![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
জসীম উদ্দিন অসীম:
‘মাইকেল’ কাহাকে বলে? বাংলা সাহিত্যের অন্যতম শক্তিধর একজন কবি আছেন , যার নাম মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত একজন বাঙ্গালী কবি ছিলেন। তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বলে তার নাম ছিল পৈত্রিক সূত্রে শ্রী মধুসূদন দত্ত। কিন্তু ছাত্র জীবনে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করার কারণে শ্রী মধুসূদনের বদলে তিনি হয়ে যান মাইকেল মধুসূদন দত্ত। ভৌগলিক বিচারে কোন বাঙ্গালী কবিকে বাংলাদেশের জাতীয় কবি নির্বাচন করা হলে তিনিই হতেন বাংলাদেশের জাতীয় কবি। কারণ তার জন্ম বাংলাদেশের যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে। বর্তমানে যে কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি , ভৌগলিক বিচারে তাঁর জন্মস্থান বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায়। কিন্তু ইদানীং কুমিল্লা অঞ্চলে ‘মাইকেল’ শব্দের রূপান্তর ঘটেছে। বিশেষ করে কুমিল্লার সাংবাদিক সমাজে এ শব্দটির অহরহ ব্যবহার দেখা যায়। যদি কোন লোককে কোন কাজে টাকা পয়সার ব্যাপারস্যাপারে ‘কাবু’ করা যায় , তাহলে আড়ালে তাকে ‘মাইকেল’ বলে মজা করা হয়। ইংরেজিতে ‘স্পন্সর’ শব্দটির ব্যবহার রয়েছে। কিন্তু এর বিকল্প শব্দও অনেক রয়েছে। যেমন-ডোনার...ইত্যাদি। কিন্তু অর্থদাতা ব্যক্তিটিকে যদি ‘মাইকেল’ বলা হয় , তা হলে সেই ব্যক্তিটিকে এক অর্থে অপমানই করা হয়। তবে মজার বিষয় হলো , ‘মাইকেল’ বলা হলেই,লোকের কাছে তা হাস্যরসের সৃষ্টি করে। কিন্তু বিষয় হলো , এই পৃষ্ঠপোষক ব্যক্তিদের ‘মাইকেল’ না বলে অন্য কোন সম্মানসূচক শব্দ দিয়ে কি সম্মানিত করা যায় না? কারণ এখন এই ‘মাইকেল’ শব্দটি দিয়েই যেখানে ব্যঙ্গ করা হয়।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:২২
গাধা গরু বলেছেন: সাইকেলও বলতে পারেন