![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরমের দিন। হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামলো। একধরনের আঁশটে গন্ধ আপনার নাকে এসে লাগলো। আপনি ঘরের ভেতরে থাকলেও বুঝতে পারবেন বাহিরে বৃষ্টি হচ্ছে। গন্ধটির সাথে আপনি পরিচিত এবং গরমের পর হঠাৎ বৃষ্টি হলেই এই আঁশটে গন্ধটি পাওয়া যায়। আমরা সাধারণত এই গন্ধটাকে "সোঁদা মাটির গন্ধ" বা "সোঁদা গন্ধ" বলে থাকি।
এখন প্রশ্ন হচ্ছে গন্ধটা কোথা থেকে আসছে? মাটিতে কি আলাদা কোন গন্ধ আছে যা বৃষ্টি হলেই বের হয়??
মজার ব্যাপারটা হচ্ছে এই গন্ধটা মাটি থেকে আসে না। আসে একটিনোমাইসিটিস গোত্রের এক ধরণের ব্যাক্টেরিয়ার গাত্র থেকে। ব্যাক্টেরিয়াটির মৃতদেহে একধরনের জৈব রাসায়নিক পদার্থের তৈরি হয়। যার নাম জিওস্মিন। বৃষ্টির পানি যখন পদার্থটির সংস্পর্শে আসে তখন এই আঁশটে গন্ধের সৃষ্টি হয়। গরম শুষ্ক পরিবেশে বৃষ্টি হলে এই গন্ধের মাত্রা বেড়ে যায় কেননা তখন বাতাসে অন্যান্য জৈব পদার্থের পরিমান কম থাকে।
যেভাবেই সৃষ্টি গোক না কেন, গন্ধটা বেশির ভাগ মানুষের কাছেই খুব প্রিয়।
কিছুদিন আগে একটি বিজ্ঞান আর্টিকেল থেকে তথ্যগুলো জানলাম।
সামুবাসীদের সুবিদার্থে নিজের ভাষায় তথ্যগুলো শেয়ার করলাম।
২| ২৪ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৫
ড. জেকিল বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ!
৩| ২৪ শে মে, ২০১৪ দুপুর ১:২২
আশফাকুল হক শুভ বলেছেন: জ্ঞান দেয়া মনে করলে জ্ঞান দেওয়া। ছোট্ট একটা মজার তথ্য শেয়ার করলাম। সবার মাইন্ড তো এক না। কেউ ভালো ভাবে নিবে আবার কেউ নিবে না, এটাই স্বাভাবিক। @নিঃশব্দ শিশির
৪| ২৪ শে মে, ২০১৪ দুপুর ১:২৪
আশফাকুল হক শুভ বলেছেন: ধন্যবাদ @ড. জেকিল
৫| ২৪ শে মে, ২০১৪ দুপুর ২:০৯
জলমেঘ বলেছেন: বৃটির গন্ধটা আমার সবসময়ই প্রিয়। কিন্তু শহুরে এলাকা মনে হয় এই ভাইরাসগুলোরও খুব একটা পছন্দ না। বৃস্টিগুলো গন্ধ বিহীন
৬| ২৪ শে মে, ২০১৪ দুপুর ২:৪৭
আশফাকুল হক শুভ বলেছেন: হা হা...এইটা সত্যই যে শহর এলাকাই এই গন্ধটা পাওয়া যায় না
৭| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল! ইন্টারেস্টিং ব্যাপার। আগে জানা ছিল না।
৮| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:০১
আশফাকুল হক শুভ বলেছেন: আমিও কয়েকদিন আগেই জানতে পারি। ভালো লেগেছে দেখেই শেয়ার করলাম সবার সাথে
৯| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:১৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এই গন্ধ আমি ছোটবেলা থেকেই চিনি এবং ধরেই নিয়েছিলাম ওটা মাটিরই গন্ধ। যেমন ভাত রান্নার সময় একটা (ভাত-ভাত) গন্ধ আসে।
তথ্য শেয়ার করবার জন্য ধন্যবাদ।
১০| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৫৮
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: ধন্যবাদ, আমার কাছে গন্ধটা ভাল লাগে।
১১| ২৬ শে মে, ২০১৪ রাত ৩:১৬
আশফাকুল হক শুভ বলেছেন: বেশির ভাগের ধারণাই থাকে এটি মাটির গন্ধ, আমিও আগে এটাই মনে করতাম
১২| ২৬ শে মে, ২০১৪ ভোর ৫:১০
আলফা-কণা বলেছেন: খুব সুন্দর তথ্যবহুল পোস্ট। জানতাম না বাপারটা। জানলাম। ++
একজন দেখলাম মন্তব্য করলো, গেন বিতরণ নিয়া। কিছু লোক আছে, এই টাইপের কথা বইলা মানুষের আগ্রহ নষ্ট করে দেয়। এগুলির কাছ থিকা যত দুরে থাকা যায় তত ই ভালো, কিন্তু দেখবেন ঠিক ই
সাইধা সাইধা ঝগড়া করতে আসবে, কারণ এগুলির নিজের কোনো কাম নাইকা মানুষ কে হিংসা করা ছাড়া।
১৩| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:৫০
আশফাকুল হক শুভ বলেছেন: ব্যাপার না ভাই....এক এক জনের মন অমানুষিকতা এক এক রকম। আশা করি উনি উনার ভুল বুঝতে পারবেন
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৯
নিঃশব্দ শিশির! বলেছেন: দুনিয়াতে কিছু মানুষ আছে, তাদের একমাত্র কাজ হচ্চে জ্ঞান বিতরণ করা। আপনি সেই দলের।
এতো জ্ঞান মানুষ যে কই পায় সেটাই বুঝি না।