নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

বর্ণালিকে সেই ছোট্টটি দেখেছিলাম---নাচতে হলে চোখ লাগেই।

০৫ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০৯



জসীম উদ্দিন অসীম:

বর্ণালি চক্রবর্তী , এখন কুমিল্লা শহরের খুব পরিচিত একটি নাম। নৃত্যশিল্পী বর্ণালি। বর্ণালির আরও একাধিক বান্ধবী রয়েছে এ কুমিল্লা শহরে...সুবর্ণা ও সুখা তাদের মধ্যে উল্লেখযোগ্য। ওরা প্রত্যেকেই সিরিয়াসলি কিছু একটা করতে চায়-নৃত্যশিল্পের জন্য ওদের অগাধ ভালোবাসা। বিশেষ করে কবি নজরুলের অনেক অমর গানের নৃত্যরূপদানে বর্ণালি খুবই যতœশীল ছিল। কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে এখন আর বর্ণালিকে চিনে না , এমন কেউ আছেন কী না , আমার জানা নেই। তবে কুমিল্লা শহর এখন যে বর্ণালিকে চিনে , বর্ণালিকে আমি চিনেছি তারও আগে। বর্ণালি তখন ছোট্ট এক বালিকা। বর্ণালির সময় অবশ্য চট্টগ্রামেও কেটেছে অনেক। বর্ণালির বাসা রূমীদের বাসার কাছাকাছি। কোন রুমী ? রুমী। ফারহানা ইসলাম রুমী। আমার এক সময়কার স্ত্রী ফারজানা কবির ঈশিতার বান্ধবী। এক সময় প্রায় বিকেলেই রুমীর বাসায় আমি আর ঈশিতা চলে যেতাম আড্ডা মারতে। তখন আমাদের বিভিন্ন রকমের রঙিন পিঠা দিয়ে বিকেলের নাশতা দিতো রুমীরা।

কুমিল্লা শহরের দেশওয়ালীপট্টির সুমন ভিলা হলো রুমীদের বাসা। তার একটু পূর্বেই হলো বাদল বাবুর বাসা। বাদল চক্রবর্তী। বাদল চক্রবর্তী কুমিল্লার লিবার্টি সিনেমা হলের একসময়কার ম্যানেজার ছিলেন। তার সঙ্গে প্রথম পরিচয় হয় ১৯৯৫ সালের শেষ দিকে। কুমিল্লার সাপ্তাহিক আমোদ পত্রিকায় একটি রিপোর্ট করার সূত্র ধরে । বাদল বাবুর ভাইয়ের মেয়ে বর্ণালি চক্রবর্তী। বর্ণালির বাবার নাম শ্যামল কুমার চক্রবর্তী । ২৩ নং দেশওয়ালীপট্টিতে ওদের বাসা। প্রথম যখন বর্ণালিকে দেখি , খুব ছোট্টটিই দেখেছিলাম। নাচে বর্ণালি। চমৎকার নাচ। বর্ণালির নাচ দেখেছি আমি। ইদানীং বর্ণালি নাচ শেখায়ও। কর্ণফুলি নদীর মতো গভীর তার চোখের চাহনি। আসলে নাচতে হলে চোখ লাগে। আমি নিজেও একসময় নাচের চর্চা করেছিলাম। ভালো নাচ দেখানো আর সমুদ্র থেকে মুক্তোঅলা ঝিনুক তোলা একই কথা। বর্ণালি রুমীর দুর্লভ প্রতিবেশী। রুমী কি সেই বর্ণালিকে চিনে? কিংবা বর্ণালি ঈশিতাকে ? নাচে বর্ণালি। চমৎকার নাচ। বর্ণালির নাচ দেখেছি আমি। কর্ণফুলি নদীর মতো গভীর তার চোখের চাহনি। আসলে নাচতে হলে চোখ লাগে। ১৯৯২-১৯৯৪ সালে ঢাকায় আমি নাচের চর্চাও করতাম । তাই জানি , নাচতে হলে চোখ লাগেই।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.