ প্রজন্ম এর দেওয়া মেসেজ টি মনে রেখে কাজ করা উচিত ।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৩২

স্পর্শ বলেছেন: জনাব ধন্যবাদ পড়ার জন্য তবে আসলেই এটা বংলাদেশ যে দেশে সব কিছুই সম্ভাব তিন বছরের শিশু আসামী হয় সেখানে এটা অসম্ভব কিছু নয়....

২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

উদাসী স্বপ্ন বলেছেন: সবুর করেন। কাল দেখেন কি ডলা দেয় সরকার। কোটার পোলাপান তো কেস খাইয়া শেষ হইয়া গেছে। এইবার এইসব পোলাপানের টাইম

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৪

স্পর্শ বলেছেন: ভাই যতই ডলা ডলি করুক কোন কাম হবে না হয়তো হিতে বিপরিত হতে পারে....

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ছাত্রদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। পাশাপাশি ভাষার প্রতিও কিছুটা নজর দেয়ার অনুরোধ জানাই। আন্দোলন, ক্ষোভ সম্পূর্নভাবে যৌক্তিক, কিন্তু তাদের কিছু প্ল্যাক্যার্ডের ভাষা অতি নিন্মমানের এবং নিন্দনীয়। অসুন্দরকে সুন্দর বলার অবকাশ নেই। আন্দোলন চলুক দুর্বার গতিতে।

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

স্পর্শ বলেছেন: ধন্যবাদ জনাব! হয়তো বা প্রথমে এই নিন্মমানের ভাষা গুলি যাদের উপর ছোড়া হচ্ছে তারাই ব্যাবহার করেছে আর সেইখান থেকেই বাচ্ছাদের আবিষ্কার আর এটা আসলেই খুবের ভাষা

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:২৭

স্পর্শ বলেছেন: পুলিশ কোন চ্যাটের বাল! ঐতিহাসিক এই বাক্যটি পুলিশের খুব গায়ে লেগেছে। কমেন্টের দুরবস্থা দেখে আমি আশ্চর্য হলাম। পাবলিকের থুথু এমনভাবে নিক্ষেপ হচ্ছে যে থুথুর বন্যায় পুলিশ ভেসে যাবে। এখান থেকে অন্তত কিছুটা হলেও পুলিশের শিক্ষা নেওয়া চাই।

পুলিশ হচ্ছে দেশের সেবক। অসংখ্য দ্বায়িত্বভার রয়েছে পুলিশের। কিন্তু বর্তমান সময়ের পুলিশকে পুলিশ বললে চরম চুল হবে। বর্তমানের পুলিশ হচ্ছে পুলিশলীগ। কাজে কর্মে ব্যাবহারে আচরণে পুলিশ বলতে গেলে সত্যিকারের পুলিশের অপমান হবে সন্দেহ নেই। আজকের স্কুলছাত্র ছাত্রীদের সামনে পুলিশ একটি অযোগ্যআবুল বলেই জাতির কাছে চিহ্নিত হয়েছে।

যেসব পুলিশ ইয়াবা পকেটে নিয়ে পথচারীর পকেটে ঢুকিয়ে গ্রেফতার করে টাকা নিয়ে ছেড়ে দেয়। যেসব পুলিশ এমন কোন অবৈধ কাজ নেই যা করতে বাদ দেয়না। যেসব পুলিশ টাকার জন্য দিনমজুর গাড়ি চালক ফুটপাতে বসে চা পান বিড়ি বিক্রেতার কাছে থেকে ঘোষ নামক ভিক্ষা নেয় তাদেরকে এ জাতি পুলিশ বলে কখনও মেনে নেবেনা।

৫| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: অধিকার আদায়ের স্লোগান কখনো অশ্লীল হয় না, অশ্লীলতা খুজতে যাওয়াটাই অশ্লীল।

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

স্পর্শ বলেছেন: জি জনাব আপনার সাথে একমত ...

৬| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

আল আমিন সেতু বলেছেন: যদি এই অশ্লীলতা দেখে সুশীল বোবা বুদ্বিবেশ্যাদের মুখ ওপেন হয় এর প্রতিবাদের জন্য,তবুও কম কীসে??/

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন থামাতে সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থীরা রাজপথ ছাড়েনি। সহসা তারা ঘরে ফিরছে না, এটা ধরে নিয়ে সরকার কঠোর হতে যাচ্ছে।

ছাত্র বিক্ষোভ কীভাবে বন্ধ করা যায়, তা নিয়ে গতকাল সন্ধ্যায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক সূত্র জানায়, সেখানে সবাই কঠোর অবস্থানে যাওয়ার বিষয়ে একমত হন। এ সময় পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়। শনিবার থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামতে পারে, এমন আভাস পাওয়া গেছে।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি যেদিকে গড়িয়েছে, তাতে কঠোর অবস্থানে যাওয়া ছাড়া উপায় নেই। আজই শেষবারের মতো সবাইকে সতর্ক করা হয়েছে। সংবাদ সম্মেলন করে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হলো। এতে পরিস্থিতির উন্নতি না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিকল্প থাকবে না

সূত্র - প্রথম কালো
অতএব আরো সাবধানী আরো সুসংহত ব্যাপক আন্দোলন কাম্য।

৭| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

স্পর্শ বলেছেন: জি জনাব যদি পুলিশ একশনে যাই তাহলে ছাত্ররাও ছাড় দিবে না হিতে বিপরিত কিছু হতে পারে সেই১৯৯০ এর মত....

৮| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪

মোহাম্মদ এন ইউ ইসলাম নাজিব বলেছেন: এই আন্দোলন হচ্ছে লজ্জার আন্দোল। পুরো দেশকে বাচ্চারাা মেসেজ দিয়ে গেলো কিভাবে দেশ চালাতে হয়।তাদের নিয়ে আমাদের গর্ব করা উচি।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

স্পর্শ বলেছেন: একমত আপনার সাথে জনাব...ধন্যবাদ

৯| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

সফল?


আজকে মগবাজারে একটি বাস দুর্ঘটনা ঘটিয়েছে। গাড়িতে আগুন জ্বলছে! এইটা সফলতা না। সফলতা একদিনে আসে না।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

স্পর্শ বলেছেন: ১০০% না হোক ৫০% তো সফল জি সফলতার ফল আনতে অনেক কষ্টকর .....ধন্যবাদ

১০| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

ভ্রমরের ডানা বলেছেন:
১% ও না! সফলতা রাস্তা ব্লক করে গাড়ি ভেঙে আসে না। সফলতা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া!

১১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: সরকার ডলাডলি, পিডাপিডি কইরা আন্দোলন অফ করে দিতে পারে, কিন্তু ছাত্রছাত্রীদের ভিতরের ক্ষোভ কি মুছে দিতে পারবে?
এভাবে চলতে থাকলে সরকারের পতন অনিবার্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.