নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপার্থিব অপূর্নতা

"অপার্থিব অপূর্নতা শব্দটা আমার বিশেষ প্রিয়। আভিধানিক ভাবে কী অর্থ তা ঠিক জানা না থাকলেও আমি আমার মত একটা ব্যখ্যা বানিয়ে নিয়েছি বৈকি। অপার্থিব অনূভূতির ক্ষেত্রে আমার মন-এ হয় যে, আমরা সব সময় অপূর্নতা বয়ে বেড়াই।

আশফাক সফল

তেমন কোন স্বপ্ন নিয়ে আমার এই ব্লগ যাত্রা শুরু নয়, বেশ খানিকটা হুজুগ আর অন্যদের দেখাদেখি শুরু করা। কোন বিশেষ কেউ নয়, আমজনতার একজন ব্লগার হিসাবে নিজেকে দেখতে চাই।

আশফাক সফল › বিস্তারিত পোস্টঃ

যেন Charles Dickens এর Great Expectations এর শেষ দৃশ্য

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

নিমগ্ন হইনি তোমার কথায় –

ছিলাম যতটা সমকালীন গল্পের সমারোহে,

খুঁটিয়ে দেখিনি খোঁপার কাঠ-বেলি –

পরখ করেছি জলরঙের মসৃণতা।



খুঁজেছি লক্ষ বছর আগের আলোর স্পর্শ

ম্রিয়মাণ হলদে নক্ষত্রের মাঝে,

তারপর বেসেগেছি ভালো

শুধু তোমাকেই প্রিয়তমা।



তারপরও খুঁজে বেড়াই

কুয়াশামাখা বিকেল – বিচ্ছেদহীন স্পর্শ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.