| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আডলফ হিটলার। খ্রিষ্টান ধর্মের অনুসারী। ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে নেতৃত্ব দেন।
প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান বাহিনীতে স্বেচ্ছা সেবক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তিনি তৎকালীন জার্মানির ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাৎসি পার্টির নেতা হোন এবং জার্মান শাসন করেন।
ব্যক্তিগত ভাবে হিটলার ছিলেন কমিউনিস্ট বিরোধী এবং প্রচন্ড রকমের ইহুদী বিদ্বেষী। যার উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা যায়। হিটলারের নেতৃত্বে নাৎসি সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হত্যা করে প্রায় ১ কোটি ১০ লাখের উপর মানুষ!!! এর মধ্যে প্রায় ৬০ লক্ষ মানুষই ইহুদী। ইতিহাসে এ অমানবিক গণহত্যা হলোকস্ট নামে পরিচিত।
কিন্তু বর্তমানে ফিলিস্তিনের উপর ইসরাইলী হামলার ফলে কিছু পাবলিক হিটলারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে। অনলাইনে অফলাইনে সব জায়গায় হিটলারে দেয়া বাণী ছড়াচ্ছে। তাদের আফসোস কেনো হিটলার সকল ইহুদীদের মারলো না!!! অর্থাৎ, এক গণহত্যার নিন্দা করতে যেয়ে তারা ইতিহাস আলোচিত সবচেয়ে বড় গণহত্যাকে হালাল করে দিচ্ছে।
আসলে কি ঘটেছিলো??? হিটলার একজন চরম ইহুদী বিদ্বেষী লোক ছিলেন। তাছাড়া সেই সময়ে পুরো ইউরোপে ইহুদীর সংখ্যও যথেষ্ট পরিমানে ছিলো। হিটলার ব্যক্তিগত কারণ এবং ক্ষমতার জন্যই এই নৃশংস হত্যাকান্ড চালায়। আপনার কাছে ১ কোটি মানুষের মৃত্যু যদি কিছুই না হয়ে থাকে তবে ২শ মানুষের জন্য আপনার কান্না মানায় না।
কোন হত্যাই কাম্য নয়। হোক তা মুসলমান, ইহুদী, অথবা খৃষ্টান।
মানবতার জয় হোক
২|
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
এসব চলবে না..... বলেছেন: অত সুশীল সাইজেন না।
আপনে যেই ইহুদীদের জন্য কান্নাকাটি করে ব্লগে পোষ্ট দিলেন তারা আজকে কি করছে দেখছেন তো?
যখন সিরিয়া, ইরাকে, ফিলিস্তিনে লাখ লাখ মুসলিম মারা যায় তখন কান্নাকাটি কই থাকে জনাব?
হিটলার খারাপ, মুসলমান খারাপ, ফিলিস্তিন খারাপ আর ভালো খালি আপনাদের মত কিছু সুশীল।
থুঃ.....
৩|
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
এসব চলবে না..... বলেছেন: আরেকটা কথা বলতে ভুলে গেছি....আজকের পরিস্থিতি দেখে হিটলারকে চরমভাবে মিস করছি কারন আম্রিকা আর আপনাদের সুশীলতা ইসরায়েলকে থামাতে পারছে না পারবে ও না।
আর সবার কমেন্টের জবাব দিবেন। উত্তর কি আসে জানতে চাই।
নাকি পিছলাবেন?
৪|
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
শেখ আজিজুর রহমান বলেছেন: আমি ১ নং Comment এর সাথে একমত এবং আর বলতে চাই যে (এক জন মুসলমানের জীবন ) > (সকল ইহুদির জীবন)
৫|
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
কালীদাস বলেছেন: @এসব চলবে না...: আপনার নিকটা ইন্টারেস্টিং
যাকগে, মুসলিম জাতি সারা ইউরোপকে রেনেসার আগে সভ্য করেছে বর্বর থেকে; আমাদের কেন আজ এই হিটালারের দিকে তাকাতে হবে ইহুদীদের ** মারার জন্য? উত্তরটা আমার মত আপনিও জানেন। এই দেড় দুই কোটি জায়োনিস্ট সারা দুনিয়ায় ইউনিটি নিয়ে যেমনে চলে, মুসলিম জাহানের একটা দেশেও পারব না এরকম ইউনিটি দেখাতে। মানুষ তো আমাদের সাথে পারবেই। একমাত্র ব্যতিক্রম ১৯৬৭!!
৬|
১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৬
দাকুড়াল বলেছেন: কিনতু শুভর এত চুলকানি কেন? ইসরাইল থেকে পেমেনট কি সরাসরি পান?বর্বরতা সবাই চরম নিন্দা করে।
৭|
১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৯
আশফাকুল হক শুভ বলেছেন: @এসব চলবে না..... দুঃখিত, আজাইরা লাফাবেন না। পা মচকানোর সম্ভাবনা থাকে। পোস্টের সারমর্ম মনে হয় বুঝতে পারেন নাই। বেপার না, পোস্টে আমি কোথাও বলি নাই যে ইহুদী কর্তৃক মুসলমান মারা জায়েজ আছে। শুধু হিটলারের বিপক্ষেই লিখে হয়েছে। যে কোন প্রকার হত্যার বিপক্ষেই লিখা হয়েছে
৮|
১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১২
আশফাকুল হক শুভ বলেছেন: ইয়ে আম্রিকা কিছু করবে না তাতো সবাইরই জানা, কিন্তু আম্রিকার চামচা সৌদি বা অন্যান্য মিডেলইস্টের দেশগুলা কিছু বলে না কেন??? @এসব চলবে না
৯|
১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৪
জাহাঙ্গীর জান বলেছেন: শুভ সাহেব হিটলারকে মনে রাখার যথেষ্ট কারণ আছে, হিটলার অবশ্যই কিছুএকটা অবদান রেখে গেছেন একটি কথা আছে হয় উৎকৃষ্ট আর না হয় নিকৃষ্ট দুইভাবে মানুষ স্বরণীয় হয়ে থাকতে পারে, ।
১০|
১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৬
আশফাকুল হক শুভ বলেছেন: @দাকুড়াল.... পোস্ট ভালোভাবে পড়বেন তারপর কমেন্ট করবেন। বর্বরতা সবাই নিন্দা করলে, হিটলারকে এখন মানুষ খোজে ক্যান???
১১|
২০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৯
ডক্টর লেকটার বলেছেন: @আশফাকুল হক শুভ: Holocast নামের জিনিসটা যে কি পরিমাণ বিতর্কিত তা গুগলে একটা সার্চ দিলেই জানতে পারবেন। হিটলারকে US/UK এর চোখে না দেখে নাজিদের চোখে একটু দেখতে চেষ্টা করেন। তারপর ডিসিশন নিয়েন হিটলারের জাতীয়তাবাদ আসলে কতটা খারাপ ছিলো।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
পুরান লোক নতুন ভাবে বলেছেন: এইটা একটা উন্নত মানের ছাগলের পোষ্ট!! মুসলমানরা কিন্তু তখন হিটলারের পক্ষেই যুদ্ধ করেছিলো এটা কি তুমার জানা আছে!!