![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।
আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককেওরফে কালা মানিক ভারতে পালিয়ে গিয়েও বাঁচতে পারেনি। লোকজন গলায় গামছা বেঁধে এপারে টেনে এনেছে। সাথে মারধর ছিল ফ্রি। ক্ষমতার দম্ভে মিথ্যা নাটক সাজিয়ে যাদেরকে বিচারক হত্যা করেছে তারা বীরের বেশে মহান রবের কাছে ফিরে গিয়েছেন। আর মানিক চোরারা চোরের মত পালিয়ে বাঁচতে চেয়েও জিল্লতি আর অপমান এর জীবন থেকে বের হয়ে আসতে পারছে না। সত্যিই আল্লাহ তায়ালা সকল বিচারকের উপর মহান বিচারক।
এক সময়ের প্রতাপশালী বিচারক এখন রাস্তার ফকির! কোথায় গেলো তোদের হম্বিতম্বি কোথায় তোদের অহংকার?
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেননা।
কালো মানিক টা ভালো হয়ে গেছে নাকি?? সারা জীবন সে দাঁড়ি টুপির বিরুদ্ধে ছিল!! গ্রেফতারের সময় দেখা যায় দাঁড়ি টুপি তার বাঁচার সম্বল। কিন্তু কপালের পট খারাপ।
এখন কোথায় তার দম্ভ?? সব কলা পাতায় মিশে গেছ
আল্লাহ সুবহানাহু তা'য়ালাকে সাক্ষী রেখে বলছি।
বিচারপতি মানিককে আটক করার ভিডিওটা দেখে আমি কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম। কিছু সময় মুখ দিয়ে কোন কথা বের হচ্ছিল না। এভাবে কয়েক মুহূর্ত অতিবাহিত হওয়ার পর আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। তারপরআমার সহধর্মিণীকে ভিডিওটা দেখিয়ে বলি;
বিশ্বাস করো, আজকের এ দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা খুব অস্থির অস্থির লাগছে। এই লোকটা যদি পুলিশের হাতে গ্রেফতার হতো, তবুও সে এতটা লাঞ্চিত হতো না। কিন্তু আল্লাহ তাকে এভাবে ধরা খাইয়ে চূড়ান্ত পর্যায়ের অপদস্ত করলেন। এমন দৃশ্য দেখে খুব ভয় লাগছে। আল্লাহ কখন কাকে কীভাবে ধরে বসেন।
লা-হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম।
নিশ্চয়ই আমাদের রবের পাকড়াও 'ভীষণ কঠিন' ||
২| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১২
ইএম সেলিম আহমেদ বলেছেন: বিচারপতি মানিকের দখলে ৯০০ কোটি টাকার জমি
বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার। বিচারপতির আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান-অপদস্থ করা, বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতর তুলকালাম, রাস্তায় সালাম না দেওয়ায় ট্রাফিক পুলিশকে আদালতে তলব, ২১ জন সিনিয়রকে ডিঙিয়ে পদোন্নতি, সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টকশোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণসহ নানা বিতর্কের জন্ম দিয়েছেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
৩| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
আলামিন১০৪ বলেছেন: এর মতো অহঙ্কারী বদমেজাজী লোক দ্বিতীয়টি বোধ হয় নেই, এঁর কি কোন ভালো গুণ আছে?
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৫
জুল ভার্ন বলেছেন: পালাবি কোথায়.....
স্বৈরশাসক গনহত্যাকারী শেখ হাসিনার অন্যতম দোসর সাবেক কালোআইনমন্ত্রী আনিসুল হক লেংটি পড়ে এবং রাক্ষস সালমান এফ রহমান দাড়ি কেটে লুংগী খুলে পালানোর সময় ধরা খেয়েছে। বিচারপতি নামের কলংক শামসুদ্দিন চৌধুরী ওরফে কালা মানিক দাড়ি রেখে পালানোর সময় লাথি গুতা খেয়ে ধরা পরেছে... সবারই গন্তব্য হাসিনার মতো ইন্ডিয়া... কিন্তু শেষ রক্ষা হবে না।