নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পর্শ করতে চাই তাকে, কিন্তু পারিনা তবুও চেয়ে তার পথ ছুয়ার আসায় ।

স্পর্শ

স্পর্স করতে চাই তাকে কিন্তু কিছুতেই পারিনা,তবুও আসায় আছি তার পথ চেয়ে।

স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

৩৬জুলাই — জাতির আত্মজিজ্ঞাসার দিন

২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১১:৪০





#হাসিনা৩৬জুলাই — জাতির আত্মজিজ্ঞাসার দিন

৩৬ জুলাই আজ কেবল একটি তারিখ নয়, এটি একটি প্রতীক — আত্মত্যাগ, রাষ্ট্রযন্ত্রের দুর্বৃত্তায়ন, এবং জনগণের ঘৃণাভরা প্রশ্নের দিন।

"একটা বছরও পার হয়নি" — এ কথাটি মনে করিয়ে দেয়, রাষ্ট্রের ভিতরে যতটুকু প্রতিজ্ঞা ছিল পরিবর্তনের, তার কতটুকুই বা পূরণ হয়েছে? শহীদদের রক্ত কি কেবল পোস্টারে, ব্যানারে, অথবা সামাজিক মাধ্যমের আবেগেই সীমাবদ্ধ?

"বিভেদ আর ক্ষমতার লোভ" — জাতির সবচেয়ে বড় ব্যর্থতা এখানেই। আন্দোলনকে কেন্দ্র করে যারা নেতৃত্বের দাবিদার, তাদের চেহারায় জনগণ খুঁজে পায় না সেই আত্মত্যাগের ছায়া।

" আবু সাঈদ, মুগ্ধ নাফিসা, সৈকত " — এরা কেবল নাম নয়, তারা বাংলাদেশের সম্ভাবনার প্রতীক। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র বা তথাকথিত পরিবর্তনকামী নেতৃত্ব এই নামগুলোকে যথাযোগ্য সম্মান দিতে পেরেছে কি?

"রাষ্ট্রযন্ত্রের স্বচ্ছতা নেই" — প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ — কোথাও জনআস্থার ছায়াও নেই। এখানেই প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

শেষ প্রার্থনা — “আল্লাহ হেদায়েত দিন” — যখন রাজনৈতিক নেতৃত্ব ধোঁকা দেয়, তখনই জনগণ আল্লাহর দিকেই ফিরে তাকায়। এই হেদায়েতই হোক ভবিষ্যতের পথ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৩

কাঁউটাল বলেছেন: প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাউয়ামী বাল কুকুরদেরকে বের করে দিতে হবে। নাইলে দেশে শান্তি আসবে না।

২| ২৬ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫২

অন্ধকারের আলোর দিশারী বলেছেন: ওয়াশিমের নাম কোই? আর জুলাইকে জাতীয় চিলড্রেন পার্টি ওইভাবেই ব্যবহার করচে যেভাবে আওয়ামী লীগ ৭১ এর চেতনাকে পুজি করে এসেছে.। এদেশে আসলে অপসংস্কৃতির রাজনীতি বন্ধ হবে না। এট লিস্ট আমাদের জিবদ্দশায় আমরা এদেশকে ভালো দেখে যেতে পারবো না।

৩| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: জুলাইতে কত গুলো প্রান গেলো। সেই প্রান গুলোতো আর ফিরে আসবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.