নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পর্শ করতে চাই তাকে, কিন্তু পারিনা তবুও চেয়ে তার পথ ছুয়ার আসায় ।

স্পর্শ

স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।

স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

মাইলস্টোন কলেজ ট্রাজেডি: আগুন শুধু শরীর পোড়ায়নি—পুড়িয়েছে আমাদের বিবেক, পুড়িয়েছে আমাদের সমাজ।

২২ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৪৪




মাইলস্টোন কলেজ ট্রাজেডি: আগুন শুধু শরীর পোড়ায়নি—পুড়িয়েছে আমাদের বিবেক, পুড়িয়েছে আমাদের সমাজ।

স্পট থেকে ফিরেই তাকওয়া ফাউন্ডেশনের কর্ণধার, আমাদের বড় ভাই মাওলানা গাজী ইয়াকুব সাহেবের কণ্ঠে কাঁপা-কাঁপা স্বর…

> "এক বাবা বারবার বলছিলেন, ছেলের লাশ চাই না—এক টুকরো কয়লা দিন… যাতে কবরে নামিয়ে বলতে পারি—এই আমার সন্তান।"
কী নিদারুণ অনুরোধ! কী অসহ্য বেদনা!

এই আগুনে কেউ ছুটছিল সাহায্য নিয়ে,
আর কেউ ব্যস্ত ছিল—ভিউ কামাতে, ভিডিও তুলতে, লাইভ করতে।
কেউ কেউ আবার সামনে দাঁড়িয়ে রীতিমতো ডাকাতি করছিল নিঃস্ব, পোড়া শিশুগুলোর অসহায়তা দেখে!
এটাই কি আমাদের সমাজ?

একজন সিএনজি চালক—উত্তরা থেকে বার্ন ইউনিটে নিতে চাইলো ২ হাজার টাকা ভাড়া, যেখানে আসলে লাগে মাত্র ৫০০।
আগুন শুধু শরীর পোড়ায়নি—পুড়িয়েছে বিবেকহীনদের মুখোশ,
এবং উন্মোচন করেছে আমাদের বুনো, লোভী, অমানবিক চরিত্র।

---

কাজের অনেক ছবি থাকা সত্ত্বেও—

তাকওয়া ফাউন্ডেশনের টিম সাহস পায়নি তা পোস্ট করতে।
ঘৃণা হয়েছে নিজের ছবিও প্রকাশ করতে—
কারণ, এই ঘটনার সামনে নিজের প্রচার লজ্জাজনক।

---

এই দেশকে আল্লাহ বসবাসের জন্য বানিয়েছেন,

কিন্তু আমাদের বিবেকহীনতা, আমাদের স্বার্থপরতা, আমাদের নিষ্ঠুরতা—
এ দেশকে বাসযোগ্য রাখেনি।
নগর সভ্যতার ছদ্মবেশে আমরা এখন লাশের ওপরেও হাঁটি,
বাঁচা-মরার মধ্যে আর কোনো তফাৎ রাখি না।

---

এ যেন জাতির বিবেকের এক ভয়ংকর দগ্ধ অধ্যায়।

মাইলস্টোনের শিক্ষার্থী, শিক্ষিকা মেহেরীন চৌধুরী, নিরীহ পথচারী, বাবা-মা—
সবার মৃত্যু ছিল কেবল আগুনের নয়, ছিল আমাদের নীরবতার কারণে, আমাদের নিষ্ক্রিয়তার কারণে।

---

হে আল্লাহ, আমাদের সমাজটাকে আবার মানুষ বানিয়ে দাও।

দয়া করে আমাদের হৃদয়ে নৈতিকতা, সহানুভূতি, দায়িত্ববোধ ফিরিয়ে দাও।
আমিন।

---


#মাইলস্টোন_ট্রাজেডি
#তাকওয়াফাউন্ডেশন
#আমাদেরসমাজ_কোথায়
#অমানবিকতা_নামক_ভাইরাস
#জাগোবিবেক
#BurntGeneration
#TragedyOfConscience

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০৫

ফেনা বলেছেন: আমি নিজের চোখে পানি ধরে রাখতে পারছি না। আল্লাহ তুমি তাদের দেখ....

২২ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২৬

স্পর্শ বলেছেন: আমার শরিরের পশম দাঁড়িয়ে আছে। ধন্যবাদ জনাব।

২| ২২ শে জুলাই, ২০২৫ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: এই ঘটনা আমাকে প্রচন্ড যন্ত্রনা দিচ্ছে।

২২ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২৭

স্পর্শ বলেছেন: মানুষের বিবেক দেখে হতবাক না হয়ে পারছিনা। ধন্যবাদ জনাব।

৩| ২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪১

আমি নই বলেছেন: আমরা সম্ভবত দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.