নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশের সিকায় বিকাল

আসিবি

আকাশে সিকায় বিকাল

আসিবি › বিস্তারিত পোস্টঃ

এই শোকের দিনে, সাধারণ ছুটির দিনে কেন ব্রাক ব্যাংক ও গ্রামীণ ফোন খোলা !!

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটি কার্যকর করেনি ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির চট্টগ্রামের একটি শাখায় কর্মরত একজন কর্মকর্তা বাংলানিউজকে একথা জানিয়েছেন। ওই ব্যক্তি ব্যাংক কর্তৃপক্ষের এই আচরণে ক্ষুব্ধ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, রাষ্ট্র যখন তার অভিভাবককে হারিয়ে শোকগ্রস্ত, সরকার যখন এই শোকের সঙ্গে সাধারণের একাত্মতা প্রকাশের সুযোগ দিতে ছুটি ঘোষণা করেছে তখন ব্র্যাক ব্যাংক তার শাখা খোলা রেখে অবমাননা দেখাচ্ছে। বিষয়টি ই-মেইল করে বাংলানিউজকে জানিয়েছেন ওই ব্যাংক কর্মকর্তা। তবে এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্ট‍া করা হলে তারা কোনো কথা বলতে রাজি হননি। বাংলাদেশ সময় ১৩৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৩

Click This Link





পাশাপাশি দেশের অন্যতম বড় টেলিকম কোম্পানী গ্রামীণ ফোন তাদের অফিস খোলা রেখেছে

এতে দেশের যারা ওখানে কাজ করছেন তাদের মর্মাহত । চাকুরী হারানোর ভয়ে তারা কিছু বলছে না।

এই কর্মকান্ড সরকারের ঘোষণার অবমাননা বলে মনে করি।

আজও কেন গ্রামীণ ফোন অফিস খোলা থাকবে।??

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

কালোপরী বলেছেন: দুঃখজনক

২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমাদের অফিসও খোলা :(

''শুধুমাত্র কোন রীতি বা নিয়মের খাতিরে নয়, স্বাভাবিক চিন্তাধারাও বলে - রাষ্ট্রপতির মৃত্যুতে অন্তত একটা দিন সরকারি ছুটি দেয়াটা প্রায় বাধ্যতামূলকই। কিন্তু সেটা কেন যেদিনেরটা সেদিন ডাকতে হলো?? সবাই বাসা-বাড়ি ছেড়ে কর্মস্থলে যাওয়ার পর কেন এটা জানানো হল? এটা কি গতকাল রাতে ঘোষণা করা যেত না? সরকারের এই সিদ্ধান্তটা মহান মানুষটির প্রতি এক ধরণের অসম্মান বলে মনে হল।'' ... (কপি নাফিস ইফতেখার)

৩| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

রফিকুজজামান লিটন বলেছেন: গ্রামীণফোন সাধারণ ছুটি ঘোষণা করেছে।

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

আসিবি বলেছেন: কখন??

৪| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

রফিকুজজামান লিটন বলেছেন: @ আসিবি: দুপুরে

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

আসিবি বলেছেন: জি
সংবাদ মাধ্যম থেকে পেদানি খাওয়ার পর নিশ্ছয়
ওদের চিনা আছে

৩ জী এর জন্য এরা দ্বারে দ্বারে ঘুরতাছে
লিখব নাকি তা??

৫| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

আহলান বলেছেন: ছুটির ঘোষণাটা দেরীতে হওয়াতে অনেক ক্ষেত্রেই সমস্যা হয়েছে .... এটার জন্য কে দায়ী?

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

আসিবি বলেছেন: সমস্যা হতেই পারে
কিন্তু না মানাটা যে না মানে তাদের উপর বরতায়

এটা বুঝতে হবে

৬| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

গ্রামের মানুষ বলেছেন:
এই ব্যাটারা (ব্র্যাক ব্যাঙ্ক আর গ্রামীণ ফোন) তো মহাবেয়াদপ! খারাপের খারাপ!! কত্ত বড় আস্পদ্ধা এখনও ছুটি দেয় নাই!!

৭| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

গেস্টাপো বলেছেন: সরকার কেন এত দেরীতে ছুটি ঘোষণা করলো :||

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আসিবি বলেছেন: ভাই আপনার বাসায় ভাত দেরীতে রান্না হলে কি আপনি না খেয়ে থাকেন?
এমন শোকের সময় সিদ্ধান্ত নিত সময় লাগতেই পারে
সবাই তো মানুষ কি বলেন?

৮| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

দি সুফি বলেছেন: বিটিসিএলও কিন্তু খোলা!

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আসিবি বলেছেন: Click This Link

৯| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আসিবি বলেছেন: Click This Link

১০| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩১

দি সুফি বলেছেন: বাংলানিউজও একটা সংবাদমাধ্যম, এদের কাছে নাকি আবার পাবলিক মেইলও করে - হাসতেই আছি =p~ =p~ =p~

১১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের অফিসও খোলা :(

''শুধুমাত্র কোন রীতি বা নিয়মের খাতিরে নয়, স্বাভাবিক চিন্তাধারাও বলে - রাষ্ট্রপতির মৃত্যুতে অন্তত একটা দিন সরকারি ছুটি দেয়াটা প্রায় বাধ্যতামূলকই। কিন্তু সেটা কেন যেদিনেরটা সেদিন ডাকতে হলো?? সবাই বাসা-বাড়ি ছেড়ে কর্মস্থলে যাওয়ার পর কেন এটা জানানো হল? এটা কি গতকাল রাতে ঘোষণা করা যেত না? সরকারের এই সিদ্ধান্তটা মহান মানুষটির প্রতি এক ধরণের অসম্মান বলে মনে হল।'' ... (কপি নাফিস ইফতেখার)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.